বিনোদন ডেস্ক
নিজের পছন্দের গল্প দর্শকদের সামনে আনবেন বলে বছর দুয়েক আগে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছিলেন সামান্থা রুথ প্রভু। ট্রালালা মুভিং পিকচার্স নামের এ প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে তৈরি হয়েছে একটি সিনেমা। সামান্থা প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘শুভম’। আগামী ৯ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে তেলুগু সিনেমাটি। গতকাল প্রকাশ পাওয়া শুভমের ট্রেলার বেশ সাড়া ফেলেছে। নিজের প্রযোজিত প্রথম সিনেমাতে ভিন্ন একটি বিষয় উপস্থাপন করায় প্রযোজক সামান্থাও প্রশংসিত হচ্ছেন।
ইদানীং বলিউড ও দক্ষিণি সিনেমায় প্রায়ই দেখা যায় উগ্র পুরুষতন্ত্রের জয়গান। তার বিপরীতে দাঁড়িয়ে শুভম সিনেমায় হরর ও কমেডির মোড়কে তুলে আনা হয়েছে নারীশক্তির বিষয়টিকে, উগ্র পুরুষত্বকে করা হয়েছে কটাক্ষ। একটি উপশহরের কয়েক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ট্রেলারে দেখা যায়, কয়েকজন পুরুষ নিজেদের মধ্যে আলোচনা করছে—কীভাবে তারা তাদের স্ত্রীদের শাসনের মধ্যে রাখে। নিজেদের ‘আলফা মেল’ বলে দাবি করে তারা।
পরিস্থিতি দ্রুতই বদলে যায়, যখন টিভিতে একটি সিরিয়াল শুরু হয়। ওই সিরিয়াল দেখার ফলে একে একে এলাকার সব নারীর ওপর ভূতের আছর পড়তে থাকে। অদ্ভুত আচরণ শুরু করে নারীরা। স্বামীদের মানে না। উল্টো তাদের ওপর নির্যাতন শুরু করে। হঠাৎ বিপাকে পড়ে এলাকার পুরুষেরা। তাদের উদ্ধারের জন্য গল্পে ‘মাতা’ চরিত্রের আগমন। সে গণনা করে জানায়, এলাকার সব পুরুষ অল্প দিনের মধ্যেই মারা যাবে। স্বল্প সময়ের মাতা চরিত্রে দেখা যাবে সামান্থাকে।
প্রাভিন কান্দ্রেগুলা পরিচালিত শুভম সিনেমায় মুখ্য চরিত্রগুলোয় অভিনয় করেছেন হারশিত মালগিরেড্ডি, শ্রেয়া কোন্থাম, চরণ পেরি, শালিনী কোন্ডেপুদি, গাভিরেড্ডি শ্রীনিবাস, শ্রাবণী প্রমুখ। সিনেমাটি নিয়ে সামান্থা বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি সিনেমা তৈরি করা, যা দর্শকদের ভাবাবে। চিন্তার রসদ জোগাবে। ট্রালালা মুভিং পিকচার্সের প্রথম প্রচেষ্টায় সেটা পাবে দর্শক। শুভমকে নিয়ে আমি সত্যিই উত্তেজিত, অধীর আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসার।’
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুভম ছাড়াও সামান্থার প্রযোজনায় তৈরি হচ্ছে ‘মা ইনতি বানগারাম’ নামের আরেকটি সিনেমা। তাতে প্রধান চরিত্রে সামান্থাই থাকবেন। তিনি এখন অভিনয় করছেন রাজ ও ডিকের ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ওয়েব সিরিজে।
নিজের পছন্দের গল্প দর্শকদের সামনে আনবেন বলে বছর দুয়েক আগে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছিলেন সামান্থা রুথ প্রভু। ট্রালালা মুভিং পিকচার্স নামের এ প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে তৈরি হয়েছে একটি সিনেমা। সামান্থা প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘শুভম’। আগামী ৯ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে তেলুগু সিনেমাটি। গতকাল প্রকাশ পাওয়া শুভমের ট্রেলার বেশ সাড়া ফেলেছে। নিজের প্রযোজিত প্রথম সিনেমাতে ভিন্ন একটি বিষয় উপস্থাপন করায় প্রযোজক সামান্থাও প্রশংসিত হচ্ছেন।
ইদানীং বলিউড ও দক্ষিণি সিনেমায় প্রায়ই দেখা যায় উগ্র পুরুষতন্ত্রের জয়গান। তার বিপরীতে দাঁড়িয়ে শুভম সিনেমায় হরর ও কমেডির মোড়কে তুলে আনা হয়েছে নারীশক্তির বিষয়টিকে, উগ্র পুরুষত্বকে করা হয়েছে কটাক্ষ। একটি উপশহরের কয়েক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ট্রেলারে দেখা যায়, কয়েকজন পুরুষ নিজেদের মধ্যে আলোচনা করছে—কীভাবে তারা তাদের স্ত্রীদের শাসনের মধ্যে রাখে। নিজেদের ‘আলফা মেল’ বলে দাবি করে তারা।
পরিস্থিতি দ্রুতই বদলে যায়, যখন টিভিতে একটি সিরিয়াল শুরু হয়। ওই সিরিয়াল দেখার ফলে একে একে এলাকার সব নারীর ওপর ভূতের আছর পড়তে থাকে। অদ্ভুত আচরণ শুরু করে নারীরা। স্বামীদের মানে না। উল্টো তাদের ওপর নির্যাতন শুরু করে। হঠাৎ বিপাকে পড়ে এলাকার পুরুষেরা। তাদের উদ্ধারের জন্য গল্পে ‘মাতা’ চরিত্রের আগমন। সে গণনা করে জানায়, এলাকার সব পুরুষ অল্প দিনের মধ্যেই মারা যাবে। স্বল্প সময়ের মাতা চরিত্রে দেখা যাবে সামান্থাকে।
প্রাভিন কান্দ্রেগুলা পরিচালিত শুভম সিনেমায় মুখ্য চরিত্রগুলোয় অভিনয় করেছেন হারশিত মালগিরেড্ডি, শ্রেয়া কোন্থাম, চরণ পেরি, শালিনী কোন্ডেপুদি, গাভিরেড্ডি শ্রীনিবাস, শ্রাবণী প্রমুখ। সিনেমাটি নিয়ে সামান্থা বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি সিনেমা তৈরি করা, যা দর্শকদের ভাবাবে। চিন্তার রসদ জোগাবে। ট্রালালা মুভিং পিকচার্সের প্রথম প্রচেষ্টায় সেটা পাবে দর্শক। শুভমকে নিয়ে আমি সত্যিই উত্তেজিত, অধীর আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসার।’
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুভম ছাড়াও সামান্থার প্রযোজনায় তৈরি হচ্ছে ‘মা ইনতি বানগারাম’ নামের আরেকটি সিনেমা। তাতে প্রধান চরিত্রে সামান্থাই থাকবেন। তিনি এখন অভিনয় করছেন রাজ ও ডিকের ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ওয়েব সিরিজে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে