তামিল সিনেমার অ্যাকশন হিরো থালাপতি বিজয় এবার আসছেন সিংহের বেশে। ‘বিগিল’, ‘মাস্টার’, ‘বিস্ট’, ‘ভারিসু’—গত পাঁচ বছরে চারটি সিনেমা উপহার দিয়েছেন তিনি। সবই সুপারহিট। এ বছর তাঁর দ্বিতীয় সিনেমা ‘লিও’ ভারতসহ বিশ্বের অনেক দেশে আজ মুক্তি পাচ্ছে। কেমন ব্যবসা করবে লিও, হলে আসার আগেই তার একটা ধারণা পাওয়া গেছে। অগ্রিম টিকিট বিক্রিতে তামিল সিনেমায় নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে এ অ্যাকশন থ্রিলার।
বিশ্বজুড়ে ১৬০ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এ সিনেমার। এর মধ্যে ৮৭ কোটি এসেছে ভারতের বাজার থেকে, বাকি ৭২ কোটির টিকিট বিক্রি হয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বাণিজ্য বিশ্লেষকেরা আশা করছেন, প্রথম দিনেই বক্স অফিসে ২০০ কোটির অঙ্ক পেরিয়ে যাবে লিও। প্রথম দিনের আয়ের নিরিখে তামিল ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে থালাপতি বিজয়ের এ সিনেমা।
‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে বিজয়ের এটা দ্বিতীয় কাজ। মাস্টার সিনেমায় একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল বিজয়কে। হয়তো লোকেশের সঙ্গে বোঝাপড়ার জন্য কাজটি করতে রাজি হয়েছিলেন বিজয়। মাস্টারকে তাই লিওর পূর্বপ্রস্তুতি হিসেবেই ধরা যায়।
তবে লিওর গল্পে থালাপতি বিজয়ই সর্বেসর্বা। সিনেমায় তাঁর নাম পার্থি। খুব সাধারণ মানুষ। ছোটখাটো একটি চকলেটের দোকান চালায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে সাধারণ জীবনযাপন পার্থির। তার সুখের সংসারে হঠাৎ হানা দেয় গ্যাংস্টার অ্যান্টনি ও অর্জুন। তাদের দাবি, এই পার্থি আসলে লিও দাস। পার্থি ও তার পরিবারকে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকে তারা। পার্থি বুঝতে পারে না, কী এর কারণ।
পরে জানা যায়, অ্যান্টনি ও অর্জুনের ভাই ছিল লিও। তার সঙ্গে চেহারার মিল আছে পার্থির। গ্যাংস্টাররা তাই তার পিছু নিয়েছে, তাকে মেরে ফেলতে চায়। এ পরিস্থিতিতে কী করবে পার্থি? সিংহের মতো গর্জন তুলে সেও নেমে যায় প্রতি আক্রমণে।
গল্পটা খুব সাধারণ মনে হলেও লোকেশ কানাগরাজের নির্মাণের গুণে এটি হয়ে উঠেছে অসাধারণ। লিওর ট্রেলারে তার আঁচ পাওয়া গেছে। ট্রেলারে গল্প শুরুই হয়েছে একজন সিরিয়াল কিলারের একটি শহরে হত্যাযজ্ঞ ঘটানোর মধ্য দিয়ে। এরপর ক্রমেই দানা বেঁধেছে রহস্য। লিও সিনেমায় বিজয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী সঞ্জয় দত্ত। আরও আছেন তৃষা, অর্জুন, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ প্রমুখ।
তামিল সিনেমার অ্যাকশন হিরো থালাপতি বিজয় এবার আসছেন সিংহের বেশে। ‘বিগিল’, ‘মাস্টার’, ‘বিস্ট’, ‘ভারিসু’—গত পাঁচ বছরে চারটি সিনেমা উপহার দিয়েছেন তিনি। সবই সুপারহিট। এ বছর তাঁর দ্বিতীয় সিনেমা ‘লিও’ ভারতসহ বিশ্বের অনেক দেশে আজ মুক্তি পাচ্ছে। কেমন ব্যবসা করবে লিও, হলে আসার আগেই তার একটা ধারণা পাওয়া গেছে। অগ্রিম টিকিট বিক্রিতে তামিল সিনেমায় নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে এ অ্যাকশন থ্রিলার।
বিশ্বজুড়ে ১৬০ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এ সিনেমার। এর মধ্যে ৮৭ কোটি এসেছে ভারতের বাজার থেকে, বাকি ৭২ কোটির টিকিট বিক্রি হয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বাণিজ্য বিশ্লেষকেরা আশা করছেন, প্রথম দিনেই বক্স অফিসে ২০০ কোটির অঙ্ক পেরিয়ে যাবে লিও। প্রথম দিনের আয়ের নিরিখে তামিল ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে থালাপতি বিজয়ের এ সিনেমা।
‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে বিজয়ের এটা দ্বিতীয় কাজ। মাস্টার সিনেমায় একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল বিজয়কে। হয়তো লোকেশের সঙ্গে বোঝাপড়ার জন্য কাজটি করতে রাজি হয়েছিলেন বিজয়। মাস্টারকে তাই লিওর পূর্বপ্রস্তুতি হিসেবেই ধরা যায়।
তবে লিওর গল্পে থালাপতি বিজয়ই সর্বেসর্বা। সিনেমায় তাঁর নাম পার্থি। খুব সাধারণ মানুষ। ছোটখাটো একটি চকলেটের দোকান চালায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে সাধারণ জীবনযাপন পার্থির। তার সুখের সংসারে হঠাৎ হানা দেয় গ্যাংস্টার অ্যান্টনি ও অর্জুন। তাদের দাবি, এই পার্থি আসলে লিও দাস। পার্থি ও তার পরিবারকে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকে তারা। পার্থি বুঝতে পারে না, কী এর কারণ।
পরে জানা যায়, অ্যান্টনি ও অর্জুনের ভাই ছিল লিও। তার সঙ্গে চেহারার মিল আছে পার্থির। গ্যাংস্টাররা তাই তার পিছু নিয়েছে, তাকে মেরে ফেলতে চায়। এ পরিস্থিতিতে কী করবে পার্থি? সিংহের মতো গর্জন তুলে সেও নেমে যায় প্রতি আক্রমণে।
গল্পটা খুব সাধারণ মনে হলেও লোকেশ কানাগরাজের নির্মাণের গুণে এটি হয়ে উঠেছে অসাধারণ। লিওর ট্রেলারে তার আঁচ পাওয়া গেছে। ট্রেলারে গল্প শুরুই হয়েছে একজন সিরিয়াল কিলারের একটি শহরে হত্যাযজ্ঞ ঘটানোর মধ্য দিয়ে। এরপর ক্রমেই দানা বেঁধেছে রহস্য। লিও সিনেমায় বিজয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী সঞ্জয় দত্ত। আরও আছেন তৃষা, অর্জুন, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ প্রমুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে