বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনে। ভিসা জটিলতায় অনেক শিল্পী নতুন কাজে যোগ দিতে পারছেন না। সম্প্রতি রাজনৈতিক কারণে বাংলাদেশের ‘তরী’ সিনেমা থেকে বাদ পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে পশ্চিমবঙ্গের পরিবেশ সচেতনতা মেলা থেকে বয়কটের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এমন অস্থিতিশীল সময়ে কলকাতায় অবস্থান করছেন বন্যা ও তারিন। সেখান থেকেই সম্প্রীতির বার্তা দিলেন তাঁরা।
ভারতের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ও শিক্ষিকা কনিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতা গেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সেখানে বাংলাদেশ-ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। রেজওয়ানা চৌধুরী বন্যা মনে করেন, শিল্পীদের কোনো সীমারেখা হয় না। এমন পরিস্থিতি বেশিদিন থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘শিল্প-সাহিত্যের কোনো সীমারেখা থাকে না। রবীন্দ্রনাথের কি কোনো সীমা আছে? রবীন্দ্রনাথকে কি বলতে পারি তিনি ভারত নাকি বাংলাদেশের। বলা যায় না। নজরুল, শরৎচন্দ্রকে বলতে পারি? তেমনি লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনদেরও কোনো ভৌগোলিক সীমা নেই। এখন আমরা একটি অস্থির সময় পার করছি। আমি আশা করি এ রকমটা থাকবে না। আগে যেমন ছিলাম, সেভাবেই আমরা থাকব। আমি বিশ্বাস করি, আদান-প্রদান দ্বারা শিল্প-সাহিত্য, সংগীত আরও ঋদ্ধ হচ্ছে। কেউ যদি ভাবেন আমাদেরটা বন্ধ করে রাখব, আদান-প্রদান আর করব না, তাতে তাঁরাই ক্ষতিগ্রস্ত হবেন।’
এদিকে ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তারিন অভিনীত দ্বিতীয় টালিউড সিনেমা ‘৫নং স্বপ্নময় লেন’। সিনেমার প্রচারে কলকাতায় আছেন তিনি। একই সমস্যা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকেও। তারিন মনে করেন, আগের মতোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে দুই দেশের, কিছু মানুষ দিয়ে সবাইকে বিচার করা উচিত নয়।
তারিন বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। এটার মানে এই নয় যে আরেকটা দেশের পতাকাকে অসম্মান করতে হবে। অন্যকে ছোট করে কেউ বড় হতে পারে না। দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আমি মনে করি তা এখনো আছে। কিছু মানুষ চেষ্টা করছে সেই সম্পর্কটা নষ্ট করতে। তবে সব মানুষ এক রকম নয়। সব জায়গায় ভালো-মন্দ আছে। গুটি কয়েকজনকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক নয়। এখন মানুষ অনেক সচেতন। যাঁরা এমনটা করছেন, তাঁদের উদ্দেশ্যটা মানুষ বুঝতে পারছেন। যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ, অশ্রদ্ধাবোধ এগুলো যেন দ্রুত বন্ধ হয়, শান্তি ফিরে আসে—এটাই আমার চাওয়া।’
বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনে। ভিসা জটিলতায় অনেক শিল্পী নতুন কাজে যোগ দিতে পারছেন না। সম্প্রতি রাজনৈতিক কারণে বাংলাদেশের ‘তরী’ সিনেমা থেকে বাদ পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে পশ্চিমবঙ্গের পরিবেশ সচেতনতা মেলা থেকে বয়কটের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এমন অস্থিতিশীল সময়ে কলকাতায় অবস্থান করছেন বন্যা ও তারিন। সেখান থেকেই সম্প্রীতির বার্তা দিলেন তাঁরা।
ভারতের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ও শিক্ষিকা কনিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতা গেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সেখানে বাংলাদেশ-ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। রেজওয়ানা চৌধুরী বন্যা মনে করেন, শিল্পীদের কোনো সীমারেখা হয় না। এমন পরিস্থিতি বেশিদিন থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘শিল্প-সাহিত্যের কোনো সীমারেখা থাকে না। রবীন্দ্রনাথের কি কোনো সীমা আছে? রবীন্দ্রনাথকে কি বলতে পারি তিনি ভারত নাকি বাংলাদেশের। বলা যায় না। নজরুল, শরৎচন্দ্রকে বলতে পারি? তেমনি লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনদেরও কোনো ভৌগোলিক সীমা নেই। এখন আমরা একটি অস্থির সময় পার করছি। আমি আশা করি এ রকমটা থাকবে না। আগে যেমন ছিলাম, সেভাবেই আমরা থাকব। আমি বিশ্বাস করি, আদান-প্রদান দ্বারা শিল্প-সাহিত্য, সংগীত আরও ঋদ্ধ হচ্ছে। কেউ যদি ভাবেন আমাদেরটা বন্ধ করে রাখব, আদান-প্রদান আর করব না, তাতে তাঁরাই ক্ষতিগ্রস্ত হবেন।’
এদিকে ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তারিন অভিনীত দ্বিতীয় টালিউড সিনেমা ‘৫নং স্বপ্নময় লেন’। সিনেমার প্রচারে কলকাতায় আছেন তিনি। একই সমস্যা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকেও। তারিন মনে করেন, আগের মতোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে দুই দেশের, কিছু মানুষ দিয়ে সবাইকে বিচার করা উচিত নয়।
তারিন বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। এটার মানে এই নয় যে আরেকটা দেশের পতাকাকে অসম্মান করতে হবে। অন্যকে ছোট করে কেউ বড় হতে পারে না। দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আমি মনে করি তা এখনো আছে। কিছু মানুষ চেষ্টা করছে সেই সম্পর্কটা নষ্ট করতে। তবে সব মানুষ এক রকম নয়। সব জায়গায় ভালো-মন্দ আছে। গুটি কয়েকজনকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক নয়। এখন মানুষ অনেক সচেতন। যাঁরা এমনটা করছেন, তাঁদের উদ্দেশ্যটা মানুষ বুঝতে পারছেন। যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ, অশ্রদ্ধাবোধ এগুলো যেন দ্রুত বন্ধ হয়, শান্তি ফিরে আসে—এটাই আমার চাওয়া।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫