বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশে জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। সেই ধারাবাহিকতায় এবার আরটিভিতে শুরু হতে যাচ্ছে বাংলায় ডাবিং করা নতুন তুর্কি ধারাবাহিক। ১ আগস্ট শুক্রবার থেকে প্রচার শুরু হতে যাওয়া ধারাবাহিকটির নাম ‘মোস্তফা’।
মোস্তফা ধারাবাহিকের গল্প তৈরি হয়েছে মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তাকে ঘিরে। নীতিমান একজন পুলিশ কর্মকর্তা সে। নিজের ছেলেকে প্রচণ্ড ভালোবাসে। একবার একটি চোরাচালান রোধে অপারেশনে নামে মোস্তফা। বুঝতে পারেনি এটা ছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পেতে রাখা একটা ফাঁদ। সেই ফাঁদে পা দিয়ে ফেঁসে যায় মোস্তফা। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। একটি মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় তার। নিজের ছেলের হেফাজত হারায় সে। মোস্তফার শ্বশুর এসে ছেলেকে নিয়ে যায়। একপর্যায়ে মোস্তফা নিজের চাকরি আর ছেলের হেফাজত ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।
মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। মোস্তফা জানতেই পারে না, আইসেগুল শহরের গডফাদার বাহরির মেয়ে। যখন বুঝতে পারে, তত দিনে আইসেগুলের সঙ্গে তার প্রেম গাঢ় হয়েছে। কী করবে এখন মোস্তফা? সে কি তার শ্বশুরের কাছ থেকে নিজের ছেলের জিম্মা ফেরত পাবে? সে কি ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাফিয়াকে ধ্বংস করবে? নাকি নিজেই হয়ে উঠবে একজন মাফিয়া? ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে ওঠে রোমান্টিক থ্রিলার ধারাবাহিকটির গল্প।
ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ জনপ্রিয় অনেক তুর্কি তারকা। বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।
২৫০ পর্বের মোস্তফা ধারাবাহিকটি প্রচারিত হবে ১ আগস্ট থেকে সপ্তাহের সাত দিন রাত ৯টায় আরটিভির পর্দায়।
দেশে জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। সেই ধারাবাহিকতায় এবার আরটিভিতে শুরু হতে যাচ্ছে বাংলায় ডাবিং করা নতুন তুর্কি ধারাবাহিক। ১ আগস্ট শুক্রবার থেকে প্রচার শুরু হতে যাওয়া ধারাবাহিকটির নাম ‘মোস্তফা’।
মোস্তফা ধারাবাহিকের গল্প তৈরি হয়েছে মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তাকে ঘিরে। নীতিমান একজন পুলিশ কর্মকর্তা সে। নিজের ছেলেকে প্রচণ্ড ভালোবাসে। একবার একটি চোরাচালান রোধে অপারেশনে নামে মোস্তফা। বুঝতে পারেনি এটা ছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পেতে রাখা একটা ফাঁদ। সেই ফাঁদে পা দিয়ে ফেঁসে যায় মোস্তফা। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। একটি মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় তার। নিজের ছেলের হেফাজত হারায় সে। মোস্তফার শ্বশুর এসে ছেলেকে নিয়ে যায়। একপর্যায়ে মোস্তফা নিজের চাকরি আর ছেলের হেফাজত ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।
মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। মোস্তফা জানতেই পারে না, আইসেগুল শহরের গডফাদার বাহরির মেয়ে। যখন বুঝতে পারে, তত দিনে আইসেগুলের সঙ্গে তার প্রেম গাঢ় হয়েছে। কী করবে এখন মোস্তফা? সে কি তার শ্বশুরের কাছ থেকে নিজের ছেলের জিম্মা ফেরত পাবে? সে কি ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাফিয়াকে ধ্বংস করবে? নাকি নিজেই হয়ে উঠবে একজন মাফিয়া? ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে ওঠে রোমান্টিক থ্রিলার ধারাবাহিকটির গল্প।
ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ জনপ্রিয় অনেক তুর্কি তারকা। বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।
২৫০ পর্বের মোস্তফা ধারাবাহিকটি প্রচারিত হবে ১ আগস্ট থেকে সপ্তাহের সাত দিন রাত ৯টায় আরটিভির পর্দায়।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে