বিনোদন ডেস্ক
আপনার প্রিয় সিনেমা কোনটি? বিনোদনমূলক ওয়েবসাইট আইজিএন-এর পক্ষ থেকে করা এ প্রশ্ন শুনেই অভিনেতা মরগান ফ্রিম্যান চটপট উত্তর দিলেন, ‘মুলা রুজ’। ২০০১ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী এ সিনেমা ছাড়াও তাঁর পছন্দের টিভি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’।
মুলা রুজ
এক কবি আর এক ক্যাবারে ড্যান্সারের গল্প। প্রেক্ষাপট ১৯০০ সালের প্যারিস শহর। ক্রিশ্চিয়ান নামের এক ইংরেজ কবি বোহেমিয়ান মুভমেন্টে যোগ দেওয়ার জন্য প্যারিসে যায়। শহরের সবচেয়ে বড় নাইট ক্লাব মুলা রুজে গিয়ে সেখানকার ড্যান্সার স্যাটিনকে দেখে মুগ্ধ হয়। তার প্রেমে পড়ে। বাজ লুহরমান পরিচালিত সিনেমাটিতে এ দুই চরিত্রে অভিনয় করেছেন ইওয়ান ম্যাকগ্রেগর ও নিকোল কিডম্যান। সিনেমাটি নিয়ে মরগান ফ্রিম্যান বলেন, ‘পরিচালক বাজ লুহরম্যান যা করেছেন এ সিনেমায়, তা সত্যিই অসাধারণ। পোশাক, নাচ, সংগীত, সম্পাদনা—সব মিলিয়ে অনবদ্য কাজ। সিনেমাটি নিয়ে দুই ধরনের আলোচনা দেখা যায়। অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। তবে আমার মনে হয়, দর্শকদের এই বিভক্তি যেকোনো মহৎ শিল্পের লক্ষণ।’
অল ইন দ্য ফ্যামিলি
আমেরিকান সিটকম টেলিভিশন সিরিজটি ১৯৭১ থেকে ১৯৭৯ সালে প্রচারিত হয় সিবিএস চ্যানেলে। এখনো অন্যতম সেরা আমেরিকান টিভি সিরিজ হিসেবে গণ্য করা হয় অল ইন দ্য ফ্যামিলিকে। কঠোর ধর্মবিশ্বাসী আর্চি বাঙ্কার, তার স্ত্রী এডিথ এবং তাদের মেয়ে গ্লোরিয়া ও জামাই মাইককে নিয়ে সিরিজের গল্প। আর্চির রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং পরিবারের অন্য সদস্যদের প্রগতিশীল চিন্তার মাধ্যমে তৎকালীন নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করা হয়েছে এ সিরিজে। অল ইন দ্য ফ্যামিলি নিয়ে মরগান ফ্রিম্যানের মন্তব্য, ‘এটা আমার কাছে সর্বকালের সবচেয়ে পছন্দের অনুষ্ঠান। এমনকি বর্তমান সময়ের জন্যও এটি সমান প্রাসঙ্গিক।’
আপনার প্রিয় সিনেমা কোনটি? বিনোদনমূলক ওয়েবসাইট আইজিএন-এর পক্ষ থেকে করা এ প্রশ্ন শুনেই অভিনেতা মরগান ফ্রিম্যান চটপট উত্তর দিলেন, ‘মুলা রুজ’। ২০০১ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী এ সিনেমা ছাড়াও তাঁর পছন্দের টিভি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’।
মুলা রুজ
এক কবি আর এক ক্যাবারে ড্যান্সারের গল্প। প্রেক্ষাপট ১৯০০ সালের প্যারিস শহর। ক্রিশ্চিয়ান নামের এক ইংরেজ কবি বোহেমিয়ান মুভমেন্টে যোগ দেওয়ার জন্য প্যারিসে যায়। শহরের সবচেয়ে বড় নাইট ক্লাব মুলা রুজে গিয়ে সেখানকার ড্যান্সার স্যাটিনকে দেখে মুগ্ধ হয়। তার প্রেমে পড়ে। বাজ লুহরমান পরিচালিত সিনেমাটিতে এ দুই চরিত্রে অভিনয় করেছেন ইওয়ান ম্যাকগ্রেগর ও নিকোল কিডম্যান। সিনেমাটি নিয়ে মরগান ফ্রিম্যান বলেন, ‘পরিচালক বাজ লুহরম্যান যা করেছেন এ সিনেমায়, তা সত্যিই অসাধারণ। পোশাক, নাচ, সংগীত, সম্পাদনা—সব মিলিয়ে অনবদ্য কাজ। সিনেমাটি নিয়ে দুই ধরনের আলোচনা দেখা যায়। অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। তবে আমার মনে হয়, দর্শকদের এই বিভক্তি যেকোনো মহৎ শিল্পের লক্ষণ।’
অল ইন দ্য ফ্যামিলি
আমেরিকান সিটকম টেলিভিশন সিরিজটি ১৯৭১ থেকে ১৯৭৯ সালে প্রচারিত হয় সিবিএস চ্যানেলে। এখনো অন্যতম সেরা আমেরিকান টিভি সিরিজ হিসেবে গণ্য করা হয় অল ইন দ্য ফ্যামিলিকে। কঠোর ধর্মবিশ্বাসী আর্চি বাঙ্কার, তার স্ত্রী এডিথ এবং তাদের মেয়ে গ্লোরিয়া ও জামাই মাইককে নিয়ে সিরিজের গল্প। আর্চির রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং পরিবারের অন্য সদস্যদের প্রগতিশীল চিন্তার মাধ্যমে তৎকালীন নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করা হয়েছে এ সিরিজে। অল ইন দ্য ফ্যামিলি নিয়ে মরগান ফ্রিম্যানের মন্তব্য, ‘এটা আমার কাছে সর্বকালের সবচেয়ে পছন্দের অনুষ্ঠান। এমনকি বর্তমান সময়ের জন্যও এটি সমান প্রাসঙ্গিক।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে