বিনোদন প্রতিবেদক, ঢাকা
একজন সিঙ্গেল মাদার এবং নিঃসঙ্গ বেড়ে ওঠা তার সন্তানের মধ্যকার দূরত্ব নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন খন্দকার হিমেল।
এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের অভিনয়শিল্পী শায়লা খান। তাঁর সন্তানের চরিত্রে অভিনয় করেছেন টালিউডের সুপ্রতীম রায়। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানারআপ সঞ্চিতা দত্ত। সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন সঞ্চিতা।
এ সিনেমা দিয়েই বাংলাদেশের পর্দায় অভিষেক হচ্ছে সুপ্রতীমের। পশ্চিমবঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘আবার আসিবো ফিরে’ সিনেমাটি। কিশোর কুমারের বায়োপিকে কিশোর কুমারের চরিত্রে এবং ‘বড়বাবু’ ও ‘আকরিক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
জলরঙের ফড়িং ওয়েব ফিল্মে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান। তাই একে মিউজিক্যাল ওয়েব ফিল্ম বলছেন নির্মাতা খন্দকার হিমেল। তিনি বলেন, ‘শুভ্র খানের লেখা গল্পটি আমার খুব ভালো লেগেছে। গানগুলোও লেখা ছিল। মনে হলো গানগুলো এই গল্পের সঙ্গে দারুণ মানাবে। আমাদের এই সময়ে পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্পর্কের সুরগুলো কেটে যাচ্ছে, সে সুর ফিরিয়ে আনার গল্পই জলরঙের ফড়িং। এ গল্পের মূল বার্তাটি দেবে এর গানগুলো।’
শুভ্র খানের কথায় শান্ত শানের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শান, বেলাল খান ও সঞ্চিতা দত্ত। দুটি বাউলগান গেয়েছেন বাউল রহমত শাহ।
অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন শায়লা খান। নির্মাতা জানান, শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া হবে।
একজন সিঙ্গেল মাদার এবং নিঃসঙ্গ বেড়ে ওঠা তার সন্তানের মধ্যকার দূরত্ব নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন খন্দকার হিমেল।
এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের অভিনয়শিল্পী শায়লা খান। তাঁর সন্তানের চরিত্রে অভিনয় করেছেন টালিউডের সুপ্রতীম রায়। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানারআপ সঞ্চিতা দত্ত। সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন সঞ্চিতা।
এ সিনেমা দিয়েই বাংলাদেশের পর্দায় অভিষেক হচ্ছে সুপ্রতীমের। পশ্চিমবঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘আবার আসিবো ফিরে’ সিনেমাটি। কিশোর কুমারের বায়োপিকে কিশোর কুমারের চরিত্রে এবং ‘বড়বাবু’ ও ‘আকরিক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
জলরঙের ফড়িং ওয়েব ফিল্মে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান। তাই একে মিউজিক্যাল ওয়েব ফিল্ম বলছেন নির্মাতা খন্দকার হিমেল। তিনি বলেন, ‘শুভ্র খানের লেখা গল্পটি আমার খুব ভালো লেগেছে। গানগুলোও লেখা ছিল। মনে হলো গানগুলো এই গল্পের সঙ্গে দারুণ মানাবে। আমাদের এই সময়ে পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্পর্কের সুরগুলো কেটে যাচ্ছে, সে সুর ফিরিয়ে আনার গল্পই জলরঙের ফড়িং। এ গল্পের মূল বার্তাটি দেবে এর গানগুলো।’
শুভ্র খানের কথায় শান্ত শানের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শান, বেলাল খান ও সঞ্চিতা দত্ত। দুটি বাউলগান গেয়েছেন বাউল রহমত শাহ।
অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন শায়লা খান। নির্মাতা জানান, শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া হবে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫