প্রথমবার ওটিটি কনটেন্টে অভিনয় করলেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে দেখা যাবে তাঁদের অভিনয়। এই পর্ব দিয়েই শেষ হচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন। চরকিতে প্রচারিত সিরিজটির গল্প রচনা করছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান। গতকাল প্রকাশিত বেসুরার ট্রেলারে দেখা যায়, ছোট্ট এক মেয়ে সুর সাধনা করছে। কিন্তু সেটা বেসুরা হওয়ায় বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; যদি ছোট মেয়ের গলায় সুর না আসে, তাহলে তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। একসময় ছোট মেয়েটি জানতে পারে, সুর পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। ট্রেলারের শেষে দেখানো হয়েছে ডাইনির একঝলক। আগামীকাল ৮ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে পর্বটি।
ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘২ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকিও ভালো প্ল্যাটফর্ম। সব মিলিয়ে কাজটা ভালো মনে হয়েছে।’
‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
সিরিজে অভিনয় করা প্রসঙ্গে ইসলাম উদ্দিন পালাকার বলেন, ‘আমাকে ফোন করে বলা হলো, অভিনয় করতে হবে। চিন্তায় পড়ে গেলাম। বহুবার ক্যামেরার সামনে দাঁড়ালেও অভিনয় করিনি। যখন জানলাম, প্রীতম হাসান ভাই আছেন, তখন ভরসা পেলাম, সম্মতি জানালাম। প্রথমবার অভিনয় করতে ভালোই লেগেছে। গান আর সংলাপগুলো আমার মতো করেই করা। তাই কোনো অসুবিধাও হয় নাই।’
নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, ‘এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুর-বেসুরের ব্যাপার রয়েছে, তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে। এখানে আমরা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছি।’
বেসুরায় আরও অভিনয় করেছেন মান, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তা প্রমুখ।
প্রথমবার ওটিটি কনটেন্টে অভিনয় করলেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে দেখা যাবে তাঁদের অভিনয়। এই পর্ব দিয়েই শেষ হচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন। চরকিতে প্রচারিত সিরিজটির গল্প রচনা করছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান। গতকাল প্রকাশিত বেসুরার ট্রেলারে দেখা যায়, ছোট্ট এক মেয়ে সুর সাধনা করছে। কিন্তু সেটা বেসুরা হওয়ায় বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; যদি ছোট মেয়ের গলায় সুর না আসে, তাহলে তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। একসময় ছোট মেয়েটি জানতে পারে, সুর পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। ট্রেলারের শেষে দেখানো হয়েছে ডাইনির একঝলক। আগামীকাল ৮ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে পর্বটি।
ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘২ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকিও ভালো প্ল্যাটফর্ম। সব মিলিয়ে কাজটা ভালো মনে হয়েছে।’
‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
সিরিজে অভিনয় করা প্রসঙ্গে ইসলাম উদ্দিন পালাকার বলেন, ‘আমাকে ফোন করে বলা হলো, অভিনয় করতে হবে। চিন্তায় পড়ে গেলাম। বহুবার ক্যামেরার সামনে দাঁড়ালেও অভিনয় করিনি। যখন জানলাম, প্রীতম হাসান ভাই আছেন, তখন ভরসা পেলাম, সম্মতি জানালাম। প্রথমবার অভিনয় করতে ভালোই লেগেছে। গান আর সংলাপগুলো আমার মতো করেই করা। তাই কোনো অসুবিধাও হয় নাই।’
নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, ‘এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুর-বেসুরের ব্যাপার রয়েছে, তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে। এখানে আমরা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছি।’
বেসুরায় আরও অভিনয় করেছেন মান, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তা প্রমুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে