কদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল বেপরোয়া শিক্ষার্থীর পিটুনিতে মারা গেছেন তোফাজ্জল হোসেন। সেই ঘটনা হতবাক করেছে সবাইকে। ইতিমধ্যে জড়িতরা গ্রেপ্তার হয়েছেন। তোফাজ্জল হোসেনের সেই ঘটনা নিয়ে তৈরি হলো নাটক। পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে রাজধানীর আফতাব নগরে। এখন চলছে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বাদল, এরশাদ মণ্ডল, শান্তা পাল, মিরাজ প্রমুখ।
এ বিষয়ে ইমরান বলেন, ‘তোফাজ্জলের ঘটনা তো সবারই জানা। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষেরা খুন করে ফেলল! ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ।’
এই নাটকে তোফাজ্জল সম্পর্কে কতটা জানা যাবে তাও জানিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘তোফাজ্জল গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষিত ছেলে। কিন্তু পারিবারিক বিভিন্ন ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে যান। ঘটনা বর্ণনায় এসব জানা যাবে। তবে ওই রাতের ঘটনাই নাটকের মূল কেন্দ্রবিন্দু। আসলে, আমরা এমনভাবে আর কোনো তোফাজ্জলকে হারাতে চাই না। আমরা এই ঘটনার বিচার চাই।’
ইমরান জানিয়েছেন, আজ সন্ধ্যায় নাটকটির ‘জন্ম নিয়ে করেছি ভুল’ শিরোনামের একটি গান প্রকাশিত হবে ইমরান হা-শো নামের ইউটিউব চ্যানেলে। গানটি লেখা ও সুর করার পাশাপাশি গেয়েছেন সুজন হোসেন। সংগীত আয়োজন করেছেন শামজ শামীম। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার একই ইউটিউব চ্যানেল মুক্তি পাবে ‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকটি।
কদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল বেপরোয়া শিক্ষার্থীর পিটুনিতে মারা গেছেন তোফাজ্জল হোসেন। সেই ঘটনা হতবাক করেছে সবাইকে। ইতিমধ্যে জড়িতরা গ্রেপ্তার হয়েছেন। তোফাজ্জল হোসেনের সেই ঘটনা নিয়ে তৈরি হলো নাটক। পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে রাজধানীর আফতাব নগরে। এখন চলছে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বাদল, এরশাদ মণ্ডল, শান্তা পাল, মিরাজ প্রমুখ।
এ বিষয়ে ইমরান বলেন, ‘তোফাজ্জলের ঘটনা তো সবারই জানা। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষেরা খুন করে ফেলল! ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ।’
এই নাটকে তোফাজ্জল সম্পর্কে কতটা জানা যাবে তাও জানিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘তোফাজ্জল গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষিত ছেলে। কিন্তু পারিবারিক বিভিন্ন ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে যান। ঘটনা বর্ণনায় এসব জানা যাবে। তবে ওই রাতের ঘটনাই নাটকের মূল কেন্দ্রবিন্দু। আসলে, আমরা এমনভাবে আর কোনো তোফাজ্জলকে হারাতে চাই না। আমরা এই ঘটনার বিচার চাই।’
ইমরান জানিয়েছেন, আজ সন্ধ্যায় নাটকটির ‘জন্ম নিয়ে করেছি ভুল’ শিরোনামের একটি গান প্রকাশিত হবে ইমরান হা-শো নামের ইউটিউব চ্যানেলে। গানটি লেখা ও সুর করার পাশাপাশি গেয়েছেন সুজন হোসেন। সংগীত আয়োজন করেছেন শামজ শামীম। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার একই ইউটিউব চ্যানেল মুক্তি পাবে ‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকটি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫