পৌরাণিক চরিত্রে পর্দায় হাজির হবেন ভিকি কৌশল। আসন্ন নতুন সিনেমা ‘মহাবতার’–এর প্রথম পোস্টার শেয়ার করেছেন তিনি। এই সিনেমায় অভিনেতাকে চিরঞ্জীবী পরশুরামের চরিত্রে দেখা যাবে। পৌরাণিক যোদ্ধার কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০২৬ সালের বড়দিনে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন অমর কৌশিক।
অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে পোস্টারের প্রথম ঝলক। পোস্টার দেখে ভিকিকে চিনতে পারা যাচ্ছে না! লম্বা চুল এবং ঘন দাঁড়ি। পোস্টারের পাশাপাশি একটি ছোট ক্লিপও পোস্ট করেছেন ভিকি। ক্লিপে তাঁকে মরিচা রঙের ধুতি ও বাহুতে রুদ্রাক্ষ পরা অবস্থায় একটি অস্ত্র হাতে দেখা যাচ্ছে। পরশুরামের শক্তিমত্তাই প্রতীকায়িত হয়েছে পোস্টার ও ক্লিপে।
পোস্টে ভিকি লিখেছেন, দিনেশ বিজন ধর্মের চিরন্তন যোদ্ধার কাহিনিকে জীবন্ত করে তুলছেন। ভিকি কৌশল চিরঞ্জীবী পরশুরামের ভূমিকায় অভিনয় করছেন। হ্যাশট্যাগ মহাবতার দিয়ে তিনি আরও লিখেছেন, এটি পরিচালনা করছেন অমর কৌশিক। ২০২৬ সালের বড়দিনে সিনেমাটি আসছে।
পরশুরাম, যিনি পরশুরাম অবতার নামেও পরিচিত। হিন্দুধর্মে ভগবান বিষ্ণুর ১০ অবতারের মধ্যে ষষ্ঠ অবতার মানা হয় তাঁকে। পুরাণ মতে, ভগবান বিষ্ণু মানব রূপে পৃথিবীতে এসেছিলেন অত্যাচারী সম্রাট কর্তাবীর্য অর্জুনের হাত থেকে মানুষের মুক্তির জন্য। এই ক্ষত্রিয় সম্রাট অহংকারী ছিলেন, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। পরশুরামের উদ্দেশ্য ছিল ধর্মের পুনঃপ্রতিষ্ঠ করা।
ভিকি কৌশলকে শেষ দেখা গিয়েছিল তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। তাঁকে পরবর্তীতে লাভ অ্যান্ড ওয়ার–এ দেখা যাবে সেলিব্রিটি দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে।
পৌরাণিক চরিত্রে পর্দায় হাজির হবেন ভিকি কৌশল। আসন্ন নতুন সিনেমা ‘মহাবতার’–এর প্রথম পোস্টার শেয়ার করেছেন তিনি। এই সিনেমায় অভিনেতাকে চিরঞ্জীবী পরশুরামের চরিত্রে দেখা যাবে। পৌরাণিক যোদ্ধার কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০২৬ সালের বড়দিনে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন অমর কৌশিক।
অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে পোস্টারের প্রথম ঝলক। পোস্টার দেখে ভিকিকে চিনতে পারা যাচ্ছে না! লম্বা চুল এবং ঘন দাঁড়ি। পোস্টারের পাশাপাশি একটি ছোট ক্লিপও পোস্ট করেছেন ভিকি। ক্লিপে তাঁকে মরিচা রঙের ধুতি ও বাহুতে রুদ্রাক্ষ পরা অবস্থায় একটি অস্ত্র হাতে দেখা যাচ্ছে। পরশুরামের শক্তিমত্তাই প্রতীকায়িত হয়েছে পোস্টার ও ক্লিপে।
পোস্টে ভিকি লিখেছেন, দিনেশ বিজন ধর্মের চিরন্তন যোদ্ধার কাহিনিকে জীবন্ত করে তুলছেন। ভিকি কৌশল চিরঞ্জীবী পরশুরামের ভূমিকায় অভিনয় করছেন। হ্যাশট্যাগ মহাবতার দিয়ে তিনি আরও লিখেছেন, এটি পরিচালনা করছেন অমর কৌশিক। ২০২৬ সালের বড়দিনে সিনেমাটি আসছে।
পরশুরাম, যিনি পরশুরাম অবতার নামেও পরিচিত। হিন্দুধর্মে ভগবান বিষ্ণুর ১০ অবতারের মধ্যে ষষ্ঠ অবতার মানা হয় তাঁকে। পুরাণ মতে, ভগবান বিষ্ণু মানব রূপে পৃথিবীতে এসেছিলেন অত্যাচারী সম্রাট কর্তাবীর্য অর্জুনের হাত থেকে মানুষের মুক্তির জন্য। এই ক্ষত্রিয় সম্রাট অহংকারী ছিলেন, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। পরশুরামের উদ্দেশ্য ছিল ধর্মের পুনঃপ্রতিষ্ঠ করা।
ভিকি কৌশলকে শেষ দেখা গিয়েছিল তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। তাঁকে পরবর্তীতে লাভ অ্যান্ড ওয়ার–এ দেখা যাবে সেলিব্রিটি দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫