বলিউডের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র নতুন কিছু নেই। সেই পাতৌদির আমল থেকে একে অপরের সঙ্গে হাতধরাধরি করে চলে আসছে। শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পাতৌদি থেকে আজহারউদ্দিন-সংগীতা বিজলানি, বিরাট কোহলি-আনুশকা শর্মা.. এমন উদাহরণ কম নেই। এবার সেই তালিকায় আরও এক জুটির নাম যোগ হলো- সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি এবং ক্রিকেটার কেএল রাহুল।
৫ নভেম্বর ছিল অভিনেত্রী আথিয়া শেঠির জন্মদিন। আর এই বিশেষ দিনে ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কেএল রাহুল। শুভেচ্ছা বার্তায় তাঁদের ঘনিষ্ঠ এক ছবিও প্রকাশ করেন। এতদিন সম্পর্ক নিয়ে রাকঢাক করলেও এবার প্রকাশ্যে আনলেন সম্পর্কের কথা।
আথিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি ছবি পোস্ট করেন কে এল রাহুল। একটি ছবিতে আথিয়াকে আলতো আলিঙ্গন করছেন কেএল। অপর ছবিতে তারকা জুটিকে ভেংচি কাটতে দেখা গেছে। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন (সঙ্গে লাল হৃদয় ইমোজি)’। আর লাল হদয়ের ইমোজি ব্যবহার করতেই যেন সব গোপন তথ্যের উত্তর পাওয়া গেল।
ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেত্রী আথিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছিল বহু দিনের। চলতি বছর দুবাইয়ে আয়োজিত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন আথিয়া। রাহুলের অর্ধ শতরানে গ্যালারিতে আথিয়ার উচ্ছ্বাস নজর এড়ায়নি টিভি ক্যামেরার।
ভারতীয় গণমাধ্যম বলছে, কয়েক মাস আগে ইংল্যান্ডে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার সময় বিসিসিআই-এর কাছে আথিয়াকে নিজের সঙ্গীনি বলে উল্লেখ করেছিলেন কেএল রাহুল। যখন ইংল্যান্ড সফরে ছিল ভারতীয় ক্রিকেট টিম। সঙ্গে ছিল তাঁদের পরিবারও। তখনই কেএল এনং আথিয়াকে এক ফ্রেমে দেখা যায় অন্যান্য ক্রিকেটারদের পরিবারের সঙ্গে।
হিরো (২০১৫), মুবারাকান (২০১৭) এবং মতিচুর চানাচুর (২০১৯) এর মতো ছবিতে অভিনয় করেছেন আথিয়া। ২০১৫ সালে বলিউডে অভিষেক হয় এই তারকা সন্তানের।
বলিউডের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র নতুন কিছু নেই। সেই পাতৌদির আমল থেকে একে অপরের সঙ্গে হাতধরাধরি করে চলে আসছে। শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পাতৌদি থেকে আজহারউদ্দিন-সংগীতা বিজলানি, বিরাট কোহলি-আনুশকা শর্মা.. এমন উদাহরণ কম নেই। এবার সেই তালিকায় আরও এক জুটির নাম যোগ হলো- সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি এবং ক্রিকেটার কেএল রাহুল।
৫ নভেম্বর ছিল অভিনেত্রী আথিয়া শেঠির জন্মদিন। আর এই বিশেষ দিনে ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কেএল রাহুল। শুভেচ্ছা বার্তায় তাঁদের ঘনিষ্ঠ এক ছবিও প্রকাশ করেন। এতদিন সম্পর্ক নিয়ে রাকঢাক করলেও এবার প্রকাশ্যে আনলেন সম্পর্কের কথা।
আথিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি ছবি পোস্ট করেন কে এল রাহুল। একটি ছবিতে আথিয়াকে আলতো আলিঙ্গন করছেন কেএল। অপর ছবিতে তারকা জুটিকে ভেংচি কাটতে দেখা গেছে। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন (সঙ্গে লাল হৃদয় ইমোজি)’। আর লাল হদয়ের ইমোজি ব্যবহার করতেই যেন সব গোপন তথ্যের উত্তর পাওয়া গেল।
ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেত্রী আথিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছিল বহু দিনের। চলতি বছর দুবাইয়ে আয়োজিত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন আথিয়া। রাহুলের অর্ধ শতরানে গ্যালারিতে আথিয়ার উচ্ছ্বাস নজর এড়ায়নি টিভি ক্যামেরার।
ভারতীয় গণমাধ্যম বলছে, কয়েক মাস আগে ইংল্যান্ডে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার সময় বিসিসিআই-এর কাছে আথিয়াকে নিজের সঙ্গীনি বলে উল্লেখ করেছিলেন কেএল রাহুল। যখন ইংল্যান্ড সফরে ছিল ভারতীয় ক্রিকেট টিম। সঙ্গে ছিল তাঁদের পরিবারও। তখনই কেএল এনং আথিয়াকে এক ফ্রেমে দেখা যায় অন্যান্য ক্রিকেটারদের পরিবারের সঙ্গে।
হিরো (২০১৫), মুবারাকান (২০১৭) এবং মতিচুর চানাচুর (২০১৯) এর মতো ছবিতে অভিনয় করেছেন আথিয়া। ২০১৫ সালে বলিউডে অভিষেক হয় এই তারকা সন্তানের।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫