জবি সংবাদদাতা
সব জায়গায় শুধু সহকর্মীকে বিপদে ফেলার চেষ্টা চলে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. সাদেকা হালিম। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকালপ্রয়াণে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।
সাদেকা হালিম বলেন, ‘মৃত্যুর কথা চিন্তা না করে আমরা আসলে এক সহকর্মী আরেক সহকর্মীকে নিচে নামানোর চেষ্টা করি। সারাক্ষণ চিন্তা করি, কীভাবে সহকর্মীর প্রমোশন আটকানো যায়। আরেক সহকর্মীকে কীভাবে ফাঁসানো যায়, সে চেষ্টা করি। কেউ কেউ আবার ক্রাইসিস তৈরি করি। একজনের জীবন অতিষ্ঠ করে ফেলি।’
জবি উপাচার্য বলেন, ‘আমরা মানুষ হিসেবে ধর্মের কথা যতই বলি, কিন্তু মনের ভেতর নৈতিক মূল্যবোধের একটা দীনতা দেখা যায়। এ মুহূর্তে যদি বলা হয় বাংলাদেশে সবচেয়ে বড় সংকট কোথায়, তাহলে আমি বলব মনে। কারণ, আমাদের মন হিংসাত্মক। এর থেকে আমরা বের হতে পারছি না। সেটা শিক্ষক কমিউনিটি বলি কিংবা শিক্ষার্থী কমিউনিটি বা ব্যবসায়ী কমিউনিটি অথবা সাংবাদিক সমাজ বলি। সব জায়গায় শুধু সহকর্মীকে বিপদে ফেলার চেষ্টা।’
অধ্যাপক শিল্পী খানমের আত্মার মাগফিরাত কামনা করে উপাচার্য বলেন, শিক্ষক শিল্পী খানম যত আর্টিকেল লিখেছেন সব আর্টিকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থা থেকে বই বের করা হবে এবং সে বই সামনের বইমেলায় প্রদর্শনীতে যাবে। বইটি উৎসর্গ করা হবে তাঁর দুই ছেলেকে।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সব জায়গায় শুধু সহকর্মীকে বিপদে ফেলার চেষ্টা চলে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. সাদেকা হালিম। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকালপ্রয়াণে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।
সাদেকা হালিম বলেন, ‘মৃত্যুর কথা চিন্তা না করে আমরা আসলে এক সহকর্মী আরেক সহকর্মীকে নিচে নামানোর চেষ্টা করি। সারাক্ষণ চিন্তা করি, কীভাবে সহকর্মীর প্রমোশন আটকানো যায়। আরেক সহকর্মীকে কীভাবে ফাঁসানো যায়, সে চেষ্টা করি। কেউ কেউ আবার ক্রাইসিস তৈরি করি। একজনের জীবন অতিষ্ঠ করে ফেলি।’
জবি উপাচার্য বলেন, ‘আমরা মানুষ হিসেবে ধর্মের কথা যতই বলি, কিন্তু মনের ভেতর নৈতিক মূল্যবোধের একটা দীনতা দেখা যায়। এ মুহূর্তে যদি বলা হয় বাংলাদেশে সবচেয়ে বড় সংকট কোথায়, তাহলে আমি বলব মনে। কারণ, আমাদের মন হিংসাত্মক। এর থেকে আমরা বের হতে পারছি না। সেটা শিক্ষক কমিউনিটি বলি কিংবা শিক্ষার্থী কমিউনিটি বা ব্যবসায়ী কমিউনিটি অথবা সাংবাদিক সমাজ বলি। সব জায়গায় শুধু সহকর্মীকে বিপদে ফেলার চেষ্টা।’
অধ্যাপক শিল্পী খানমের আত্মার মাগফিরাত কামনা করে উপাচার্য বলেন, শিক্ষক শিল্পী খানম যত আর্টিকেল লিখেছেন সব আর্টিকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থা থেকে বই বের করা হবে এবং সে বই সামনের বইমেলায় প্রদর্শনীতে যাবে। বইটি উৎসর্গ করা হবে তাঁর দুই ছেলেকে।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫