আজ ২৫ জুন, বলিউড বাদশাহ শাহরুখ খানের বলিউডে ৩০ বছর পূর্ণ হলো। ১৯৯২ সালের এই দিনে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় অভিষেক হয় কিং খানের। এরপর হিন্দি ছায়াছবির দুনিয়ায় কেটে গেছে তাঁর জমকালো তিন দশক।
অভিনয়ের প্রথম দশকে ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার মতো রোমান্টিক ঘরানার ছবিতে দেখা গেছে তাঁকে। অনেক ভক্তের কাছে রোমান্টিক ছবি মানেই নব্বই দশকের শাহরুখ।
অভিনয়ের দ্বিতীয় দশকে ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’-এর মতো সব মহলে প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ, যা শাহরুখের প্রচলিত রোমান্টিক সিনেমা থেকে অনেকটাই আলাদা।
তবে অভিনয়ের তৃতীয় দশক, অর্থাৎ গত ১০ বছরে শাহরুখ অভিনীত বেশির ভাগ ছবিই বক্স অফিসে সাফল্য পায়নি। কিন্তু তাতে একটুও ভাটা পড়েনি শাহরুখ খানের জনপ্রিয়তায়। এখনো তাঁর নতুন ছবি ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শক। জন্মদিন বা বিশেষ উৎসবে প্রিয় অভিনেতার বাড়ির সামনে ভিড় করে ভক্তরা।
বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি সম্পৃক্ত নানা ব্যবসায়। শাহরুখের সম্পদের পরিমাণ ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি।
২০১৮ সালে ‘জিরো’ সিনেমার পর দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত শাহরুখ। তবে চলতি বছর একাধিক নতুন ছবির সুখবর দিয়েছেন ভক্তদের। ২০২৩ সালে তিন ঘরানার তিন পরিচালকের তিনটি ছবিতে দেখা যাবে তাঁকে। ছবি তিনটি হলো—যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’, রাজকুমার হিরানীর ‘ডাংকি’ ও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের ‘জওয়ান’।
এদিকে আজ (২৫ জুন) বলিউডে অভিনয়ের ৩০ বছর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পাঠান’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করেছেন শাহরুখ। আগামী বছরের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।
বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:
আজ ২৫ জুন, বলিউড বাদশাহ শাহরুখ খানের বলিউডে ৩০ বছর পূর্ণ হলো। ১৯৯২ সালের এই দিনে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় অভিষেক হয় কিং খানের। এরপর হিন্দি ছায়াছবির দুনিয়ায় কেটে গেছে তাঁর জমকালো তিন দশক।
অভিনয়ের প্রথম দশকে ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার মতো রোমান্টিক ঘরানার ছবিতে দেখা গেছে তাঁকে। অনেক ভক্তের কাছে রোমান্টিক ছবি মানেই নব্বই দশকের শাহরুখ।
অভিনয়ের দ্বিতীয় দশকে ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’-এর মতো সব মহলে প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ, যা শাহরুখের প্রচলিত রোমান্টিক সিনেমা থেকে অনেকটাই আলাদা।
তবে অভিনয়ের তৃতীয় দশক, অর্থাৎ গত ১০ বছরে শাহরুখ অভিনীত বেশির ভাগ ছবিই বক্স অফিসে সাফল্য পায়নি। কিন্তু তাতে একটুও ভাটা পড়েনি শাহরুখ খানের জনপ্রিয়তায়। এখনো তাঁর নতুন ছবি ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শক। জন্মদিন বা বিশেষ উৎসবে প্রিয় অভিনেতার বাড়ির সামনে ভিড় করে ভক্তরা।
বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি সম্পৃক্ত নানা ব্যবসায়। শাহরুখের সম্পদের পরিমাণ ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি।
২০১৮ সালে ‘জিরো’ সিনেমার পর দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত শাহরুখ। তবে চলতি বছর একাধিক নতুন ছবির সুখবর দিয়েছেন ভক্তদের। ২০২৩ সালে তিন ঘরানার তিন পরিচালকের তিনটি ছবিতে দেখা যাবে তাঁকে। ছবি তিনটি হলো—যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’, রাজকুমার হিরানীর ‘ডাংকি’ ও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের ‘জওয়ান’।
এদিকে আজ (২৫ জুন) বলিউডে অভিনয়ের ৩০ বছর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পাঠান’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করেছেন শাহরুখ। আগামী বছরের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।
বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫