শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ। বাংলা ১৪২৮ সাল শুরু হলো। কিন্তু এমন এক সময়ে যখন নেই উৎসব, নেই ঢাকের বাদন কিংবা মেলার বাঁশির ভেঁপু। আছে করোনাভাইরাসের চোখ রাঙানি, আছে তাকে রোখার প্রয়াস হিসেবে লকডাউন। এই দুঃসময়ে মৃত্যুই যেন একমাত্র সত্য। কিন্তু ওই যে কবিতা—‘সব সময়ই সুসময়।’ তাই এই ভয়াবহ সংকটকালেও সুসময়ের কথাই বলতে হয়। আর বছরের শুরুতে বলাটা তো রেওয়াজও। এ জন্য তাকাতে হবে নিজের দিকেই। নিজের উৎসবের দিকে, নিজের আয়োজনগুলোর দিকে। করোনাভাইরাসের কারণে এ নিয়ে দু বছর বৈশাখ পেরিয়ে যাচ্ছে, কোনো আলোড়ন না তুলেই। কথাটা বোধ হয় ভুল হলো। একেবারেই কি আলোড়ন নেই? বাহির যদি বন্ধ হয়, ভেতর তবে জাগে। এই সরল সূত্র মেনেই এই ব–দ্বীপের মানুষেরা আরেকটি বৈশাখকে, আরেকটি নতুন বছরকে বরণ করে নিচ্ছে আজ। সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও এবার তেমন আয়োজনে নেই। অথচ একটা সময় দিনটি উদযাপনে মেতেছিলেন অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরাও। শুটিং রেখে সবাই এক হয়েছিলেন প্রাণের টানে। প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা দিয়েছেন মন খুলে। সেসব দিনের এই স্মৃতি–চিত্রই হয়তো পারে আমাদের এই দুঃসময়কে রাঙাতে, সাহস দিতে। আগের বিভিন্ন পয়লা বৈশাখে তোলা তারকাদের ছবি নিয়ে এই ফটো ফিচার। ছবি তুলেছেন—মুজাহিদ সামিউল্লাহ
শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ। বাংলা ১৪২৮ সাল শুরু হলো। কিন্তু এমন এক সময়ে যখন নেই উৎসব, নেই ঢাকের বাদন কিংবা মেলার বাঁশির ভেঁপু। আছে করোনাভাইরাসের চোখ রাঙানি, আছে তাকে রোখার প্রয়াস হিসেবে লকডাউন। এই দুঃসময়ে মৃত্যুই যেন একমাত্র সত্য। কিন্তু ওই যে কবিতা—‘সব সময়ই সুসময়।’ তাই এই ভয়াবহ সংকটকালেও সুসময়ের কথাই বলতে হয়। আর বছরের শুরুতে বলাটা তো রেওয়াজও। এ জন্য তাকাতে হবে নিজের দিকেই। নিজের উৎসবের দিকে, নিজের আয়োজনগুলোর দিকে। করোনাভাইরাসের কারণে এ নিয়ে দু বছর বৈশাখ পেরিয়ে যাচ্ছে, কোনো আলোড়ন না তুলেই। কথাটা বোধ হয় ভুল হলো। একেবারেই কি আলোড়ন নেই? বাহির যদি বন্ধ হয়, ভেতর তবে জাগে। এই সরল সূত্র মেনেই এই ব–দ্বীপের মানুষেরা আরেকটি বৈশাখকে, আরেকটি নতুন বছরকে বরণ করে নিচ্ছে আজ। সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও এবার তেমন আয়োজনে নেই। অথচ একটা সময় দিনটি উদযাপনে মেতেছিলেন অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরাও। শুটিং রেখে সবাই এক হয়েছিলেন প্রাণের টানে। প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা দিয়েছেন মন খুলে। সেসব দিনের এই স্মৃতি–চিত্রই হয়তো পারে আমাদের এই দুঃসময়কে রাঙাতে, সাহস দিতে। আগের বিভিন্ন পয়লা বৈশাখে তোলা তারকাদের ছবি নিয়ে এই ফটো ফিচার। ছবি তুলেছেন—মুজাহিদ সামিউল্লাহ
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৫ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৫ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৫ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৫ দিন আগে