বিনোদন প্রতিবেদক, ঢাকা
রোমান্টিক-কমেডি ঘরানার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের সিনেমা বানিয়েছেন নাসিম সাহনিক। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শান্তা পলের। নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। জানা গেছে, শিগগির ঘোষণা করা হবে মুক্তির তারিখ।
ব্যাচেলর ইন ট্রিপ সিনেমা নিয়ে শান্তা পল বলেন, ‘পরিচালক নাসিম সাহনিক মাল্টিকাস্টিং চলচ্চিত্র নির্মাণ করতে পছন্দ করেন। এ সিনেমায়ও তেমনটি দেখা যাবে। তবে তাঁর নির্মিত সিনেমায় গল্পটা বেশি ফোকাস থাকে। এটাও সে রকম। কয়েকজন ব্যাচেলরকে নিয়ে মজার একটা গল্প।’
নিজের অভিনীত চরিত্র নিয়ে শান্তা বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্রটি প্রাণোচ্ছল এক মেয়ের। সে ঘুরতে খুব পছন্দ করে। কিন্তু করোনার সময় তার ইচ্ছাটা বাধাগ্রস্ত হয়। তাই করোনার পরে ব্যাচেলর বন্ধুদের নিয়ে বেড়াতে যায় সে। ট্রিপটিতে এক শখের গোয়েন্দার প্রেমে পড়ে যায় সে। কিন্তু ছেলেটি তার ঘনিষ্ঠ বান্ধবীর ক্রাশ হওয়ায় মনের কথা গোপন রাখে। কিন্তু তার চলনে-বলনে পরিবর্তনটা ঠিকই ধরা পড়ে। চরিত্রটি ধারণ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। দর্শকের ভালো লাগলেই সার্থকতা।’
ব্যাচেলর ইন ট্রিপ সিনেমায় আরও অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাঈদ, মুকিত জাকারিয়া প্রমুখ।
সিনেমায় নতুন হলেও দীর্ঘদিন ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত শান্তা। শান্তা জানান, ব্যাচেলর ট্রিপের আগে দক্ষিণ ভারতীয় একটি সিনেমায় অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে সেটাও। এ ছাড়া পশ্চিমবঙ্গের একটি সিনেমায় কাজ শুরু করেছেন শান্তা।
রোমান্টিক-কমেডি ঘরানার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের সিনেমা বানিয়েছেন নাসিম সাহনিক। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শান্তা পলের। নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। জানা গেছে, শিগগির ঘোষণা করা হবে মুক্তির তারিখ।
ব্যাচেলর ইন ট্রিপ সিনেমা নিয়ে শান্তা পল বলেন, ‘পরিচালক নাসিম সাহনিক মাল্টিকাস্টিং চলচ্চিত্র নির্মাণ করতে পছন্দ করেন। এ সিনেমায়ও তেমনটি দেখা যাবে। তবে তাঁর নির্মিত সিনেমায় গল্পটা বেশি ফোকাস থাকে। এটাও সে রকম। কয়েকজন ব্যাচেলরকে নিয়ে মজার একটা গল্প।’
নিজের অভিনীত চরিত্র নিয়ে শান্তা বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্রটি প্রাণোচ্ছল এক মেয়ের। সে ঘুরতে খুব পছন্দ করে। কিন্তু করোনার সময় তার ইচ্ছাটা বাধাগ্রস্ত হয়। তাই করোনার পরে ব্যাচেলর বন্ধুদের নিয়ে বেড়াতে যায় সে। ট্রিপটিতে এক শখের গোয়েন্দার প্রেমে পড়ে যায় সে। কিন্তু ছেলেটি তার ঘনিষ্ঠ বান্ধবীর ক্রাশ হওয়ায় মনের কথা গোপন রাখে। কিন্তু তার চলনে-বলনে পরিবর্তনটা ঠিকই ধরা পড়ে। চরিত্রটি ধারণ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। দর্শকের ভালো লাগলেই সার্থকতা।’
ব্যাচেলর ইন ট্রিপ সিনেমায় আরও অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাঈদ, মুকিত জাকারিয়া প্রমুখ।
সিনেমায় নতুন হলেও দীর্ঘদিন ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত শান্তা। শান্তা জানান, ব্যাচেলর ট্রিপের আগে দক্ষিণ ভারতীয় একটি সিনেমায় অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে সেটাও। এ ছাড়া পশ্চিমবঙ্গের একটি সিনেমায় কাজ শুরু করেছেন শান্তা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫