বিনোদন ডেস্ক
আলোচিত অ্যানিমেশন সিনেমা ইনক্রেডিবলসের তৃতীয় পর্ব নিয়ে প্রস্তুত হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস। ‘ইনক্রেডিবলস থ্রি’ পরিচালনা করবেন ‘দ্য গুড ডাইনোসর’ ও ‘এলিমেন্টাল’খ্যাত নির্মাতা পিটার সোন। এর আগের দুটি পর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন ব্র্যাড বার্ড। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবলস’ ও ২০১৮ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ইনক্রেডিবল টু’র চিত্রনাট্যও লিখেছিলেন বার্ড। তৃতীয় পর্বে তিনি থাকবেন চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে।
অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকায় ইনক্রেডিবলস থ্রি পরিচালনার ভার ব্র্যাড বার্ড তুলে দিয়েছেন পিটার সোনের হাতে। ব্র্যাড বার্ড ও পিটার সোন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন। পিক্সার অ্যানিমেশন স্টুডিওতে অ্যানিমেটর, স্টোরিবোর্ড আর্টিস্ট ও কণ্ঠাভিনেতা হিসেবে কাজ করেন পিটার সোন। ‘রাটাটুইল’, ‘মনস্টার ইউনিভার্সিটি’ ও ‘লাইটইয়ার’-এর মতো আলোচিত সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর দ্বিতীয় সিনেমা এলিমেন্টাল গত বছর অস্কারে সেরা অ্যানিমেশন ফিচার বিভাগে মনোনীত হয়েছিল। ইনক্রেডিবলস থ্রির পরিচালক হিসেবে পিটার সোন তাই ব্র্যাড বার্ডের যোগ্য উত্তরসূরি।
দ্য ইনক্রেডিবলস এক সুপারহিরো দম্পতির গল্প। সুপারপাওয়ারের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর তিন সন্তানকে নিয়ে তারা এক শহরতলিতে সাধারণ জীবনযাপন করতে থাকে। ইনক্রেডিবলস টুতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে এই সুপারহিরো দম্পতি। কারণ, নতুন এক সাইবার অপরাধী হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবজাতির জন্য।
ইনক্রেডিবলস সিরিজের প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী ৬৩০ মিলিয়ন ডলার আয় করে। অস্কারে পায় সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার। আর দ্বিতীয় পর্ব ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার আয় করে পিক্সারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ড করে। তৃতীয় পর্বটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এমনটাই আশা নির্মাতাদের। তবে এ পর্বের গল্প কী হবে, কবে মুক্তি পাবে—জানানো হয়নি এখনো।
আলোচিত অ্যানিমেশন সিনেমা ইনক্রেডিবলসের তৃতীয় পর্ব নিয়ে প্রস্তুত হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস। ‘ইনক্রেডিবলস থ্রি’ পরিচালনা করবেন ‘দ্য গুড ডাইনোসর’ ও ‘এলিমেন্টাল’খ্যাত নির্মাতা পিটার সোন। এর আগের দুটি পর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন ব্র্যাড বার্ড। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবলস’ ও ২০১৮ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ইনক্রেডিবল টু’র চিত্রনাট্যও লিখেছিলেন বার্ড। তৃতীয় পর্বে তিনি থাকবেন চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে।
অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকায় ইনক্রেডিবলস থ্রি পরিচালনার ভার ব্র্যাড বার্ড তুলে দিয়েছেন পিটার সোনের হাতে। ব্র্যাড বার্ড ও পিটার সোন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন। পিক্সার অ্যানিমেশন স্টুডিওতে অ্যানিমেটর, স্টোরিবোর্ড আর্টিস্ট ও কণ্ঠাভিনেতা হিসেবে কাজ করেন পিটার সোন। ‘রাটাটুইল’, ‘মনস্টার ইউনিভার্সিটি’ ও ‘লাইটইয়ার’-এর মতো আলোচিত সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর দ্বিতীয় সিনেমা এলিমেন্টাল গত বছর অস্কারে সেরা অ্যানিমেশন ফিচার বিভাগে মনোনীত হয়েছিল। ইনক্রেডিবলস থ্রির পরিচালক হিসেবে পিটার সোন তাই ব্র্যাড বার্ডের যোগ্য উত্তরসূরি।
দ্য ইনক্রেডিবলস এক সুপারহিরো দম্পতির গল্প। সুপারপাওয়ারের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর তিন সন্তানকে নিয়ে তারা এক শহরতলিতে সাধারণ জীবনযাপন করতে থাকে। ইনক্রেডিবলস টুতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে এই সুপারহিরো দম্পতি। কারণ, নতুন এক সাইবার অপরাধী হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবজাতির জন্য।
ইনক্রেডিবলস সিরিজের প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী ৬৩০ মিলিয়ন ডলার আয় করে। অস্কারে পায় সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার। আর দ্বিতীয় পর্ব ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার আয় করে পিক্সারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ড করে। তৃতীয় পর্বটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এমনটাই আশা নির্মাতাদের। তবে এ পর্বের গল্প কী হবে, কবে মুক্তি পাবে—জানানো হয়নি এখনো।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে