বিনোদন ডেস্ক
কে-ড্রামা বা কোরিয়ান ভাষার সিরিজ জনপ্রিয় সারা বিশ্বে। বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারের দারুণ পছন্দ কোরিয়ান ড্রামা। বোম্বে টাইমসকে অভিনেত্রী জানিয়েছেন, কোন দুই কে-ড্রামা বেশি পছন্দ তাঁর। কী দেখবেন—সিদ্ধান্ত নিতে পারছেন না যাঁরা, তাঁরা নজর রাখতে পারেন ভূমির ওয়াচলিস্টে।
ক্রাশ ল্যান্ডিং অন ইউ
১৬ পর্বের সিরিজটি নেটফ্লিক্সে এসেছিল ২০১৯ সালের শেষের দিকে। গল্পে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার এক সফল নারী ব্যবসায়ী প্যারাগ্লাইডিং দুর্ঘটনার শিকার হয়ে উত্তর কোরিয়ায় গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার এক সামরিক কর্মকর্তা তার প্রেমে পড়ে। সব রকমের বিপদ থেকে মেয়েটিকে রক্ষা করে। ক্রাশ ল্যান্ডিং অন ইউ নিয়ে ভূমি বলেন, ‘এ কে-ড্রামাটিও আমি নেটফ্লিক্সে দেখেছিলাম, লকডাউনের সময়ে। আমি সবাইকে সিরিজটি দেখার পরামর্শ দিই। এর গল্প এখনো আমার মনে গেঁথে আছে।’
হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস
সিরিজটি নেটফ্লিক্সে এসেছে গত মার্চে। অ্যাসুন ও খোয়ানসিক নামের দুই তরুণ-তরুণীর গল্প। গল্পের শুরু ষাটের দশকে, যখন তারা ছোট। শেষ হয় বর্তমান সময়ে এসে। এই পুরো সময়ে তাদের সম্পর্কের নানা পর্যায় উঠে এসেছে এতে। তাদের জীবন শুরু হয়েছিল জেজু দ্বীপে। প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা—নানা প্রতিকূলতা পেরিয়ে তারা পরস্পরের পাশে থাকে। সিরিজটি নিয়ে ভূমি পেডনেকার বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমার দেখা সেরা রোমান্টিক ড্রামা এটি। প্রেমের বাইরেও পারিবারিক বিষয়গুলো দারুণভাবে উঠে এসেছে এতে। এ পর্যন্ত ছয়টি পর্ব দেখেছি। বাকিটা দেখতে এক ধরনের ভয় পাচ্ছি, কারণ হয়তো কেঁদে ফেলব দেখতে গিয়ে। সিরিজটি এত ইমোশনাল!’
কে-ড্রামা বা কোরিয়ান ভাষার সিরিজ জনপ্রিয় সারা বিশ্বে। বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারের দারুণ পছন্দ কোরিয়ান ড্রামা। বোম্বে টাইমসকে অভিনেত্রী জানিয়েছেন, কোন দুই কে-ড্রামা বেশি পছন্দ তাঁর। কী দেখবেন—সিদ্ধান্ত নিতে পারছেন না যাঁরা, তাঁরা নজর রাখতে পারেন ভূমির ওয়াচলিস্টে।
ক্রাশ ল্যান্ডিং অন ইউ
১৬ পর্বের সিরিজটি নেটফ্লিক্সে এসেছিল ২০১৯ সালের শেষের দিকে। গল্পে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার এক সফল নারী ব্যবসায়ী প্যারাগ্লাইডিং দুর্ঘটনার শিকার হয়ে উত্তর কোরিয়ায় গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার এক সামরিক কর্মকর্তা তার প্রেমে পড়ে। সব রকমের বিপদ থেকে মেয়েটিকে রক্ষা করে। ক্রাশ ল্যান্ডিং অন ইউ নিয়ে ভূমি বলেন, ‘এ কে-ড্রামাটিও আমি নেটফ্লিক্সে দেখেছিলাম, লকডাউনের সময়ে। আমি সবাইকে সিরিজটি দেখার পরামর্শ দিই। এর গল্প এখনো আমার মনে গেঁথে আছে।’
হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস
সিরিজটি নেটফ্লিক্সে এসেছে গত মার্চে। অ্যাসুন ও খোয়ানসিক নামের দুই তরুণ-তরুণীর গল্প। গল্পের শুরু ষাটের দশকে, যখন তারা ছোট। শেষ হয় বর্তমান সময়ে এসে। এই পুরো সময়ে তাদের সম্পর্কের নানা পর্যায় উঠে এসেছে এতে। তাদের জীবন শুরু হয়েছিল জেজু দ্বীপে। প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা—নানা প্রতিকূলতা পেরিয়ে তারা পরস্পরের পাশে থাকে। সিরিজটি নিয়ে ভূমি পেডনেকার বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমার দেখা সেরা রোমান্টিক ড্রামা এটি। প্রেমের বাইরেও পারিবারিক বিষয়গুলো দারুণভাবে উঠে এসেছে এতে। এ পর্যন্ত ছয়টি পর্ব দেখেছি। বাকিটা দেখতে এক ধরনের ভয় পাচ্ছি, কারণ হয়তো কেঁদে ফেলব দেখতে গিয়ে। সিরিজটি এত ইমোশনাল!’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে