বিনোদন প্রতিবেদক
মঞ্চায়িত হতে যাচ্ছে সপ্তদশ শতকের ইউরোপের ধর্মযুদ্ধ নিয়ে নাটক ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থীরা নাটকটি পরিবেশন করবেন।
আগামীকাল শুক্রবার (৩ মার্চ) ও শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত তাঁরা।
বার্টল্ট ব্রেখটের এই নাটকের নির্দেশনা দিয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক রেজা আরিফ।
‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ এর প্রেক্ষাপট সপ্তদশ শতকের ইউরোপের ধর্মযুদ্ধ। ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট—এই দুই ধর্মাচারে বিভক্ত হয়ে ইউরোপের মানুষ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রায় ত্রিশ বছর ধরে চলতে থাকা সেই যুদ্ধে জার্মানির জনসংখ্যার প্রায় অর্ধেক নিঃশেষ হয়ে গিয়েছিল। আর বেঁচে যাওয়া মানুষেরা মুখোমুখি হয়েছিল মহামারি প্লেগ, দুর্ভিক্ষের মতো নানাবিধ বিভীষিকার।
এই যুদ্ধের ভেতর এনা ফিয়ালিং নামের এক নারী একটি ভ্রাম্যমাণ ক্যানটিন নিয়ে বিভিন্ন রণক্ষেত্রে ঘুরে বেড়ান। যুদ্ধের সঙ্গে ব্যবসা করতে গিয়ে তিনি একে একে তাঁর সব সন্তানদের হারান, কিন্তু সাহসটা হারাননি।
নাটকের নির্দেশক সহযোগী অধ্যাপক রেজা আরিফ বলেন, ‘ব্রেখটের অপরাপর নাটকের ‘তুলনায় মাদার কারেজ’ নাটকের প্রেক্ষাপট অধিকতর বিস্তৃত। নাটকের প্রায় কুড়ি বছরের ঘটনাক্রমে এরিস্টটলের ‘ত্রি–ঐক্যের’ স্থানালাভের সুযোগ নেই। ‘মাদার কারেজ’ শুধু ব্রেখটীয় ‘এপিক থিয়েটার’–এর অন্যতম সেরা কীর্তিই নয়, আপন শৈলীতেও এপিক।’
এদিকে নাটকটি দেখার জন্য এরই মধ্যে বিক্রি হচ্ছে অগ্রিম টিকিট। টিকিট সংগ্রহের জন্য ক্লিক করুন এই লিংকে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি জাবির সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটকটি পরিবেশন করা হয়। এতে দর্শকের ব্যাপক সাড়া পায় নাটকটি।
মঞ্চায়িত হতে যাচ্ছে সপ্তদশ শতকের ইউরোপের ধর্মযুদ্ধ নিয়ে নাটক ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থীরা নাটকটি পরিবেশন করবেন।
আগামীকাল শুক্রবার (৩ মার্চ) ও শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত তাঁরা।
বার্টল্ট ব্রেখটের এই নাটকের নির্দেশনা দিয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক রেজা আরিফ।
‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ এর প্রেক্ষাপট সপ্তদশ শতকের ইউরোপের ধর্মযুদ্ধ। ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট—এই দুই ধর্মাচারে বিভক্ত হয়ে ইউরোপের মানুষ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রায় ত্রিশ বছর ধরে চলতে থাকা সেই যুদ্ধে জার্মানির জনসংখ্যার প্রায় অর্ধেক নিঃশেষ হয়ে গিয়েছিল। আর বেঁচে যাওয়া মানুষেরা মুখোমুখি হয়েছিল মহামারি প্লেগ, দুর্ভিক্ষের মতো নানাবিধ বিভীষিকার।
এই যুদ্ধের ভেতর এনা ফিয়ালিং নামের এক নারী একটি ভ্রাম্যমাণ ক্যানটিন নিয়ে বিভিন্ন রণক্ষেত্রে ঘুরে বেড়ান। যুদ্ধের সঙ্গে ব্যবসা করতে গিয়ে তিনি একে একে তাঁর সব সন্তানদের হারান, কিন্তু সাহসটা হারাননি।
নাটকের নির্দেশক সহযোগী অধ্যাপক রেজা আরিফ বলেন, ‘ব্রেখটের অপরাপর নাটকের ‘তুলনায় মাদার কারেজ’ নাটকের প্রেক্ষাপট অধিকতর বিস্তৃত। নাটকের প্রায় কুড়ি বছরের ঘটনাক্রমে এরিস্টটলের ‘ত্রি–ঐক্যের’ স্থানালাভের সুযোগ নেই। ‘মাদার কারেজ’ শুধু ব্রেখটীয় ‘এপিক থিয়েটার’–এর অন্যতম সেরা কীর্তিই নয়, আপন শৈলীতেও এপিক।’
এদিকে নাটকটি দেখার জন্য এরই মধ্যে বিক্রি হচ্ছে অগ্রিম টিকিট। টিকিট সংগ্রহের জন্য ক্লিক করুন এই লিংকে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি জাবির সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটকটি পরিবেশন করা হয়। এতে দর্শকের ব্যাপক সাড়া পায় নাটকটি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫