কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চিত্রনাট্য, পুরস্কার ও তাঁর সিনেমাসংশ্লিষ্ট সবকিছু চলে গেল শিকাগো বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে। এখন থেকে মৃণাল সেনের স্মৃতি সংরক্ষণ করবে বিশ্ববিদ্যালয়টি।
আজ শুক্রবার সকালে ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন তাঁর ছেলে কুণাল সেন। দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন তিনি।
কুণাল সেনের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে- এতদিন চলচ্চিত্র শিল্পে মৃণাল সেনের যা অবদান ছিল, তার নথিপত্রের প্রায় কিছুই অবশিষ্ট নেই।
কুণালের কথায়, ‘স্মৃতিচারণ করার প্রতি অভক্তি অথবা নিছক আলস্য থেকে কোনো লেখালেখি যত্ন করে রাখেননি বাবা। এখন আমি জিনিসপত্র জড়ো করতে গিয়ে দেখলাম, কেবল তিনটি বাক্স ভর্তি হয়েছে। কিন্তু তাঁর ঘটনাবহুল জীবনের সাক্ষ্য কেবল তিনটি বাক্সে ভরে গেল, এটা ভাবতেই অবাক লাগছে! আর কিছু নেই!’
কয়েকটি ছবি ও পুরস্কার উদ্ধার করতে পেরেছেন কুণাল সেন। এছাড়া ছেলের সঙ্গে যেসব চিঠি আদানপ্রদান হয়েছে, সেগুলো পাওয়া গেছে।
এর আগে কুণাল সেনের কাছ থেকে জানা গিয়েছিল, মৃণাল সেন তাঁর জীবদ্দশায় সমস্ত চিঠি, চিত্রনাট্য, পাণ্ডুলিপি পুরসভার ময়লার গাড়িতে তুলে দিয়েছিলেন। সেগুলো আর খুঁজে পাওয়া যায়নি।
মাসখানেক আগে শিকাগো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৃণাল সেনের শেষ স্মৃতি সংরক্ষণের প্রস্তাব আসে কুণাল সেনের কাছে। এতে খুবই খুশি হয়েছেন বলে লিখেছেন তিনি। কুণালের কথায়, ‘আমি তাদের বিশেষ সংরক্ষণাগারটি দেখেছি। তাদের দীর্ঘ ঐতিহ্য সম্পর্কে জানি। আমি বিশ্বাস করি, তারা মৃণাল সেনের স্মৃতি সংরক্ষণ করতে পারবে।’
কুণাল সেনের ফেসবুক পোস্ট:
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চিত্রনাট্য, পুরস্কার ও তাঁর সিনেমাসংশ্লিষ্ট সবকিছু চলে গেল শিকাগো বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে। এখন থেকে মৃণাল সেনের স্মৃতি সংরক্ষণ করবে বিশ্ববিদ্যালয়টি।
আজ শুক্রবার সকালে ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন তাঁর ছেলে কুণাল সেন। দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন তিনি।
কুণাল সেনের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে- এতদিন চলচ্চিত্র শিল্পে মৃণাল সেনের যা অবদান ছিল, তার নথিপত্রের প্রায় কিছুই অবশিষ্ট নেই।
কুণালের কথায়, ‘স্মৃতিচারণ করার প্রতি অভক্তি অথবা নিছক আলস্য থেকে কোনো লেখালেখি যত্ন করে রাখেননি বাবা। এখন আমি জিনিসপত্র জড়ো করতে গিয়ে দেখলাম, কেবল তিনটি বাক্স ভর্তি হয়েছে। কিন্তু তাঁর ঘটনাবহুল জীবনের সাক্ষ্য কেবল তিনটি বাক্সে ভরে গেল, এটা ভাবতেই অবাক লাগছে! আর কিছু নেই!’
কয়েকটি ছবি ও পুরস্কার উদ্ধার করতে পেরেছেন কুণাল সেন। এছাড়া ছেলের সঙ্গে যেসব চিঠি আদানপ্রদান হয়েছে, সেগুলো পাওয়া গেছে।
এর আগে কুণাল সেনের কাছ থেকে জানা গিয়েছিল, মৃণাল সেন তাঁর জীবদ্দশায় সমস্ত চিঠি, চিত্রনাট্য, পাণ্ডুলিপি পুরসভার ময়লার গাড়িতে তুলে দিয়েছিলেন। সেগুলো আর খুঁজে পাওয়া যায়নি।
মাসখানেক আগে শিকাগো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৃণাল সেনের শেষ স্মৃতি সংরক্ষণের প্রস্তাব আসে কুণাল সেনের কাছে। এতে খুবই খুশি হয়েছেন বলে লিখেছেন তিনি। কুণালের কথায়, ‘আমি তাদের বিশেষ সংরক্ষণাগারটি দেখেছি। তাদের দীর্ঘ ঐতিহ্য সম্পর্কে জানি। আমি বিশ্বাস করি, তারা মৃণাল সেনের স্মৃতি সংরক্ষণ করতে পারবে।’
কুণাল সেনের ফেসবুক পোস্ট:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে