অনলাইন ডেস্ক
বলিউডে অভিনেতা তো অনেকে আছেন, কিন্তু সালমান খান একজনই। এ বিষয়ে সবাই একমত। তবে সালমান খান শুধু নায়কই নন, তিনি নিজেই যেন একটা প্রতিষ্ঠান। প্রেমের ‘প্রেম’, টাইগারের অ্যাকশন, দাবাংয়ের স্টাইলসহযোগে বলিউড ভাইজান তিন দশকের বেশি সময় ধরে রুপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন।
সালমান খানের ঝুলিতে হিট সিনেমার লম্বা তালিকার পাশাপাশি আছে অসংখ্য ভক্তের ভালোবাসা। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন, প্রেমকাহিনি বা স্টাইলের মতোই আরেকটা বিষয় নিয়ে বলিউডের অন্দরমহলে কানাঘুষা চলে—সেটা হলো সালমান খানের ‘নো-কিসিং’ নীতি। এই সুপারস্টার এই একটা নিয়ম আজও ভাঙেননি। পর্দায় তিনি কোনো নায়িকাকে চুমু খান না। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি!
সম্প্রতি জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়ে এই নিয়েই মুখ খোলেন ভাইজান। সেখানে সালমানের সঙ্গে ছিলেন তাঁর দুই ভাই আরবাজ খান ও সোহেল খান। কপিল মজা করেই সালমানকে প্রশ্ন করেন, ‘আপনি এত রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু পর্দায় কখনো কিস করেননি কেন?’
জবাবে সালমান হেসে বলেন, ‘দেখো, আমি পর্দায় কিস করি না, এতে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না।’ তবে বিষয়টি সেখানেই সীমাবদ্ধ থাকেনি। এতে যোগ দেন ভাই আরবাজ খানও। ভাইয়ের কথায় যোগ দিয়ে তিনি বলে বসেন, ‘ও অফ-স্ক্রিনে (পর্দার বাইরে বাস্তব জগতে) এত বেশি কিস (চুমু দেয়) করে নেয় যে পর্দায় করার আর দরকারই পড়ে না!’
বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায় একটি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য পরিচালক আলী আব্বাস জাফর নাকি সালমানকে রাজি করানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। নায়িকা ছিলেন কে? ক্যাটরিনা কাইফ! তাঁদের পুরোনো সম্পর্কের কথা তো সবার জানা। তাই মনে করা হচ্ছিল, ক্যাটরিনার জন্য হয়তো একবার হলেও নিয়ম ভাঙবেন ভাইজান।
কিন্তু না, সালমান তখনো অনড়। দৃশ্যটাই বাদ পড়ে। সেই সময় এক ঘনিষ্ঠ সূত্র বলেছিল, ‘সবাই ভেবেছিল, ক্যাটরিনার জন্য অন্তত একবার নিয়ম ভাঙবেন সালমান। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, এটা তিনি কখনোই করবেন না।’
বহু সাক্ষাৎকারে সালমান স্পষ্ট করেছেন, তিনি চিরকাল ‘পারিবারিক’ ধাঁচের সিনেমায় বিশ্বাস করেন। তাঁর মতে, সিনেমা এমন হওয়া উচিত, যা পরিবার নিয়ে বসে দেখা যায়। তাই তিনি কখনো ঘনিষ্ঠ দৃশ্য, কিসিং সিনে রাজি হন না। তবে ভক্তদের স্মরণ করিয়ে দেওয়া দরকার, একবার ঠিকই ভাইজান নিয়ম ভেঙেছিলেন। সেটা ১৯৯৬ সালের সিনেমা ‘জিত’-এ। কারিশমা কাপুরের সঙ্গে পর্দায় এক চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছিল সালমানকে। যদিও সেই দৃশ্য নাকি অনেকটা ‘ক্যামেরা অ্যাঙ্গেলের’ কারসাজি ছিল, এমনটাই দাবি করেছিলেন অনেকে।
সালমান খানের প্রেমকাহিনি বলিউডে ওপেন সিক্রেট। ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, লুলিয়া ভান্তুর থেকে সংগীতা বিজলানি—সবার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। কিন্তু পর্দায় কিস? একেবারে বারণ!
তথ্যসূত্র: এনডিটিভি
বলিউডে অভিনেতা তো অনেকে আছেন, কিন্তু সালমান খান একজনই। এ বিষয়ে সবাই একমত। তবে সালমান খান শুধু নায়কই নন, তিনি নিজেই যেন একটা প্রতিষ্ঠান। প্রেমের ‘প্রেম’, টাইগারের অ্যাকশন, দাবাংয়ের স্টাইলসহযোগে বলিউড ভাইজান তিন দশকের বেশি সময় ধরে রুপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন।
সালমান খানের ঝুলিতে হিট সিনেমার লম্বা তালিকার পাশাপাশি আছে অসংখ্য ভক্তের ভালোবাসা। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন, প্রেমকাহিনি বা স্টাইলের মতোই আরেকটা বিষয় নিয়ে বলিউডের অন্দরমহলে কানাঘুষা চলে—সেটা হলো সালমান খানের ‘নো-কিসিং’ নীতি। এই সুপারস্টার এই একটা নিয়ম আজও ভাঙেননি। পর্দায় তিনি কোনো নায়িকাকে চুমু খান না। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি!
সম্প্রতি জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়ে এই নিয়েই মুখ খোলেন ভাইজান। সেখানে সালমানের সঙ্গে ছিলেন তাঁর দুই ভাই আরবাজ খান ও সোহেল খান। কপিল মজা করেই সালমানকে প্রশ্ন করেন, ‘আপনি এত রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু পর্দায় কখনো কিস করেননি কেন?’
জবাবে সালমান হেসে বলেন, ‘দেখো, আমি পর্দায় কিস করি না, এতে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না।’ তবে বিষয়টি সেখানেই সীমাবদ্ধ থাকেনি। এতে যোগ দেন ভাই আরবাজ খানও। ভাইয়ের কথায় যোগ দিয়ে তিনি বলে বসেন, ‘ও অফ-স্ক্রিনে (পর্দার বাইরে বাস্তব জগতে) এত বেশি কিস (চুমু দেয়) করে নেয় যে পর্দায় করার আর দরকারই পড়ে না!’
বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায় একটি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য পরিচালক আলী আব্বাস জাফর নাকি সালমানকে রাজি করানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। নায়িকা ছিলেন কে? ক্যাটরিনা কাইফ! তাঁদের পুরোনো সম্পর্কের কথা তো সবার জানা। তাই মনে করা হচ্ছিল, ক্যাটরিনার জন্য হয়তো একবার হলেও নিয়ম ভাঙবেন ভাইজান।
কিন্তু না, সালমান তখনো অনড়। দৃশ্যটাই বাদ পড়ে। সেই সময় এক ঘনিষ্ঠ সূত্র বলেছিল, ‘সবাই ভেবেছিল, ক্যাটরিনার জন্য অন্তত একবার নিয়ম ভাঙবেন সালমান। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, এটা তিনি কখনোই করবেন না।’
বহু সাক্ষাৎকারে সালমান স্পষ্ট করেছেন, তিনি চিরকাল ‘পারিবারিক’ ধাঁচের সিনেমায় বিশ্বাস করেন। তাঁর মতে, সিনেমা এমন হওয়া উচিত, যা পরিবার নিয়ে বসে দেখা যায়। তাই তিনি কখনো ঘনিষ্ঠ দৃশ্য, কিসিং সিনে রাজি হন না। তবে ভক্তদের স্মরণ করিয়ে দেওয়া দরকার, একবার ঠিকই ভাইজান নিয়ম ভেঙেছিলেন। সেটা ১৯৯৬ সালের সিনেমা ‘জিত’-এ। কারিশমা কাপুরের সঙ্গে পর্দায় এক চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছিল সালমানকে। যদিও সেই দৃশ্য নাকি অনেকটা ‘ক্যামেরা অ্যাঙ্গেলের’ কারসাজি ছিল, এমনটাই দাবি করেছিলেন অনেকে।
সালমান খানের প্রেমকাহিনি বলিউডে ওপেন সিক্রেট। ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, লুলিয়া ভান্তুর থেকে সংগীতা বিজলানি—সবার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। কিন্তু পর্দায় কিস? একেবারে বারণ!
তথ্যসূত্র: এনডিটিভি
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে