বিনোদন ডেস্ক
২০২৪ সালে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলোচনায় ছিল বেশ কয়েকটি সিনেমা। বাছাই করা এমন চার সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
এমিলিয়া পেরেজ
আইনজীবী রিতার সঙ্গে যোগাযোগ করে এমিলিয়া। নিজের ভুয়া মৃত্যুসনদ তৈরি করে, যাতে সে নিজের মতো করে সুখে বাঁচতে পারে। এমন গল্প নিয়ে তৈরি ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি ৭৭তম কান উৎসবে জুরি প্রাইজ জিতেছে, পাশাপাশি সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন সিনেমার চার অভিনেত্রী। ৮২তম গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছে সিনেমাটি।
অল উই ইমাজিন অ্যাজ লাইট
কাজের সূত্রে মুম্বাই আসার পর প্রভা ও অনু নামের দুই নার্সের বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের বন্ধুত্ব আর জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে এই সিনেমা। কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জেতা পায়েল কাপাডিয়ার সিনেমাটি আছে গোল্ডেন গ্লোব ও অস্কার দৌড়েও। অভিনয় করেছেন কানি কুসরুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, হৃধু হারুন, আজিস নেদুমাঙ্গাদ।
দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ
এ সিনেমায় এসেছে ইরানের বিচারব্যবস্থার চিত্র। তেহরান কোর্টের বিচারক ইমান। দেশজুড়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সরকারের সিদ্ধান্তে প্রমাণ ছাড়াই দণ্ড দেওয়ার নির্দেশ আসে তার কাছে। অভিনয়ে মিসাগ জারেহ, সোহেলা গোলেস্তানি, মাশা রোস্তামি প্রমুখ। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির জন্য স্পেশাল জুরি প্রাইজ জিতেছেন নির্মাতা মুহম্মদ রাসুলফ।
আনোরা
একটি স্ট্রিপ ক্লাবে কাজ করা আনোরাকে ভালোবেসে বিয়ে করে রাশিয়ার অভিজাত পরিবারের সন্তান ভেনায়ার। কিন্তু যৌনকর্মীর সঙ্গে এই বিয়ে মেনে নেয় না ভেনায়ার পরিবার। তারা এ বিয়ে ভাঙতে যুক্তরাষ্ট্রে আসে। এ বছরের কান উৎসবে পাম দ্যর পুরস্কার পাওয়া সিনেমাটি বানিয়েছেন শন বেকার।
২০২৪ সালে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলোচনায় ছিল বেশ কয়েকটি সিনেমা। বাছাই করা এমন চার সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
এমিলিয়া পেরেজ
আইনজীবী রিতার সঙ্গে যোগাযোগ করে এমিলিয়া। নিজের ভুয়া মৃত্যুসনদ তৈরি করে, যাতে সে নিজের মতো করে সুখে বাঁচতে পারে। এমন গল্প নিয়ে তৈরি ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি ৭৭তম কান উৎসবে জুরি প্রাইজ জিতেছে, পাশাপাশি সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন সিনেমার চার অভিনেত্রী। ৮২তম গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছে সিনেমাটি।
অল উই ইমাজিন অ্যাজ লাইট
কাজের সূত্রে মুম্বাই আসার পর প্রভা ও অনু নামের দুই নার্সের বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের বন্ধুত্ব আর জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে এই সিনেমা। কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জেতা পায়েল কাপাডিয়ার সিনেমাটি আছে গোল্ডেন গ্লোব ও অস্কার দৌড়েও। অভিনয় করেছেন কানি কুসরুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, হৃধু হারুন, আজিস নেদুমাঙ্গাদ।
দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ
এ সিনেমায় এসেছে ইরানের বিচারব্যবস্থার চিত্র। তেহরান কোর্টের বিচারক ইমান। দেশজুড়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সরকারের সিদ্ধান্তে প্রমাণ ছাড়াই দণ্ড দেওয়ার নির্দেশ আসে তার কাছে। অভিনয়ে মিসাগ জারেহ, সোহেলা গোলেস্তানি, মাশা রোস্তামি প্রমুখ। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির জন্য স্পেশাল জুরি প্রাইজ জিতেছেন নির্মাতা মুহম্মদ রাসুলফ।
আনোরা
একটি স্ট্রিপ ক্লাবে কাজ করা আনোরাকে ভালোবেসে বিয়ে করে রাশিয়ার অভিজাত পরিবারের সন্তান ভেনায়ার। কিন্তু যৌনকর্মীর সঙ্গে এই বিয়ে মেনে নেয় না ভেনায়ার পরিবার। তারা এ বিয়ে ভাঙতে যুক্তরাষ্ট্রে আসে। এ বছরের কান উৎসবে পাম দ্যর পুরস্কার পাওয়া সিনেমাটি বানিয়েছেন শন বেকার।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫