বিনোদন ডেস্ক
জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেমের শেষ সিজনে কোন টুইস্ট অপেক্ষা করছে, তা দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে এমন টুইস্ট যে আসতে পারে, সেটি ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি কেউ। সিরিজের একেবারে শেষে দর্শকদের চমকে দিল অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্লানচেটের উপস্থিতি। এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কি স্কুইড গেমের আমেরিকান সংস্করণ তৈরি হচ্ছে; তা নিয়ে চলছে জোর গুঞ্জন।
গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্কুইড গেমের তৃতীয় ও সর্বশেষ সিজন। সিরিজের একেবারে শেষে একটি ঘটনার সূত্র ধরে ক্যামেরা চলে যায় লস অ্যাঞ্জেলেসে। দেখা যায়, রাস্তায় এক ভবঘুরের সঙ্গে কোরিয়ান গেম থাকজি খেলছেন কেট ব্লানচেট, যে খেলা দেখা গিয়েছিল স্কুইড গেমের প্রথম ও দ্বিতীয় সিজনে। খেলায় হেরে গেলে প্রতিযোগীর গালে কষে থাপ্পড় মারা হয়। কেটের চরিত্রটি প্রথম সিজনের সেলসম্যান বা রিক্রুটার চরিত্রের মতো, যে বিভিন্ন অভাবী মানুষকে স্কুইড গেমের ভয়ংকর খেলায় অংশ নিতে রাজি করায়।
স্কুইড গেমে কেট ব্লানচেটের স্বল্প উপস্থিতি ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ২০২৩ সাল থেকেই গুঞ্জন ছিল, তৈরি হতে চলেছে আলোচিত এই কোরিয়ান সিরিজের আমেরিকান সংস্করণ। ‘স্কুইড গেম: আমেরিকা’ নামের সিরিজটি মূল সিরিজের রিমেক হবে না, বরং নতুন গল্প নিয়ে তৈরি হবে। ডেনিস কেলি লিখবেন চিত্রনাট্য। যদিও সেটা এখন পর্যন্ত গুঞ্জনই রয়ে গেছে। নির্মাতাদের পক্ষ থেকে আসেনি কোনো ঘোষণা। তবে স্কুইড গেমের শেষে লস অ্যাঞ্জেলেসের রাস্তার চিত্র এবং কেট ব্লানচেটের উপস্থিতি পুরোনো গুঞ্জনকে উসকে দিয়েছে। হয়তো শিগগির আসবে স্কুইড গেমের আমেরিকান সংস্করণের ঘোষণা।
জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেমের শেষ সিজনে কোন টুইস্ট অপেক্ষা করছে, তা দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে এমন টুইস্ট যে আসতে পারে, সেটি ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি কেউ। সিরিজের একেবারে শেষে দর্শকদের চমকে দিল অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্লানচেটের উপস্থিতি। এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কি স্কুইড গেমের আমেরিকান সংস্করণ তৈরি হচ্ছে; তা নিয়ে চলছে জোর গুঞ্জন।
গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্কুইড গেমের তৃতীয় ও সর্বশেষ সিজন। সিরিজের একেবারে শেষে একটি ঘটনার সূত্র ধরে ক্যামেরা চলে যায় লস অ্যাঞ্জেলেসে। দেখা যায়, রাস্তায় এক ভবঘুরের সঙ্গে কোরিয়ান গেম থাকজি খেলছেন কেট ব্লানচেট, যে খেলা দেখা গিয়েছিল স্কুইড গেমের প্রথম ও দ্বিতীয় সিজনে। খেলায় হেরে গেলে প্রতিযোগীর গালে কষে থাপ্পড় মারা হয়। কেটের চরিত্রটি প্রথম সিজনের সেলসম্যান বা রিক্রুটার চরিত্রের মতো, যে বিভিন্ন অভাবী মানুষকে স্কুইড গেমের ভয়ংকর খেলায় অংশ নিতে রাজি করায়।
স্কুইড গেমে কেট ব্লানচেটের স্বল্প উপস্থিতি ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ২০২৩ সাল থেকেই গুঞ্জন ছিল, তৈরি হতে চলেছে আলোচিত এই কোরিয়ান সিরিজের আমেরিকান সংস্করণ। ‘স্কুইড গেম: আমেরিকা’ নামের সিরিজটি মূল সিরিজের রিমেক হবে না, বরং নতুন গল্প নিয়ে তৈরি হবে। ডেনিস কেলি লিখবেন চিত্রনাট্য। যদিও সেটা এখন পর্যন্ত গুঞ্জনই রয়ে গেছে। নির্মাতাদের পক্ষ থেকে আসেনি কোনো ঘোষণা। তবে স্কুইড গেমের শেষে লস অ্যাঞ্জেলেসের রাস্তার চিত্র এবং কেট ব্লানচেটের উপস্থিতি পুরোনো গুঞ্জনকে উসকে দিয়েছে। হয়তো শিগগির আসবে স্কুইড গেমের আমেরিকান সংস্করণের ঘোষণা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে