যুক্তরাষ্ট্রের রক সম্রাট এলভিস প্রিসলির একটি কোট নিলামে ১৭ কোটি সাড়ে ৬ লাখ (১ লাখ ২৮ হাজার পাউন্ড) টাকায় বিক্রি হয়েছে। গত শনিবার যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভিজেসে ‘হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন’ নিলাম ঘরে উঠেছিল কোটটি।
হস্তশিল্পে তৈরি চামড়া ও মখমলের ওই কোট এলভিস প্রিসলি জীবনের শেষ বছরে পরতেন। যুক্তরাষ্ট্রের এক নাগরিক কোটটি কিনেছেন।
নিলামঘরের মালিক হেনরি অ্যালড্রিজ এর আগে বলেছিলেন, তাঁরা কোটটি ১৫ হাজার পাউন্ডের কিছু বেশি দামে বিক্রির আশা করছেন।
এলভিস প্রিসলি মৃত্যুর আগে ১৯৭৭ সালে তাঁর বাগদত্তা জিঞ্জার অ্যালডেনের ভাইকে ১২০ সেমি (৪ ফুট) দৈর্ঘ্যের পোশাকটি উপহার দিয়েছিলেন। জিঞ্জার অ্যালডেনের বোন রোজমেরি অ্যালডেন স্টারকি এই তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন।
হেনরি অ্যালড্রিজ আগে বলেছিলেন, তাঁরা একজন ক্লায়েন্টের কাছ থেকে কোটটি কিনেছিলেন। ওই ক্লায়েন্ট আবার কোটটি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে প্রিসলির সাবেক বাড়িতে গ্রেসল্যান্ডে অনুষ্ঠিত ‘বার্ষিক এলভিস প্রিসলি নিলাম’ থেকে কিনেছিলেন।
নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, ‘আমি মনে করি, কোটটিতে ১৯৭০–এর দশকের ভেগাসের ছাপ লেগে আছে। যেখানে এলভিস মখমলের এই কোট জড়িয়ে ঘুরে বেড়াতেন।’
এলভিস প্রিসলির একটি সোনার পেঁচার আকৃতির আংটিও এই নিলামে ১৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের রক সম্রাট এলভিস প্রিসলির একটি কোট নিলামে ১৭ কোটি সাড়ে ৬ লাখ (১ লাখ ২৮ হাজার পাউন্ড) টাকায় বিক্রি হয়েছে। গত শনিবার যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভিজেসে ‘হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন’ নিলাম ঘরে উঠেছিল কোটটি।
হস্তশিল্পে তৈরি চামড়া ও মখমলের ওই কোট এলভিস প্রিসলি জীবনের শেষ বছরে পরতেন। যুক্তরাষ্ট্রের এক নাগরিক কোটটি কিনেছেন।
নিলামঘরের মালিক হেনরি অ্যালড্রিজ এর আগে বলেছিলেন, তাঁরা কোটটি ১৫ হাজার পাউন্ডের কিছু বেশি দামে বিক্রির আশা করছেন।
এলভিস প্রিসলি মৃত্যুর আগে ১৯৭৭ সালে তাঁর বাগদত্তা জিঞ্জার অ্যালডেনের ভাইকে ১২০ সেমি (৪ ফুট) দৈর্ঘ্যের পোশাকটি উপহার দিয়েছিলেন। জিঞ্জার অ্যালডেনের বোন রোজমেরি অ্যালডেন স্টারকি এই তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন।
হেনরি অ্যালড্রিজ আগে বলেছিলেন, তাঁরা একজন ক্লায়েন্টের কাছ থেকে কোটটি কিনেছিলেন। ওই ক্লায়েন্ট আবার কোটটি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে প্রিসলির সাবেক বাড়িতে গ্রেসল্যান্ডে অনুষ্ঠিত ‘বার্ষিক এলভিস প্রিসলি নিলাম’ থেকে কিনেছিলেন।
নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, ‘আমি মনে করি, কোটটিতে ১৯৭০–এর দশকের ভেগাসের ছাপ লেগে আছে। যেখানে এলভিস মখমলের এই কোট জড়িয়ে ঘুরে বেড়াতেন।’
এলভিস প্রিসলির একটি সোনার পেঁচার আকৃতির আংটিও এই নিলামে ১৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে