শাহরুখ খানের হাত ধরেই ‘ওম শান্তি ওম’ ছবিতে সুযোগ পান দীপিকা পাড়ুকোন। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে তাঁদের জুটি মুগ্ধ করেছিল দর্শকদের। আবারও সেই ম্যাজিক ফিরে আসছে বড়পর্দায়। ‘পাঠান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে।
জানা যায়, ছবির গুরুত্বপূর্ণ কিছু অংশের শুটিং করা হবে স্পেনে। স্পেনের অলিগলি দেখা যাবে এই সিনেমায়। এর পাশাপাশি ছবির একটি গানের শুটিং করা হবে ঐ দেশের কিছু অচেনা অজানা জায়গায়। যেখানে এর আগে কোনও হিন্দি ছবির শুটিং হয়নি। আগেও ছবির মধ্যে দিয়ে নানা অপরিচিত জায়গা তুলে ধরেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এবারও সেরকমই কিছু জায়গা উঠে আসবে ‘পাঠান’ ছবিতে। ইতিমধ্যেই স্পেন সরকারের থেকে সেই সমস্ত জায়গায় শুটিংয়ের অনুমতিও নিয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দ ও তাঁর টিম।
২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি ‘জিরো’। জিরো মুখ থুবড়ে পড়েছিল বক্সঅফিসে। এরপরই সিনেমা থেকে ব্রেক নেন অভিনেতা। বড়পর্দায় তাঁর অনুপস্থিতি মেনে নিতে পারছিলেন না তাঁর ফ্যানেরা। অবশেষে জানা যায়, পাঠান ছবিতে কামব্যাক করছেন কিং খান। দীপিকার পাশাপাশি এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।
শাহরুখ খানের হাত ধরেই ‘ওম শান্তি ওম’ ছবিতে সুযোগ পান দীপিকা পাড়ুকোন। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে তাঁদের জুটি মুগ্ধ করেছিল দর্শকদের। আবারও সেই ম্যাজিক ফিরে আসছে বড়পর্দায়। ‘পাঠান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে।
জানা যায়, ছবির গুরুত্বপূর্ণ কিছু অংশের শুটিং করা হবে স্পেনে। স্পেনের অলিগলি দেখা যাবে এই সিনেমায়। এর পাশাপাশি ছবির একটি গানের শুটিং করা হবে ঐ দেশের কিছু অচেনা অজানা জায়গায়। যেখানে এর আগে কোনও হিন্দি ছবির শুটিং হয়নি। আগেও ছবির মধ্যে দিয়ে নানা অপরিচিত জায়গা তুলে ধরেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এবারও সেরকমই কিছু জায়গা উঠে আসবে ‘পাঠান’ ছবিতে। ইতিমধ্যেই স্পেন সরকারের থেকে সেই সমস্ত জায়গায় শুটিংয়ের অনুমতিও নিয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দ ও তাঁর টিম।
২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি ‘জিরো’। জিরো মুখ থুবড়ে পড়েছিল বক্সঅফিসে। এরপরই সিনেমা থেকে ব্রেক নেন অভিনেতা। বড়পর্দায় তাঁর অনুপস্থিতি মেনে নিতে পারছিলেন না তাঁর ফ্যানেরা। অবশেষে জানা যায়, পাঠান ছবিতে কামব্যাক করছেন কিং খান। দীপিকার পাশাপাশি এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫