Ajker Patrika

১১ মার্চ সিনেমা হলে গুণিন

১১ মার্চ সিনেমা হলে গুণিন

‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুণিন’। ওটিটি প্ল্যাটফর্মে প্রচারের জন্য তৈরি হলেও সিনেমাটি দেখা যাবে বড় পর্দায়। এরই মধ্যে এটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। নির্মাতা জানিয়েছেন, ১১ মার্চ দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে গুণিন।

 ‘গুণিন’ সিনেমার পোস্টার এ সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। আধ্যাত্মিক ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতির মধ্যে দ্বন্দ্বের গল্পই দেখা যাবে এ সিনেমায়। নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আরো আছেন শরিফুল রাজ, পরীমণি, দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।

‘গুণিন’ সিনেমার দৃশ্যে পরীমণি ও শরিফুল রাজহাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘গুণিন’। পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘হাসান আজিজুল হক আমার শিক্ষাজীবনের গুরু। হাসান স্যারের লেখা মানেই তো জীবনঘনিষ্ঠ। তাঁর ছোটগল্পকে সিনেমায় রূপ দেওয়া খুব চ্যালেঞ্জিং। তবুও সাহস নিয়ে কাজটি করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত