বিনোদন প্রতিবেদক
চলচ্চিত্র পরিচালক হারুনর রশীদ আজ তাঁর ব্যক্তিগত সংগ্রহে থাকা প্রায় ৮০টি দুর্লভ বই, ১৯৬৫ সালের পাকিস্তান ফিল্ম ফেস্টিভ্যালের ১৭৪টি দুর্লভ স্থিরচিত্রসহ বেশ কিছু নাটক, সিনেমা ও চলচ্চিত্র সামগ্রী হস্তান্তর করলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। এ তালিকায় রয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘের অনেক রং’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাহন’, ‘গৌরব’, প্যাকেজ নাটক ‘উত্তরাধিকার’ পরিচালকের ব্যবহৃত একটি কমপ্লিট স্যুট এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ১৪টি পুরস্কার ও বিভিন্ন সম্মাননা স্মারক। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন চলচ্চিত্র পরিচালক হারুনর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল, পরিচালক ফারহানা রহমান ও ফিল্ম অফিসার মো. ফখরুল আলম।
ষাটের দশকের প্রথম দিকে কৃষি ও পরিবার পরিকল্পনার ওপর নির্মিত তথ্যচিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে জড়িত হন হারুনর রশীদ। পরিচালক সালাউদ্দিনের সহাকারী হিসাবে কাজ করার পাশাপাশি জহির রায়হানসহ অনেকেরই সহকারী চলচ্চিত্র পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি। ১৯৭৬ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘মেঘের অনেক রং’। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি দিয়েই পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে কাজ শুরু করেন হারুনর রশীদ। এরপর বানিয়েছেন ‘রঙিন গুনাই বিবি’, ‘ভাগ্যবতী’, ‘ধনবান’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র। তিনি পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য হিসাবেও দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জার্নাল ও পত্র পত্রিকায় চলচ্চিত্র বিষয়ে লেখালেখি করেছেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার পর থেকে তিনি এর সঙ্গে সংযুক্ত রয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের কাছে থাকা চলচ্চিত্র সংক্রান্ত যাবতীয় সামগ্রী বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য প্রদান করেছেন হারুনর রশীদ।
চলচ্চিত্র পরিচালক হারুনর রশীদ আজ তাঁর ব্যক্তিগত সংগ্রহে থাকা প্রায় ৮০টি দুর্লভ বই, ১৯৬৫ সালের পাকিস্তান ফিল্ম ফেস্টিভ্যালের ১৭৪টি দুর্লভ স্থিরচিত্রসহ বেশ কিছু নাটক, সিনেমা ও চলচ্চিত্র সামগ্রী হস্তান্তর করলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। এ তালিকায় রয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘের অনেক রং’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাহন’, ‘গৌরব’, প্যাকেজ নাটক ‘উত্তরাধিকার’ পরিচালকের ব্যবহৃত একটি কমপ্লিট স্যুট এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ১৪টি পুরস্কার ও বিভিন্ন সম্মাননা স্মারক। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন চলচ্চিত্র পরিচালক হারুনর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল, পরিচালক ফারহানা রহমান ও ফিল্ম অফিসার মো. ফখরুল আলম।
ষাটের দশকের প্রথম দিকে কৃষি ও পরিবার পরিকল্পনার ওপর নির্মিত তথ্যচিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে জড়িত হন হারুনর রশীদ। পরিচালক সালাউদ্দিনের সহাকারী হিসাবে কাজ করার পাশাপাশি জহির রায়হানসহ অনেকেরই সহকারী চলচ্চিত্র পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি। ১৯৭৬ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘মেঘের অনেক রং’। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি দিয়েই পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে কাজ শুরু করেন হারুনর রশীদ। এরপর বানিয়েছেন ‘রঙিন গুনাই বিবি’, ‘ভাগ্যবতী’, ‘ধনবান’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র। তিনি পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য হিসাবেও দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জার্নাল ও পত্র পত্রিকায় চলচ্চিত্র বিষয়ে লেখালেখি করেছেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার পর থেকে তিনি এর সঙ্গে সংযুক্ত রয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের কাছে থাকা চলচ্চিত্র সংক্রান্ত যাবতীয় সামগ্রী বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য প্রদান করেছেন হারুনর রশীদ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫