তরুণ চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ প্রযোজনা করবেন দুই অস্কার বিজয়ী নির্মাতা ও অভিনেতা জর্ডান পিল ও রিজ আহমেদ। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা জর্ডান পিল ও অভিনেতা রিজ আহমেদ ‘মশারি’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হচ্ছেন।
নির্মাতা পিল ‘গেট আউট’ সিনেমার জন্য সেরা পরিচালকসহ তিনটি অস্কার জয় করেছেন। অন্যদিকে রিজ আহমেদ ‘দ্য লং গুডবাই’ চলচ্চিত্রে সেরা লাইভ অ্যাকশন শর্টের জন্য অস্কার জিতেছেন।
নুহাশ হুমায়ূনের ‘মশারি’ এরই মধ্যে সাউথ বাই সাউথওয়েস্ট জুরি অ্যাওয়ার্ড, ফ্যান্টাসিয়া ও মেলবোর্ন ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এবং সম্মানজনক পুরস্কার জিতেছে।
ভ্যারাইটি আরও জানিয়েছে, প্রযোজনা সংস্থা মনকিপ ও লেফট হ্যান্ডেড ফিল্মসের মাধ্যমে পিল ও রিজ নুহাশের চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হচ্ছেন। এ দুটি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘মশারি’ একটি অনন্য হরর চলচ্চিত্র। গল্পটির গভীর আবেগ সিনেমার প্রথম ফ্রেম থেকেই দৃশ্যমান। নুহাশ আমাদের তাঁর গতিশীল অ্যাপোক্যালিপটিক জগতে আকৃষ্ট করেছেন। এটি একটি বেঁচে থাকা, প্রেম ও পারিবারিক সম্পর্কের ভয়ংকর গল্প। আমরা এই চলচ্চিত্রের সঙ্গে থাকতে পেরে খুবই কৃতজ্ঞ।
চলচ্চিত্রটির উচ্ছ্বসিত প্রশংসা করে রিজ আহমেদ বলেছেন, আমরা নুহাশের এই চলচ্চিত্রের একেবারে গভীরে ডুবে গিয়েছিলাম। আমাদের অবচেতনে ভয় জাগিয়ে তুলেছিল। ছোটবেলার দানব থেকে শুরু করে ভবিষ্যতের সর্বনাশ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম আমরা। নুহাশ দুই তরুণী বোনের আবেগময় বেঁচে থাকার গল্প বুনেছেন। এর সঙ্গে ঔপনিবেশিকতা এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহতাও যুক্ত করেছেন। আমরা নুহাশের দলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত।
গত মার্চ মাসে সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে ‘মশারি’ মুক্তি দিয়েছিলেন নির্মাতা নুহাশ হুমায়ূন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।
সিনেমাটিতে দেখা যায়, রক্তপিপাসু মশা দিয়ে ভরে গেছে পৃথিবী। এই পৃথিবীর শেষ মানুষ হিসেবে মাত্র দুজন নারী বেঁচে আছেন বাংলাদেশে। তাঁরা ভয় ও আতঙ্ক নিয়ে সারাক্ষণ মশারির ভেতর বসে থাকেন। অপু ও আয়রা নামের দুই বোনের একমাত্র লড়াই মশার বিরুদ্ধে বেঁচে থাকার। এক রাতে মশারি ঠিক করতে বাইরে বের হয় আয়রা ও অপু। আর তখনই তাদের সঙ্গে দেখা হয় এক ভূতের।
তরুণ চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ প্রযোজনা করবেন দুই অস্কার বিজয়ী নির্মাতা ও অভিনেতা জর্ডান পিল ও রিজ আহমেদ। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা জর্ডান পিল ও অভিনেতা রিজ আহমেদ ‘মশারি’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হচ্ছেন।
নির্মাতা পিল ‘গেট আউট’ সিনেমার জন্য সেরা পরিচালকসহ তিনটি অস্কার জয় করেছেন। অন্যদিকে রিজ আহমেদ ‘দ্য লং গুডবাই’ চলচ্চিত্রে সেরা লাইভ অ্যাকশন শর্টের জন্য অস্কার জিতেছেন।
নুহাশ হুমায়ূনের ‘মশারি’ এরই মধ্যে সাউথ বাই সাউথওয়েস্ট জুরি অ্যাওয়ার্ড, ফ্যান্টাসিয়া ও মেলবোর্ন ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এবং সম্মানজনক পুরস্কার জিতেছে।
ভ্যারাইটি আরও জানিয়েছে, প্রযোজনা সংস্থা মনকিপ ও লেফট হ্যান্ডেড ফিল্মসের মাধ্যমে পিল ও রিজ নুহাশের চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হচ্ছেন। এ দুটি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘মশারি’ একটি অনন্য হরর চলচ্চিত্র। গল্পটির গভীর আবেগ সিনেমার প্রথম ফ্রেম থেকেই দৃশ্যমান। নুহাশ আমাদের তাঁর গতিশীল অ্যাপোক্যালিপটিক জগতে আকৃষ্ট করেছেন। এটি একটি বেঁচে থাকা, প্রেম ও পারিবারিক সম্পর্কের ভয়ংকর গল্প। আমরা এই চলচ্চিত্রের সঙ্গে থাকতে পেরে খুবই কৃতজ্ঞ।
চলচ্চিত্রটির উচ্ছ্বসিত প্রশংসা করে রিজ আহমেদ বলেছেন, আমরা নুহাশের এই চলচ্চিত্রের একেবারে গভীরে ডুবে গিয়েছিলাম। আমাদের অবচেতনে ভয় জাগিয়ে তুলেছিল। ছোটবেলার দানব থেকে শুরু করে ভবিষ্যতের সর্বনাশ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম আমরা। নুহাশ দুই তরুণী বোনের আবেগময় বেঁচে থাকার গল্প বুনেছেন। এর সঙ্গে ঔপনিবেশিকতা এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহতাও যুক্ত করেছেন। আমরা নুহাশের দলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত।
গত মার্চ মাসে সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে ‘মশারি’ মুক্তি দিয়েছিলেন নির্মাতা নুহাশ হুমায়ূন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।
সিনেমাটিতে দেখা যায়, রক্তপিপাসু মশা দিয়ে ভরে গেছে পৃথিবী। এই পৃথিবীর শেষ মানুষ হিসেবে মাত্র দুজন নারী বেঁচে আছেন বাংলাদেশে। তাঁরা ভয় ও আতঙ্ক নিয়ে সারাক্ষণ মশারির ভেতর বসে থাকেন। অপু ও আয়রা নামের দুই বোনের একমাত্র লড়াই মশার বিরুদ্ধে বেঁচে থাকার। এক রাতে মশারি ঠিক করতে বাইরে বের হয় আয়রা ও অপু। আর তখনই তাদের সঙ্গে দেখা হয় এক ভূতের।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫