বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতায় সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদ। সংগীতে অবদান রাখায় সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, চলচ্চিত্রে অভিনেত্রী জয়া আহসান এবং সাংবাদিকতায় সম্মাননা পাচ্ছেন যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ। ২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।
২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে আয়োজন করা হবে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ২০২৩ সালে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও ওটিটিতে পারফরম্যান্সের ভিত্তিতে শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান। বিশেষ সম্মাননা দেওয়া হবে বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদকে।
এ বিষয়ে বেবী নাজনীন বলেন, ‘সম্মাননা প্রাপ্তি যেকোনো শিল্পীর জন্য গর্বের, আনন্দের। আমরা কোনো প্রতিবন্ধকতা চাই না। আমাদের প্রত্যাশা, শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক, সম্মানিত করা হোক। সিজেএফবিকে ধন্যবাদ আমাকে সম্মানিত করায়।’
জয়া আহসান বলেন, ‘শিল্পের মূল্যায়নে যেকোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে। আমারও ভালো লাগছে। ধন্যবাদ সিজেএফবিকে।’
ফাহিম আহমেদ বলেন, ‘সাংবাদিক হিসেবে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া এই সম্মাননা আমার জন্য গর্ব ও আনন্দের।’
উল্লেখ্য, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন. অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। প্রতিষ্ঠার পর থেকে নানা কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর শিল্পীদের কর্মমূল্যায়নের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেয় সংগঠনটি।
সংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতায় সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদ। সংগীতে অবদান রাখায় সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, চলচ্চিত্রে অভিনেত্রী জয়া আহসান এবং সাংবাদিকতায় সম্মাননা পাচ্ছেন যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ। ২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।
২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে আয়োজন করা হবে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ২০২৩ সালে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও ওটিটিতে পারফরম্যান্সের ভিত্তিতে শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান। বিশেষ সম্মাননা দেওয়া হবে বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদকে।
এ বিষয়ে বেবী নাজনীন বলেন, ‘সম্মাননা প্রাপ্তি যেকোনো শিল্পীর জন্য গর্বের, আনন্দের। আমরা কোনো প্রতিবন্ধকতা চাই না। আমাদের প্রত্যাশা, শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক, সম্মানিত করা হোক। সিজেএফবিকে ধন্যবাদ আমাকে সম্মানিত করায়।’
জয়া আহসান বলেন, ‘শিল্পের মূল্যায়নে যেকোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে। আমারও ভালো লাগছে। ধন্যবাদ সিজেএফবিকে।’
ফাহিম আহমেদ বলেন, ‘সাংবাদিক হিসেবে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া এই সম্মাননা আমার জন্য গর্ব ও আনন্দের।’
উল্লেখ্য, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন. অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। প্রতিষ্ঠার পর থেকে নানা কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর শিল্পীদের কর্মমূল্যায়নের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেয় সংগঠনটি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে