বিনোদন প্রতিবেদক, ঢাকা
গণমাধ্যমকে শাকিব খান জানিয়েছিলেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই তাঁর জীবনে অতীত। তবে শাকিবকে নিয়ে এখনো চলছে অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ। দুজনই শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন। একজন পোস্ট শেয়ার করার কিছু সময় পরেই পাল্টা পোস্ট দেন অন্যজন। ভার্চুয়াল জগতে চলে দুজনের বাগ্যুদ্ধ। আর তাতে নানা মন্তব্য জুড়ে দেন দুই নায়িকার ভক্তরা। বাবা দিবস উপলক্ষেও অপু-বুবলী দিয়েছেন পাল্টাপাল্টি পোস্ট।
বাবা দিবসে অপু বিশ্বাসের এক ভিডিও পোস্টে দেখা যায়, ছেলে আব্রাহাম খান জয় বাবা শাকিব খানের কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছে। ক্যাপশনে অপু লিখেছেন, ‘বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে। বাবা-ছেলে সম্পর্কে কারও নজর না লাগুক।’
অপুর এমন পোস্টের পর সবাই যেন অপেক্ষায় ছিলেন বুবলীর পোস্টের। নিরাশ করেননি তিনি। অপু বিশ্বাসের পোস্টের ২১ মিনিটের মাথায় বুবলীও একটি ভিডিও পোস্ট করেন। শাকিব ও বীরের খুনসুটির এক ভিডিও দিয়ে বুবলী লেখেন, ‘যেমন বাবা তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা সব সময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে। বাবা দিবসের শুভেচ্ছা।’ দুজনের পোস্টেই নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীরা।
সম্প্রতি এক ভিডিওতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে অপুকে। সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে ঈদের ছুটিতে বের হয়েছিলেন তাঁরা। এরপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাহলে কি আবার এক হলেন শাকিব-অপু? সেই গুঞ্জনের মুখে লাগাম টানতেই ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বুবলী। অভিনেত্রী জানান, শুধু জয় ও অপু বিশ্বাসের সঙ্গেই নয়; শেহজাদ খান বীর ও বুবলীর সঙ্গেও ঈদে সময় পার করেছেন অভিনেতা।
শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস ও বুবলীর ভার্চুয়াল এই যুদ্ধ নিয়ে অনেকেই বিরক্ত। সোশ্যাল মিডিয়ায়ও সমালোচিত হয় তাঁদের কর্মকাণ্ড। এ বিষয়েও একে অন্যের ঘাড়ে দোষ চাপালেন অপু ও বুবলী। ঈদের এক অনুষ্ঠানে বুবলী বলেন, ‘একটু খেয়াল করলেই বোঝা যায়, কেউ একজন ইচ্ছাকৃতভাবেই এমনটা করছে। আমি আমার সন্তান কিংবা সন্তানের বাবাকে নিয়ে কোনো পোস্ট দিলে সেটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা খুব নোংরামি। এটা তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই করছে। সুন্দর মুহূর্তকে যখন অসুন্দর করার পাঁয়তারা চলে, তখন সেটা আসলেই খুব খারাপ। আমার মনে হয়, এটা আউট অব জেলাসি থেকে হয়। এগুলো বন্ধ হওয়া উচিত। এমন কর্মকাণ্ডে সমাজে খারাপ মেসেজ যাচ্ছে।’
অন্যদিকে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘আলোচনায় থাকার জন্যই কেউ একজন বারবার এমনটা করছে। যেমন এই ঈদে কাজ নেই, সিনেমা নেই। ঈদটা ফাঁকা যাবে? না, কোনোভাবেই ফাঁকা যেতে দেবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিগত জায়গায় রাখছে না। কিছু জিনিস ব্যক্তিগত থাকা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নোংরামিটাই ঘুরেফিরে আসছে। প্রায়ই দেখি, একজন বলছে, নোংরামি বন্ধ করা দরকার। অথচ সে-ই নোংরামিগুলো করছে।’
অপু বিশ্বাস এই সাক্ষাৎকারে জানান, বুবলীর এমন কর্মকাণ্ডে শাকিব খান তাঁকে সান্ত্বনা দেন, পরামর্শ দেন, এসব নিয়ে না ভাবার জন্য। অপু বলেন, ‘শাকিব আমাকে বলে, তুমি এসব একদমই মাথায় নিয়ো না। তুমি কী, সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো। তাই আমি চুপ থাকি।’
গণমাধ্যমকে শাকিব খান জানিয়েছিলেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই তাঁর জীবনে অতীত। তবে শাকিবকে নিয়ে এখনো চলছে অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ। দুজনই শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন। একজন পোস্ট শেয়ার করার কিছু সময় পরেই পাল্টা পোস্ট দেন অন্যজন। ভার্চুয়াল জগতে চলে দুজনের বাগ্যুদ্ধ। আর তাতে নানা মন্তব্য জুড়ে দেন দুই নায়িকার ভক্তরা। বাবা দিবস উপলক্ষেও অপু-বুবলী দিয়েছেন পাল্টাপাল্টি পোস্ট।
বাবা দিবসে অপু বিশ্বাসের এক ভিডিও পোস্টে দেখা যায়, ছেলে আব্রাহাম খান জয় বাবা শাকিব খানের কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছে। ক্যাপশনে অপু লিখেছেন, ‘বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে। বাবা-ছেলে সম্পর্কে কারও নজর না লাগুক।’
অপুর এমন পোস্টের পর সবাই যেন অপেক্ষায় ছিলেন বুবলীর পোস্টের। নিরাশ করেননি তিনি। অপু বিশ্বাসের পোস্টের ২১ মিনিটের মাথায় বুবলীও একটি ভিডিও পোস্ট করেন। শাকিব ও বীরের খুনসুটির এক ভিডিও দিয়ে বুবলী লেখেন, ‘যেমন বাবা তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা সব সময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে। বাবা দিবসের শুভেচ্ছা।’ দুজনের পোস্টেই নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীরা।
সম্প্রতি এক ভিডিওতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে অপুকে। সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে ঈদের ছুটিতে বের হয়েছিলেন তাঁরা। এরপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাহলে কি আবার এক হলেন শাকিব-অপু? সেই গুঞ্জনের মুখে লাগাম টানতেই ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বুবলী। অভিনেত্রী জানান, শুধু জয় ও অপু বিশ্বাসের সঙ্গেই নয়; শেহজাদ খান বীর ও বুবলীর সঙ্গেও ঈদে সময় পার করেছেন অভিনেতা।
শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস ও বুবলীর ভার্চুয়াল এই যুদ্ধ নিয়ে অনেকেই বিরক্ত। সোশ্যাল মিডিয়ায়ও সমালোচিত হয় তাঁদের কর্মকাণ্ড। এ বিষয়েও একে অন্যের ঘাড়ে দোষ চাপালেন অপু ও বুবলী। ঈদের এক অনুষ্ঠানে বুবলী বলেন, ‘একটু খেয়াল করলেই বোঝা যায়, কেউ একজন ইচ্ছাকৃতভাবেই এমনটা করছে। আমি আমার সন্তান কিংবা সন্তানের বাবাকে নিয়ে কোনো পোস্ট দিলে সেটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা খুব নোংরামি। এটা তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই করছে। সুন্দর মুহূর্তকে যখন অসুন্দর করার পাঁয়তারা চলে, তখন সেটা আসলেই খুব খারাপ। আমার মনে হয়, এটা আউট অব জেলাসি থেকে হয়। এগুলো বন্ধ হওয়া উচিত। এমন কর্মকাণ্ডে সমাজে খারাপ মেসেজ যাচ্ছে।’
অন্যদিকে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘আলোচনায় থাকার জন্যই কেউ একজন বারবার এমনটা করছে। যেমন এই ঈদে কাজ নেই, সিনেমা নেই। ঈদটা ফাঁকা যাবে? না, কোনোভাবেই ফাঁকা যেতে দেবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিগত জায়গায় রাখছে না। কিছু জিনিস ব্যক্তিগত থাকা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নোংরামিটাই ঘুরেফিরে আসছে। প্রায়ই দেখি, একজন বলছে, নোংরামি বন্ধ করা দরকার। অথচ সে-ই নোংরামিগুলো করছে।’
অপু বিশ্বাস এই সাক্ষাৎকারে জানান, বুবলীর এমন কর্মকাণ্ডে শাকিব খান তাঁকে সান্ত্বনা দেন, পরামর্শ দেন, এসব নিয়ে না ভাবার জন্য। অপু বলেন, ‘শাকিব আমাকে বলে, তুমি এসব একদমই মাথায় নিয়ো না। তুমি কী, সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো। তাই আমি চুপ থাকি।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে