স্টেজ শো করতে গিয়ে নিখোঁজ ভারতের আলোচিত-সমালোচিত কৌতুক অভিনেতা সুনীল পাল। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ। গতকাল মঙ্গলবার ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। উদ্বিগ্ন পরিবার থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানিয়েছে। তবে তদন্ত শুরু করলেও এখনো কোনো কিনারা করতে পারেনি পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী—মঙ্গলবার মুম্বাইয়ের সান্তাক্রুজ থানার দ্বারস্থ হন এ কৌতুক অভিনেতার স্ত্রী সরিতা। তিনি জানিয়েছেন, সোমবার সুনীল একটি শো করতে মুম্বাইয়ের বাইরে গিয়েছিলেন। মঙ্গলবারই মুম্বাই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তিনি ফেরেননি। এমনকি তাঁর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। তাঁর মোবাইল ফোনও বেশ কয়েক ঘণ্টা ধরে বন্ধ।
এ দিকে ইতিমধ্যেই এ অভিনেতার সন্ধান শুরু করেছে পুলিশ। সুনীলের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে তাঁর সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা চলছে। তিনি কোথায় শো করতে গিয়েছিলেন, সেই শোয়ের আয়োজক কে ছিলেন, সবকিছুই সন্ধানের চেষ্টায় পুলিশ। তবে এ ঘটনায় এখনো লিখিতভাবে কোনো নিখোঁজ ডায়েরি হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এক সময় সুনীল পালকে ভারতের প্রথম সারির কৌতুক অভিনেতা হিসেবে গণ্য করা হতো। ইদানীং মূলস্রোত থেকে অনেকটাই সরে গিয়েছেন তিনি। সম্প্রতি একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। আজকালকের কমেডির ধরন নিয়ে প্রশ্ন তুলে, কটাক্ষও শুনতে হয়েছে তাকে। বছরখানেক আগেই কপিল শর্মা শো’য়ের সমালোচনা করেছিলেন তিনি। তখনো প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। তবে সিনেমা বা সিরিজে সেভাবে দেখা না গেলেও নিয়মিত স্টেজ শো করেন সুনীল।
স্টেজ শো করতে গিয়ে নিখোঁজ ভারতের আলোচিত-সমালোচিত কৌতুক অভিনেতা সুনীল পাল। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ। গতকাল মঙ্গলবার ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। উদ্বিগ্ন পরিবার থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানিয়েছে। তবে তদন্ত শুরু করলেও এখনো কোনো কিনারা করতে পারেনি পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী—মঙ্গলবার মুম্বাইয়ের সান্তাক্রুজ থানার দ্বারস্থ হন এ কৌতুক অভিনেতার স্ত্রী সরিতা। তিনি জানিয়েছেন, সোমবার সুনীল একটি শো করতে মুম্বাইয়ের বাইরে গিয়েছিলেন। মঙ্গলবারই মুম্বাই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তিনি ফেরেননি। এমনকি তাঁর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। তাঁর মোবাইল ফোনও বেশ কয়েক ঘণ্টা ধরে বন্ধ।
এ দিকে ইতিমধ্যেই এ অভিনেতার সন্ধান শুরু করেছে পুলিশ। সুনীলের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে তাঁর সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা চলছে। তিনি কোথায় শো করতে গিয়েছিলেন, সেই শোয়ের আয়োজক কে ছিলেন, সবকিছুই সন্ধানের চেষ্টায় পুলিশ। তবে এ ঘটনায় এখনো লিখিতভাবে কোনো নিখোঁজ ডায়েরি হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এক সময় সুনীল পালকে ভারতের প্রথম সারির কৌতুক অভিনেতা হিসেবে গণ্য করা হতো। ইদানীং মূলস্রোত থেকে অনেকটাই সরে গিয়েছেন তিনি। সম্প্রতি একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। আজকালকের কমেডির ধরন নিয়ে প্রশ্ন তুলে, কটাক্ষও শুনতে হয়েছে তাকে। বছরখানেক আগেই কপিল শর্মা শো’য়ের সমালোচনা করেছিলেন তিনি। তখনো প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। তবে সিনেমা বা সিরিজে সেভাবে দেখা না গেলেও নিয়মিত স্টেজ শো করেন সুনীল।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে