বিনোদন ডেস্ক
সাগর একজন বীর মুক্তিযোদ্ধা। সে যুদ্ধ করেছিল কক্সবাজারে। যুদ্ধ শেষে ফিরে এসে দেখে তার মা ও ছোট ভাই যুদ্ধে শহীদ হয়েছে। তখনো ছোট ভাইয়ের বুকে গোলাপ জড়ানো। এরপর সমুদ্রের পাড়ে ফুল বিক্রির কাজ নেয় সাগর। ছোট ভাইয়ের স্মরণে প্রতিদিন একটি করে গোলাপ তার মেয়ে ঢেউয়ের জন্য নিয়ে যায়। উচ্চশিক্ষায় শিক্ষিত যুবক সমুদ্র। সে ভালোবাসে ঢেউকে। একসময় সন্ত্রাসীরা অ্যাসিড নিক্ষেপ করে ঢেউয়ের মুখ ঝলসে দেয়। তবু পিছু হটে না সমুদ্র। বিয়ে করে ঘরে তোলে ঢেউকে। এমন গল্পে আব্দুল আজিজের রচনায় তৈরি হয়েছে নাটক ‘সমুদ্রের ঢেউ’। প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন আব্দুল আজিজ, ইমতিয়াজ বর্ষণ, তানজিলা হক মাইশা, প্রমা আজিজ, কবির আহমেদ প্রমুখ। প্রচারিত হবে আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে।
সাগর একজন বীর মুক্তিযোদ্ধা। সে যুদ্ধ করেছিল কক্সবাজারে। যুদ্ধ শেষে ফিরে এসে দেখে তার মা ও ছোট ভাই যুদ্ধে শহীদ হয়েছে। তখনো ছোট ভাইয়ের বুকে গোলাপ জড়ানো। এরপর সমুদ্রের পাড়ে ফুল বিক্রির কাজ নেয় সাগর। ছোট ভাইয়ের স্মরণে প্রতিদিন একটি করে গোলাপ তার মেয়ে ঢেউয়ের জন্য নিয়ে যায়। উচ্চশিক্ষায় শিক্ষিত যুবক সমুদ্র। সে ভালোবাসে ঢেউকে। একসময় সন্ত্রাসীরা অ্যাসিড নিক্ষেপ করে ঢেউয়ের মুখ ঝলসে দেয়। তবু পিছু হটে না সমুদ্র। বিয়ে করে ঘরে তোলে ঢেউকে। এমন গল্পে আব্দুল আজিজের রচনায় তৈরি হয়েছে নাটক ‘সমুদ্রের ঢেউ’। প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন আব্দুল আজিজ, ইমতিয়াজ বর্ষণ, তানজিলা হক মাইশা, প্রমা আজিজ, কবির আহমেদ প্রমুখ। প্রচারিত হবে আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে