সালটা ১৯৯৪। ‘স্বাভিমান’। বাংলায় ‘আত্মসম্মান’। দূরদর্শন ন্যাশনাল চ্যানেলে বেলা সাড়ে তিনটার জনপ্রিয় ধারাবাহিক। যা প্রথম ৮০০ পর্বের সুপার ডুপার হিট মেগা হয়ে ওঠে। সেই ‘স্বাভিমান’ ধারাবাহিক ২৫ বছর পূর্ণ করল। এ উপলক্ষে দর্শকদের জন্যও এল বিশেষ উপহার। আবার দেখা যাবে ‘স্বাভিমান’। তবে এবার টিভি পর্দায় নয়। দেখানো হবে টাটা স্কাই চ্যানেলে।
‘স্বাভিমান’ ছিল দীর্ঘ ধারাবাহিকের সুবর্ণ যুগের সূচনা। পরিচালনা করেছেন মহেশ ভাট। বেলা সাড়ে তিনটায় পশ্চিমবঙ্গের টেলিভিশনে ডাবিং করে সম্প্রচার হতো এটি। বাংলা নাম ছিল ‘আত্মসম্মান’। যার জন্য বাংলাদেশেও ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে ওঠে। তখন পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ- ধারাবাহিকের চকচকে বাজেট যুগ আসেনি।
১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চলেছিল এই দীর্ঘ ধারাবাহিক। বাংলা ‘আত্মসম্মান’ এ টাইটেল গান বাংলাতেই হতো ‘এই তো সময়’। আরেকটি গান ছিল ধারাবাহিকে ‘ক্যায়সে উনহে ভুল জায়ে’, গেয়েছিলেন শান। তখন কেউ শানকে চিনত না। নবাগত শান বলিউডে জায়গা পেয়েছিলেন ‘স্বাভিমান’–এর এ গান গেয়েই।
ধারাবাহিকটির অভিনয়শিল্পীর তালিকা ছিল চোখ ধাঁধানো। কিটু গিওয়ানি, অঞ্জু মহেন্দ্র, রোহিত রায়, দীপক পরাশর প্রমুখ। রোহিত রায় তো ‘স্বাভিমান’ হিরো হয়ে তৎকালীন শাহরুখ-আমির খানদের বাজারকে রীতিমতো টক্কর দিতেন জনপ্রিয়তায়। এ ধারাবাহিক দিয়ে উঠে এসেছেন এখনকার অনেক বড় স্টার অভিনেতা। যেমন মনোজ বাজপেয়ি, আশুতোষ রানা, সন্ধ্যা মৃদুল।
কেমন ছিল ‘স্বাভিমান’ এর গল্প? সুন্দরী একলা নারী স্বেতলানা। কিন্তু সে বড়লোক অভিজাত কেশব মালহোত্রার দ্বিতীয় বউ। কেশব মালহোত্রার মৃত্যুর পর অভিজাত মালহোত্রা পরিবারের সঙ্গে স্বেতলানার সম্পত্তির দাবি ও প্রতিপত্তির রেষারেষি নিয়ে গল্প। কেশব মালহোত্রার স্ত্রী রঞ্জনা দেবী আর ছেলে ঋষভ। মূল গল্প এটাই।
বাংলায় কেন হিন্দিতে ডাবিং করা সিরিয়াল দেখানো হবে, এ নিয়ে তখন প্রতিবাদ জানিয়েছিলেন অপর্ণা সেনসহ আরও অনেক খ্যাতিমানরা। মামলাও হয় এটা নিয়ে। যার ফলে কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যায় ধারাবাহিকটির বাংলা ভার্সন।
কিন্তু হিন্দি ‘স্বাভিমান’ দেখতে পেতেন বাঙালি দর্শকেরা। অপ্রতিরোধ্যভাবে তিন বছর ধরে চলেছিল এই ধারাবাহিক। পরে তো ১৯৯৫ সালে বাংলায় প্রথম দীর্ঘ ধারাবাহিক ‘জননী’ শুরু করেন বিষ্ণু পাল চৌধুরী।
পঁচিশ বছর পর ছোট পর্দা, বড় পর্দা, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ- সব বদলে গেছে। কিন্তু বদলায়নি সেই ‘স্বাভিমান’ নিয়ে মানুষের স্মৃতিকাতরতা। তাই আবার এত বছর পর ‘স্বাভিমান’ ফিরছে পুরোনো আত্মসম্মান নিয়েই। নতুন প্রজন্মও এবার স্বাদ পাবে সেই সুবর্ণ যুগের।
সূত্র: পিংক ভিলা
সালটা ১৯৯৪। ‘স্বাভিমান’। বাংলায় ‘আত্মসম্মান’। দূরদর্শন ন্যাশনাল চ্যানেলে বেলা সাড়ে তিনটার জনপ্রিয় ধারাবাহিক। যা প্রথম ৮০০ পর্বের সুপার ডুপার হিট মেগা হয়ে ওঠে। সেই ‘স্বাভিমান’ ধারাবাহিক ২৫ বছর পূর্ণ করল। এ উপলক্ষে দর্শকদের জন্যও এল বিশেষ উপহার। আবার দেখা যাবে ‘স্বাভিমান’। তবে এবার টিভি পর্দায় নয়। দেখানো হবে টাটা স্কাই চ্যানেলে।
‘স্বাভিমান’ ছিল দীর্ঘ ধারাবাহিকের সুবর্ণ যুগের সূচনা। পরিচালনা করেছেন মহেশ ভাট। বেলা সাড়ে তিনটায় পশ্চিমবঙ্গের টেলিভিশনে ডাবিং করে সম্প্রচার হতো এটি। বাংলা নাম ছিল ‘আত্মসম্মান’। যার জন্য বাংলাদেশেও ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে ওঠে। তখন পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ- ধারাবাহিকের চকচকে বাজেট যুগ আসেনি।
১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চলেছিল এই দীর্ঘ ধারাবাহিক। বাংলা ‘আত্মসম্মান’ এ টাইটেল গান বাংলাতেই হতো ‘এই তো সময়’। আরেকটি গান ছিল ধারাবাহিকে ‘ক্যায়সে উনহে ভুল জায়ে’, গেয়েছিলেন শান। তখন কেউ শানকে চিনত না। নবাগত শান বলিউডে জায়গা পেয়েছিলেন ‘স্বাভিমান’–এর এ গান গেয়েই।
ধারাবাহিকটির অভিনয়শিল্পীর তালিকা ছিল চোখ ধাঁধানো। কিটু গিওয়ানি, অঞ্জু মহেন্দ্র, রোহিত রায়, দীপক পরাশর প্রমুখ। রোহিত রায় তো ‘স্বাভিমান’ হিরো হয়ে তৎকালীন শাহরুখ-আমির খানদের বাজারকে রীতিমতো টক্কর দিতেন জনপ্রিয়তায়। এ ধারাবাহিক দিয়ে উঠে এসেছেন এখনকার অনেক বড় স্টার অভিনেতা। যেমন মনোজ বাজপেয়ি, আশুতোষ রানা, সন্ধ্যা মৃদুল।
কেমন ছিল ‘স্বাভিমান’ এর গল্প? সুন্দরী একলা নারী স্বেতলানা। কিন্তু সে বড়লোক অভিজাত কেশব মালহোত্রার দ্বিতীয় বউ। কেশব মালহোত্রার মৃত্যুর পর অভিজাত মালহোত্রা পরিবারের সঙ্গে স্বেতলানার সম্পত্তির দাবি ও প্রতিপত্তির রেষারেষি নিয়ে গল্প। কেশব মালহোত্রার স্ত্রী রঞ্জনা দেবী আর ছেলে ঋষভ। মূল গল্প এটাই।
বাংলায় কেন হিন্দিতে ডাবিং করা সিরিয়াল দেখানো হবে, এ নিয়ে তখন প্রতিবাদ জানিয়েছিলেন অপর্ণা সেনসহ আরও অনেক খ্যাতিমানরা। মামলাও হয় এটা নিয়ে। যার ফলে কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যায় ধারাবাহিকটির বাংলা ভার্সন।
কিন্তু হিন্দি ‘স্বাভিমান’ দেখতে পেতেন বাঙালি দর্শকেরা। অপ্রতিরোধ্যভাবে তিন বছর ধরে চলেছিল এই ধারাবাহিক। পরে তো ১৯৯৫ সালে বাংলায় প্রথম দীর্ঘ ধারাবাহিক ‘জননী’ শুরু করেন বিষ্ণু পাল চৌধুরী।
পঁচিশ বছর পর ছোট পর্দা, বড় পর্দা, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ- সব বদলে গেছে। কিন্তু বদলায়নি সেই ‘স্বাভিমান’ নিয়ে মানুষের স্মৃতিকাতরতা। তাই আবার এত বছর পর ‘স্বাভিমান’ ফিরছে পুরোনো আত্মসম্মান নিয়েই। নতুন প্রজন্মও এবার স্বাদ পাবে সেই সুবর্ণ যুগের।
সূত্র: পিংক ভিলা
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫