বিনোদন ডেস্ক
রহস্য বাড়াতে এলেন লেডি গাগা। নেটফ্লিক্সের ইংরেজি ভাষার সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’র দ্বিতীয় সিজনে দেখা যাবে তাঁকে। সম্প্রতি নেটফ্লিক্সের ফ্যান ইভেন্টে অতিপ্রাকৃত গল্পনির্ভর এ সিরিজের দ্বিতীয় সিজনের ঘোষণা দেওয়া হয়। সেখানেই জানানো হয়, নতুন সিজনে রহস্যময়ী শিক্ষক রোজালিন রটউডের ভূমিকায় অভিনয় করবেন লেডি গাগা।
গত ৩১ মে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল নেটফ্লিক্সের ফ্যান ইভেন্ট টুডাম। সেখানে লেডি গাগাও হাজির ছিলেন। রক্তাক্ত পোশাক পরে একটি কফিন থেকে বেরিয়ে এসে ওয়েডনেসডে সিরিজের থিমের সঙ্গে পারফর্ম করেন তিনি। ‘জম্বিবয়’, ‘আব্রাকাডাব্রা’, ‘ব্ল্যাডি মেরি’সহ বেশ কিছু গান গেয়ে শোনান। নির্মাতারা জানিয়েছেন, দ্বিতীয় সিজনে ওয়েডনেসডে অ্যাডামস চরিত্রের অভিনেত্রী জেনা ওর্তেগার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে লেডি গাগাকে। আবার স্কুল হোস্টেলে ফিরে যায় ওয়েডনেসডে। সেখানেই রোজালিন রটউডের সঙ্গে দেখা হয় তার। তাদের এই সাক্ষাৎ ক্রমেই দ্বন্দ্বে রূপ নেয়।
টুডাম অনুষ্ঠানে ওয়েডনেসডে সিরিজের প্রথম ছয় মিনিট দেখানো হয়। প্রথম ঝলক হিসেবে সেই অংশটুকু প্রকাশ করা হয়েছে ইউটিউবে। তাতে দেখা যাচ্ছে, এক সিরিয়াল কিলার ওয়েডনেসডে অ্যাডামসকে আটকে রেখেছে কোনো এক বাড়ির বেসমেন্টে। আশপাশে সারি সারি পুতুল তৈরি করেছে ভৌতিক আবহ। ভয়েসওভারে সে জানাচ্ছে কীভাবে এই অবস্থায় এল সে। এরপর ফ্ল্যাশব্যাকে ঘটনাগুলো আসতে থাকে। সিরিজের নির্মাতা আলফ্রেড গফ ও মাইলস মিলার জানিয়েছেন, প্রথম সিজনের চেয়ে দ্বিতীয়টি হবে আরও রহস্যময়। স্কুল হোস্টেলে ফিরে এসে একটি সিরিয়াল কিলিংয়ের তদন্ত শুরু করে সিরিজের প্রধান চরিত্র ওয়েডনেসডে অ্যাডামস। ফলে একের পর এক সংকটের মুখে পড়তে হয় তাকে।
২০২২ সালের নভেম্বরে নেটফ্লিক্সে এসেছিল ওয়েডনেসডের প্রথম সিজন। অল্প দিনেই সর্বাধিক দেখা সিরিজের গৌরব অর্জন করে। ওই বছর গোল্ডেন গ্লোব, প্রাইমটাইম এমিসহ অনেক আসরে বিভিন্ন বিভাগে মনোনয়ন পায়। তিন বছর পর রহস্যগল্পপ্রেমীদের মন জয় করতে আসছে সিরিজের দ্বিতীয় সিজন। জানা গেছে, এ সিজনের পর্বগুলো আসবে দুই ভাগে। ৬ আগস্ট প্রকাশ পাবে প্রথম কয়েকটি পর্ব, আর বাকিগুলো আসবে ৩ সেপ্টেম্বর।
রহস্য বাড়াতে এলেন লেডি গাগা। নেটফ্লিক্সের ইংরেজি ভাষার সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’র দ্বিতীয় সিজনে দেখা যাবে তাঁকে। সম্প্রতি নেটফ্লিক্সের ফ্যান ইভেন্টে অতিপ্রাকৃত গল্পনির্ভর এ সিরিজের দ্বিতীয় সিজনের ঘোষণা দেওয়া হয়। সেখানেই জানানো হয়, নতুন সিজনে রহস্যময়ী শিক্ষক রোজালিন রটউডের ভূমিকায় অভিনয় করবেন লেডি গাগা।
গত ৩১ মে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল নেটফ্লিক্সের ফ্যান ইভেন্ট টুডাম। সেখানে লেডি গাগাও হাজির ছিলেন। রক্তাক্ত পোশাক পরে একটি কফিন থেকে বেরিয়ে এসে ওয়েডনেসডে সিরিজের থিমের সঙ্গে পারফর্ম করেন তিনি। ‘জম্বিবয়’, ‘আব্রাকাডাব্রা’, ‘ব্ল্যাডি মেরি’সহ বেশ কিছু গান গেয়ে শোনান। নির্মাতারা জানিয়েছেন, দ্বিতীয় সিজনে ওয়েডনেসডে অ্যাডামস চরিত্রের অভিনেত্রী জেনা ওর্তেগার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে লেডি গাগাকে। আবার স্কুল হোস্টেলে ফিরে যায় ওয়েডনেসডে। সেখানেই রোজালিন রটউডের সঙ্গে দেখা হয় তার। তাদের এই সাক্ষাৎ ক্রমেই দ্বন্দ্বে রূপ নেয়।
টুডাম অনুষ্ঠানে ওয়েডনেসডে সিরিজের প্রথম ছয় মিনিট দেখানো হয়। প্রথম ঝলক হিসেবে সেই অংশটুকু প্রকাশ করা হয়েছে ইউটিউবে। তাতে দেখা যাচ্ছে, এক সিরিয়াল কিলার ওয়েডনেসডে অ্যাডামসকে আটকে রেখেছে কোনো এক বাড়ির বেসমেন্টে। আশপাশে সারি সারি পুতুল তৈরি করেছে ভৌতিক আবহ। ভয়েসওভারে সে জানাচ্ছে কীভাবে এই অবস্থায় এল সে। এরপর ফ্ল্যাশব্যাকে ঘটনাগুলো আসতে থাকে। সিরিজের নির্মাতা আলফ্রেড গফ ও মাইলস মিলার জানিয়েছেন, প্রথম সিজনের চেয়ে দ্বিতীয়টি হবে আরও রহস্যময়। স্কুল হোস্টেলে ফিরে এসে একটি সিরিয়াল কিলিংয়ের তদন্ত শুরু করে সিরিজের প্রধান চরিত্র ওয়েডনেসডে অ্যাডামস। ফলে একের পর এক সংকটের মুখে পড়তে হয় তাকে।
২০২২ সালের নভেম্বরে নেটফ্লিক্সে এসেছিল ওয়েডনেসডের প্রথম সিজন। অল্প দিনেই সর্বাধিক দেখা সিরিজের গৌরব অর্জন করে। ওই বছর গোল্ডেন গ্লোব, প্রাইমটাইম এমিসহ অনেক আসরে বিভিন্ন বিভাগে মনোনয়ন পায়। তিন বছর পর রহস্যগল্পপ্রেমীদের মন জয় করতে আসছে সিরিজের দ্বিতীয় সিজন। জানা গেছে, এ সিজনের পর্বগুলো আসবে দুই ভাগে। ৬ আগস্ট প্রকাশ পাবে প্রথম কয়েকটি পর্ব, আর বাকিগুলো আসবে ৩ সেপ্টেম্বর।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে