নিজেকে শুধু গানেই আটকে রাখেননি সংগীতশিল্পী সাবরিনা পড়শী। হয়েছেন রেডিও জকি, করেছেন অভিনয়ও। এবার নতুন আরও এক পরিচয়ে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক পেজে খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন পড়শী। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘কুক উইদ পড়শী’। গত মঙ্গলবার পড়শীর রেসিপি অনুষ্ঠানের প্রথম পর্ব প্রকাশ পেয়েছে।
প্রথম রেসিপিতে পড়শী শিখিয়েছেন আলু চাট রান্না। রান্নার শুরুতে পড়শী জানান এটি তাঁর পছন্দের খাবারের একটি। পড়শী বলেন, ‘রোজা ভাঙার পর অনেকে টক খেতে পছন্দ করেন, অনেকের আবার ঝাল পছন্দ। তবে আমি টক-ঝাল মিলিয়ে খেতে পছন্দ করি। তাই আলু চাট আমার খুব পছন্দের। সেই রেসিপি সবার সঙ্গে ভাগ করে নিলাম।’
খাবারের অনুষ্ঠান নিয়ে পড়শী বলেন, ‘রান্নাটা আমার শখ। এই প্রথম রান্না নিয়ে সবার সামনে এলাম। রান্না কাউকে শেখাতে চাই না। শুধু রান্না করার আনন্দটা সবার সঙ্গে ভাগ করতে চাই। এই অনুষ্ঠানে অনেকগুলো রেসেপি শেয়ার করব, যে খাবারগুলো আমি খেয়ে থাকি এবং আমার পছন্দের। সবগুলো পর্ব আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।’
আসছে রোজার ঈদে গান ও অভিনয়—দুই মাধ্যমেই পাওয়া যাবে পড়শীকে। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন মহিদুল মহিমের ‘হৃদয়ের এক কোণে’ নাটকের টাইটেল গানে। এতে পড়শীর সঙ্গে গেয়েছেন আভরাল সাহির। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। একই পরিচালকের ‘ফেরারি মন’ নাটকে আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পড়শী ও আভরাল সাহির। গানের শিরোনাম ‘তুই যে আমার’। গানটির কথা লিখেছেন এসকে দীপ। সুর ও সংগীতায়োজনে আভরাল সাহির।
‘ফেরারী মন’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন পড়শী। এ ছাড়া আসছে রোজার ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এই ঈদে নাটকের প্রযোজক হিসেবেও অভিষেক হওয়ার কথা রয়েছে পড়শীর।
নাটক প্রযোজনায় নতুন হলেও প্রযোজক হিসেবে অভিজ্ঞতা আছে পড়শীর। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। এবার ইউটিউব চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিজেকে শুধু গানেই আটকে রাখেননি সংগীতশিল্পী সাবরিনা পড়শী। হয়েছেন রেডিও জকি, করেছেন অভিনয়ও। এবার নতুন আরও এক পরিচয়ে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক পেজে খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন পড়শী। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘কুক উইদ পড়শী’। গত মঙ্গলবার পড়শীর রেসিপি অনুষ্ঠানের প্রথম পর্ব প্রকাশ পেয়েছে।
প্রথম রেসিপিতে পড়শী শিখিয়েছেন আলু চাট রান্না। রান্নার শুরুতে পড়শী জানান এটি তাঁর পছন্দের খাবারের একটি। পড়শী বলেন, ‘রোজা ভাঙার পর অনেকে টক খেতে পছন্দ করেন, অনেকের আবার ঝাল পছন্দ। তবে আমি টক-ঝাল মিলিয়ে খেতে পছন্দ করি। তাই আলু চাট আমার খুব পছন্দের। সেই রেসিপি সবার সঙ্গে ভাগ করে নিলাম।’
খাবারের অনুষ্ঠান নিয়ে পড়শী বলেন, ‘রান্নাটা আমার শখ। এই প্রথম রান্না নিয়ে সবার সামনে এলাম। রান্না কাউকে শেখাতে চাই না। শুধু রান্না করার আনন্দটা সবার সঙ্গে ভাগ করতে চাই। এই অনুষ্ঠানে অনেকগুলো রেসেপি শেয়ার করব, যে খাবারগুলো আমি খেয়ে থাকি এবং আমার পছন্দের। সবগুলো পর্ব আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।’
আসছে রোজার ঈদে গান ও অভিনয়—দুই মাধ্যমেই পাওয়া যাবে পড়শীকে। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন মহিদুল মহিমের ‘হৃদয়ের এক কোণে’ নাটকের টাইটেল গানে। এতে পড়শীর সঙ্গে গেয়েছেন আভরাল সাহির। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। একই পরিচালকের ‘ফেরারি মন’ নাটকে আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পড়শী ও আভরাল সাহির। গানের শিরোনাম ‘তুই যে আমার’। গানটির কথা লিখেছেন এসকে দীপ। সুর ও সংগীতায়োজনে আভরাল সাহির।
‘ফেরারী মন’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন পড়শী। এ ছাড়া আসছে রোজার ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এই ঈদে নাটকের প্রযোজক হিসেবেও অভিষেক হওয়ার কথা রয়েছে পড়শীর।
নাটক প্রযোজনায় নতুন হলেও প্রযোজক হিসেবে অভিজ্ঞতা আছে পড়শীর। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। এবার ইউটিউব চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২১ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২১ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২১ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ দিন আগে