মুম্বাইয়ে বেশ দামি এক ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটির ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা জুড়ে হবে তাঁর নতুন ঠিকানা। বিলাসবহুল এই আবাসনে থাকবে ১৯টি গাড়ি পার্ক করার জায়গাও।
রণবীরের সঙ্গে এই ফ্ল্যাটটি কিনেছেন তাঁর বাবা জগজিৎ সুন্দরসিং ভবনানী। ওহ ফাইভ ওহ মিডিয়া এলএলপি নামে একটি প্রতিষ্ঠান আছে বাবা-ছেলের। ৮ জুলাই এই ফ্ল্যাটটি কেনার জন্য চুক্তিপত্রে সই করেন তাঁরা। এই সম্পত্তির বিক্রেতা এনর্ম নাগপাল এস্টেট। সেটি কেনার সময় রণবীরের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন তাঁর বাবা।
ব্যান্ডস্ট্যান্ডের বিজে রোড রণবীরের নতুন ঠিকানা। এই ফ্ল্যাটে বসেই উপভোগ করা যাবে আরব সাগরের সৌন্দর্য। রণবীরের প্রতিবেশী হবেন শাহরুখ খান। নতুন এই ঠিকানার দাম ১১৯ কোটি রুপির বেশি।
এই সম্পত্তির কার্পেট এলাকা ১১, ২৬৬ বর্গফুট। আলাদা করে টেরেস রয়েছে ১৩০০ বর্গফুটজুড়ে। এটি কিনতে মোট ১১৮. ৯৪ কোটি রুপি দিতে হয় রণবীর এবং তাঁর বাবাকে। স্ট্যাম্প ডিউটির জন্য খরচ পড়েছে ৭.১৩ কোটি রুপি।
বক্স অফিসে ভালো করেনি রণবীরের শেষ দুই সিনেমা। কিন্তু তাতে কী! আকাশচুম্বী দামে এই ফ্ল্যাট কিনে আরও একবার শিরোনামে তিনি। স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে এখানেই থাকবেন তিনি? এ বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি।
মুম্বাইয়ে বেশ দামি এক ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটির ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা জুড়ে হবে তাঁর নতুন ঠিকানা। বিলাসবহুল এই আবাসনে থাকবে ১৯টি গাড়ি পার্ক করার জায়গাও।
রণবীরের সঙ্গে এই ফ্ল্যাটটি কিনেছেন তাঁর বাবা জগজিৎ সুন্দরসিং ভবনানী। ওহ ফাইভ ওহ মিডিয়া এলএলপি নামে একটি প্রতিষ্ঠান আছে বাবা-ছেলের। ৮ জুলাই এই ফ্ল্যাটটি কেনার জন্য চুক্তিপত্রে সই করেন তাঁরা। এই সম্পত্তির বিক্রেতা এনর্ম নাগপাল এস্টেট। সেটি কেনার সময় রণবীরের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন তাঁর বাবা।
ব্যান্ডস্ট্যান্ডের বিজে রোড রণবীরের নতুন ঠিকানা। এই ফ্ল্যাটে বসেই উপভোগ করা যাবে আরব সাগরের সৌন্দর্য। রণবীরের প্রতিবেশী হবেন শাহরুখ খান। নতুন এই ঠিকানার দাম ১১৯ কোটি রুপির বেশি।
এই সম্পত্তির কার্পেট এলাকা ১১, ২৬৬ বর্গফুট। আলাদা করে টেরেস রয়েছে ১৩০০ বর্গফুটজুড়ে। এটি কিনতে মোট ১১৮. ৯৪ কোটি রুপি দিতে হয় রণবীর এবং তাঁর বাবাকে। স্ট্যাম্প ডিউটির জন্য খরচ পড়েছে ৭.১৩ কোটি রুপি।
বক্স অফিসে ভালো করেনি রণবীরের শেষ দুই সিনেমা। কিন্তু তাতে কী! আকাশচুম্বী দামে এই ফ্ল্যাট কিনে আরও একবার শিরোনামে তিনি। স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে এখানেই থাকবেন তিনি? এ বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে