অনলাইন ডেস্ক
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে এলিফ শাফাক ও নাইজেল ওয়াটস্ এর উপন্যাস অবলম্বনে নাটক ‘দ্য রুলস অব লাভ’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রযোজনাটি মঞ্চায়ন করবেন।
আগামী ৩ এবং ৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে প্রতিদিন দুপুর সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে ‘দ্য রুলস অব লাভ’ নাটকটি। এর নির্দেশনা দিয়েছেন জাককানইবির নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী তানজির। মূলত দুই সময়ের প্রেক্ষাপট, ভালোবাসা ও মুক্তি লাভের সন্ধি ঘটেছে এই নাটকে। রুমি ও শামসের বন্ধুত্ব-বিচ্ছেদ এবং এলা রুবিনস্টাইনের পরিবার ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে কাহিনি তৈরি হয়েছে।
এলিফ শাফাকের ‘ভালোবাসার ৪০ নিয়ম’ এবং নাইজেল ওয়াটস এর ‘দ্যা ওয়ে অব লাভ’ উপন্যাসকে ধরে নাটকের কাহিনি গড়ে উঠেছে। এখানে ২০২৪ সালের এক ইহুদি নারীর সঙ্গে একজন সুফি সাধকের লেখা উপন্যাস রিভিউ কালে গড়ে ওঠা হৃদ্যতা, সেই নারীর সুফিবাদের প্রতি ভালোবাসা জন্ম নেওয়া এবং সুফি সাধনাকে পরিণত করে তোলার গল্প আছে এখানে। পাশাপাশি ত্রয়োদশ শতাব্দীতে শামস-ই তাবরিজের সঙ্গে আধ্যাত্মিক মিলনের ফলে একজন শরিয়তপন্থী মাওলানা থেকে রুমির ভালোবাসার কবি হয়ে ওঠার গল্পও উপস্থাপিত হয়েছে। মূলত আত্মোপলব্ধি থেকে দুই সময় ও পরিস্থিতির মানুষের জীবনে আল্লাহর প্রেমে একাত্ম হওয়ার গল্প এটি।
নির্দেশক মো. মেহেদী তানজির বলেন, জীবনের নানান সংকট এবং অপ্রাপ্তির গ্লানি মানুষের আত্মমুক্তির পথ প্রতিনিয়ত অবরুদ্ধ করে ফেলে। মানুষের জন্য শুধু পাকস্থলী পূর্ণ করাই মুখ্য নয়। সত্য পথের অনুসন্ধান একান্ত অপরিহার্য। সত্যের পথ অনুসন্ধানে আমাদের নাটকটি হাতিয়ার করে তোলার চেষ্টা করা হয়েছে।
নাটকে অভিনয় করেছেন মো. শাকিল আহমেদ, রাফেল আফ্রাদ, পল্লব বিশ্বাস, জাফরিন হক তরু, পরাগ বর্মন, শাহিন আলম, ফাতেমা তুজ যাহরা, ইশরাত জান্নাত, মনীষা সাহা, হাবিবা আক্তার পিংকি, সামিয়া সুলতানা চারু, সুমাইয়া খান কানিজ, লাবনী রানী পন্ডিত, আফিয়া জাহান প্রার্থনা, ফারহানা আমবেরীন লিওনা, তৃপ্তি রানী রায়, পিপাসা সাহা গৌরী ও প্রিয়াংকা রানী দাস।
এ ছাড়াও পাণ্ডুলিপি সম্পাদনায় হাবিবা আক্তার পিংকি ও জাফরিন হক তরু, পরিকল্পনা সহযোগী খাইরুল বাশার, পোস্টার ডিজাইনে মাসুম হাওলাদার, আলোক প্রক্ষেপণে মোল্লা আলভী মাহমুদ, ইব্রাহিম খলিল আপেল, দেবজয় চক্রবর্তী, সংগীত প্রয়োগে মো. হাসান মিয়া, নুর এ হাসানাত লিসা এবং প্রজেকশনে শাশ্বত গোলদার আছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে এলিফ শাফাক ও নাইজেল ওয়াটস্ এর উপন্যাস অবলম্বনে নাটক ‘দ্য রুলস অব লাভ’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রযোজনাটি মঞ্চায়ন করবেন।
আগামী ৩ এবং ৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে প্রতিদিন দুপুর সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে ‘দ্য রুলস অব লাভ’ নাটকটি। এর নির্দেশনা দিয়েছেন জাককানইবির নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী তানজির। মূলত দুই সময়ের প্রেক্ষাপট, ভালোবাসা ও মুক্তি লাভের সন্ধি ঘটেছে এই নাটকে। রুমি ও শামসের বন্ধুত্ব-বিচ্ছেদ এবং এলা রুবিনস্টাইনের পরিবার ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে কাহিনি তৈরি হয়েছে।
এলিফ শাফাকের ‘ভালোবাসার ৪০ নিয়ম’ এবং নাইজেল ওয়াটস এর ‘দ্যা ওয়ে অব লাভ’ উপন্যাসকে ধরে নাটকের কাহিনি গড়ে উঠেছে। এখানে ২০২৪ সালের এক ইহুদি নারীর সঙ্গে একজন সুফি সাধকের লেখা উপন্যাস রিভিউ কালে গড়ে ওঠা হৃদ্যতা, সেই নারীর সুফিবাদের প্রতি ভালোবাসা জন্ম নেওয়া এবং সুফি সাধনাকে পরিণত করে তোলার গল্প আছে এখানে। পাশাপাশি ত্রয়োদশ শতাব্দীতে শামস-ই তাবরিজের সঙ্গে আধ্যাত্মিক মিলনের ফলে একজন শরিয়তপন্থী মাওলানা থেকে রুমির ভালোবাসার কবি হয়ে ওঠার গল্পও উপস্থাপিত হয়েছে। মূলত আত্মোপলব্ধি থেকে দুই সময় ও পরিস্থিতির মানুষের জীবনে আল্লাহর প্রেমে একাত্ম হওয়ার গল্প এটি।
নির্দেশক মো. মেহেদী তানজির বলেন, জীবনের নানান সংকট এবং অপ্রাপ্তির গ্লানি মানুষের আত্মমুক্তির পথ প্রতিনিয়ত অবরুদ্ধ করে ফেলে। মানুষের জন্য শুধু পাকস্থলী পূর্ণ করাই মুখ্য নয়। সত্য পথের অনুসন্ধান একান্ত অপরিহার্য। সত্যের পথ অনুসন্ধানে আমাদের নাটকটি হাতিয়ার করে তোলার চেষ্টা করা হয়েছে।
নাটকে অভিনয় করেছেন মো. শাকিল আহমেদ, রাফেল আফ্রাদ, পল্লব বিশ্বাস, জাফরিন হক তরু, পরাগ বর্মন, শাহিন আলম, ফাতেমা তুজ যাহরা, ইশরাত জান্নাত, মনীষা সাহা, হাবিবা আক্তার পিংকি, সামিয়া সুলতানা চারু, সুমাইয়া খান কানিজ, লাবনী রানী পন্ডিত, আফিয়া জাহান প্রার্থনা, ফারহানা আমবেরীন লিওনা, তৃপ্তি রানী রায়, পিপাসা সাহা গৌরী ও প্রিয়াংকা রানী দাস।
এ ছাড়াও পাণ্ডুলিপি সম্পাদনায় হাবিবা আক্তার পিংকি ও জাফরিন হক তরু, পরিকল্পনা সহযোগী খাইরুল বাশার, পোস্টার ডিজাইনে মাসুম হাওলাদার, আলোক প্রক্ষেপণে মোল্লা আলভী মাহমুদ, ইব্রাহিম খলিল আপেল, দেবজয় চক্রবর্তী, সংগীত প্রয়োগে মো. হাসান মিয়া, নুর এ হাসানাত লিসা এবং প্রজেকশনে শাশ্বত গোলদার আছেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে