Ajker Patrika

আসছে পূজার ‘ব্ল্যাক মানি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
পূজা চেরি। ছবি: সংগৃহীত
পূজা চেরি। ছবি: সংগৃহীত

রায়হান রাফীর পরিচালনায় পোড়ামন ২ দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল পূজা চেরির। একই বছর মুক্তি পাওয়া রাফীর দহন সিনেমায়ও ছিলেন তিনি। ছয় বছর পর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজ দিয়ে রাফীর পরিচালনায় ফিরলেন পূজা। আগামী ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিরিজটি।

গত মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিরিজের টিজার। গল্পে দেখা যাবে হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে ধুন্ধুমার। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। বয়ে যায় রক্তের বন্যা।

সিরিজটি নিয়ে পূজা চেরি বলেন, ‘অনেকেই প্রশ্ন করছিলেন কেন রাফীর পরিচালনায় দেখা যাচ্ছে না? অনেক বছর পর আবারও তাঁর কাজে দেখা যাবে আমাকে। ব্ল্যাক মানির গল্প সবাইকে চমকে দেবে বলে আশা করি।’

রায়হান রাফী বলেন, ‘আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালোটাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। ব্ল্যাক মানিতে সেই গল্পটাই দেখানো হবে।’

ব্ল্যাক মানি সিরিজে আরও অভিনয় করেছেন রুবেল, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ।

এদিকে সোমবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা পূজা চেরি নাকি ছাত্রশিবিরে যোগ দিয়েছেন! ছাত্রশিবিরের লোগো ব্যবহার করা একটি পোস্টে দেখা যায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা শাখা কমিটির আইন ও মানবাধিকার সম্পাদক পূজা! এমন গুজবে বিব্রত অভিনেত্রী। ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন প্রতিবাদ। বললেন, ‘এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে’। ফেসবুকে পূজা লেখেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কীভাবে, তা আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যাঁরা এই রিউমার ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’

পূজা আরও লেখেন, ‘এটা শুধু রিউমার পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার ছড়ানো উচিত না, যাতে জাতি, বর্ণ, ধর্ম—সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’

সবশেষে পূজা চেরি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। পূজা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এ প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত