সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি নির্মিত ‘সিংহাম অ্যাগেইন’। সুপার স্টার সালমান খান, অজয় দেবগন, রণবীর সিং, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন এই ছবিতে।
এবার এই সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে শুটিং সেটের দুজন সহশিল্পীর গোপন কথা ফাঁস করে দিলেন অজয় দেবগন ও নির্মাতা রোহিত শেঠি। আর সেই দুজন হলেন— রণবীর সিং ও কারিনা কাপুর!
সেটে নাকি দারুণ মজা করতেন সবাই। কিন্তু অজয় দেবগন বলেন, ‘রণবীর সারা দিন সেটে বাজে বকতো। আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু ওর কাছ থেকে শেখার মতো বিষয়। আর সেটেই সেই পরচর্চার ঝুলি খুলে বসে বেবো।’
অজয়ের কথায় সায় দিয়ে পরিচালক রোহিত বলেন, ‘সেটে কলাকুশলী থেকে শিল্পী, সকলেই একেবারে গালা টাইম কাটিয়েছেন।’
একসঙ্গে এতজন তারকা, সেটে কোনো গোল বাঁধেনি, ভারতীয় গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে রোহিত শেঠি বলেন, ‘এতগুলো তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়! কারণ সকলেই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি যে-“ওহ আমি তো স্টার!’”
রোহিত শেঠির ফ্রেমে এত তারকা যে, একজন বলে আমাকে দেখ, তো আরেকজন বলে আমাকে! তবে সবাই অনেক মজা করেই কাজ করেছেন বলে জানিয়েছেন দুজনই।
সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি নির্মিত ‘সিংহাম অ্যাগেইন’। সুপার স্টার সালমান খান, অজয় দেবগন, রণবীর সিং, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন এই ছবিতে।
এবার এই সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে শুটিং সেটের দুজন সহশিল্পীর গোপন কথা ফাঁস করে দিলেন অজয় দেবগন ও নির্মাতা রোহিত শেঠি। আর সেই দুজন হলেন— রণবীর সিং ও কারিনা কাপুর!
সেটে নাকি দারুণ মজা করতেন সবাই। কিন্তু অজয় দেবগন বলেন, ‘রণবীর সারা দিন সেটে বাজে বকতো। আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু ওর কাছ থেকে শেখার মতো বিষয়। আর সেটেই সেই পরচর্চার ঝুলি খুলে বসে বেবো।’
অজয়ের কথায় সায় দিয়ে পরিচালক রোহিত বলেন, ‘সেটে কলাকুশলী থেকে শিল্পী, সকলেই একেবারে গালা টাইম কাটিয়েছেন।’
একসঙ্গে এতজন তারকা, সেটে কোনো গোল বাঁধেনি, ভারতীয় গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে রোহিত শেঠি বলেন, ‘এতগুলো তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়! কারণ সকলেই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি যে-“ওহ আমি তো স্টার!’”
রোহিত শেঠির ফ্রেমে এত তারকা যে, একজন বলে আমাকে দেখ, তো আরেকজন বলে আমাকে! তবে সবাই অনেক মজা করেই কাজ করেছেন বলে জানিয়েছেন দুজনই।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে