দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়া’ মুক্তি পেয়েছে সপ্তাহখানেক আগেই। সিনেমাটি দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে দীপিকার অভিনয় প্রশংসিত হয়েছে। পরিচালক শকুন বাত্রার গল্প বলার ঢঙ ও এডিটিং নিয়ে সমালোচনা হয়েছে বেশি। এসবের মাঝেই দীপিকা জানালেন, বাবা প্রকাশ পাড়ুকোনোর বায়োপিক বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
রণবীর সিংয়ের স্পোর্টস ড্রামা ‘৮৩’-র প্রযোজক হিসেবেও কাজ করেছেন দীপিকা। এবার প্রকাশ পাড়ুকোনকে নিয়ে বানাতে চান সিনেমা। সম্প্রতি দীপিকা জানিয়েছেন, ভারতীয় ক্রীড়াজগতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যে পরিশ্রম তাঁর বাবাকে করতে হয়েছে সেটাই তিনি চান দর্শকদের সামনে তুলে ধরতে। প্রকাশ পাড়ুকোন এমন একজন ক্রীড়াবিদ যিনি আন্তর্জাতিক পর্যায়ে ট্রফি জিতেছিলেন ভারত ১৯৮৩ সালে ওয়ার্ল্ডকাপ জেতার আগেই।
দীপিকা আরও জানান, সেই সময় প্রকাশ পাড়ুকোনের কাছে উপযুক্ত সুযোগ সুবিধা ছিল না ব্যাডমিন্টন প্রশিক্ষণের। একটি কমিউনিটি সেন্টারের হলঘরে তিনি প্রশিক্ষণ নিতেন। এখনকার অ্যাথলিটদের মতো সুযোগ সুবিধা পেলে হয়তো আরও ভালো খেলতেন।
যদিও এই সিনেমা তৈরির খবর দিলেও কে অভিনয় করছেন কিংবা পরিচালক হিসেবে কে রয়েছেন - তা নিয়ে এখনও কিছু জানাননি দীপিকা। বোঝাই যাচ্ছে আপাতত প্রি-প্রোডাকশনের কাজ চলছে। মার্চেই স্পেন যাওয়ার কথা দীপিকার। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমার শুটিং করবেন। পাশাপাশি ‘ফাইটার’, ‘প্রোজেক্ট কে’, ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকে দেখা যাবে এই অভিনেত্রীকে।
দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়া’ মুক্তি পেয়েছে সপ্তাহখানেক আগেই। সিনেমাটি দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে দীপিকার অভিনয় প্রশংসিত হয়েছে। পরিচালক শকুন বাত্রার গল্প বলার ঢঙ ও এডিটিং নিয়ে সমালোচনা হয়েছে বেশি। এসবের মাঝেই দীপিকা জানালেন, বাবা প্রকাশ পাড়ুকোনোর বায়োপিক বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
রণবীর সিংয়ের স্পোর্টস ড্রামা ‘৮৩’-র প্রযোজক হিসেবেও কাজ করেছেন দীপিকা। এবার প্রকাশ পাড়ুকোনকে নিয়ে বানাতে চান সিনেমা। সম্প্রতি দীপিকা জানিয়েছেন, ভারতীয় ক্রীড়াজগতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যে পরিশ্রম তাঁর বাবাকে করতে হয়েছে সেটাই তিনি চান দর্শকদের সামনে তুলে ধরতে। প্রকাশ পাড়ুকোন এমন একজন ক্রীড়াবিদ যিনি আন্তর্জাতিক পর্যায়ে ট্রফি জিতেছিলেন ভারত ১৯৮৩ সালে ওয়ার্ল্ডকাপ জেতার আগেই।
দীপিকা আরও জানান, সেই সময় প্রকাশ পাড়ুকোনের কাছে উপযুক্ত সুযোগ সুবিধা ছিল না ব্যাডমিন্টন প্রশিক্ষণের। একটি কমিউনিটি সেন্টারের হলঘরে তিনি প্রশিক্ষণ নিতেন। এখনকার অ্যাথলিটদের মতো সুযোগ সুবিধা পেলে হয়তো আরও ভালো খেলতেন।
যদিও এই সিনেমা তৈরির খবর দিলেও কে অভিনয় করছেন কিংবা পরিচালক হিসেবে কে রয়েছেন - তা নিয়ে এখনও কিছু জানাননি দীপিকা। বোঝাই যাচ্ছে আপাতত প্রি-প্রোডাকশনের কাজ চলছে। মার্চেই স্পেন যাওয়ার কথা দীপিকার। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমার শুটিং করবেন। পাশাপাশি ‘ফাইটার’, ‘প্রোজেক্ট কে’, ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকে দেখা যাবে এই অভিনেত্রীকে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে