নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাজায় গণহত্যার প্রতিবাদে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল হবে বলে জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আজ সোমবার সংগঠনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এই নতুন সময়সূচির কথা জানান।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল গণহত্যা ও বর্বরোচিত হামলা করেছে। এ মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন প্রথম এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজ সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি। ‘‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’’ বিশ্বব্যাপী এই প্রোগ্রাম হচ্ছে।’
সংগঠনটির সভাপতি বলেন, ‘১১ এপ্রিল আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও ছিল। যেহেতু সেদিন শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান ও আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেব, সে জন্য ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শনিবার সারা দেশের চারটি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছি। ১২ এপ্রিল একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।’
এ্যানি বলেন, ‘বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশের শিল্পীরাই এই কনসার্টে অংশ নেবেন। স্থানীয়ভাবে আঞ্চলিক গানও থাকবে। আমরা বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি, সে জন্য সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজন।’
দুপুরে এ্যানির নেতৃত্বে ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদ আলীর সঙ্গে দেখা করেন। কনসার্ট সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত সংগঠনটির কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজায় গণহত্যার প্রতিবাদে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল হবে বলে জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আজ সোমবার সংগঠনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এই নতুন সময়সূচির কথা জানান।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল গণহত্যা ও বর্বরোচিত হামলা করেছে। এ মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন প্রথম এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজ সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি। ‘‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’’ বিশ্বব্যাপী এই প্রোগ্রাম হচ্ছে।’
সংগঠনটির সভাপতি বলেন, ‘১১ এপ্রিল আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও ছিল। যেহেতু সেদিন শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান ও আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেব, সে জন্য ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শনিবার সারা দেশের চারটি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছি। ১২ এপ্রিল একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।’
এ্যানি বলেন, ‘বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশের শিল্পীরাই এই কনসার্টে অংশ নেবেন। স্থানীয়ভাবে আঞ্চলিক গানও থাকবে। আমরা বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি, সে জন্য সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজন।’
দুপুরে এ্যানির নেতৃত্বে ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদ আলীর সঙ্গে দেখা করেন। কনসার্ট সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত সংগঠনটির কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২১ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২১ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২১ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ দিন আগে