ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘চতুর্থ শিল্প বিপ্লব এবং ভবিষ্যৎ সমাজ: পরিবর্তনশীল প্রযুক্তির পরিবর্তনশীল প্রভাব’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের মাধ্যমে ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ’ ইউআইইউ ক্যাম্পাসে শুরু হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউয়ের উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিদ্যা বিভাগের ইউজিন হিগিন্স এবং আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সের ফেলো এম জাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর ইমেরিটাস এম রিজওয়ান খান, ইউআইইউ স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর হামিদুল হক, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর হাসান সারওয়ার এবং ইউআইইউর রেজিস্ট্রার মো. জুলফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউয়ের ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের পরিচালক প্রফেসর প্রফেসর খন্দকার আবদুল্লাহ আল মামুন।
অধ্যাপক এম জাহিদ হাসান সেমিনার পরিচালনা করেন। তিনি বলেন, আগামী বিশ্বের অন্যতম শক্তিশালী বিষয় হবে কোয়ান্টাম প্রযুক্তি। এই প্রযুক্তি থেকেই মানুষের জীবন ও কাঠামো গড়ে উঠেছে। এটি প্রযুক্তিতে পরিবর্তিত হওয়ার পর, প্রযুক্তিকেও শক্তিশালী করেছে। এ ছাড়া তিনি সেমিনারে এআই, কোয়ান্টাম বিজ্ঞান এবং বিভিন্ন বৈজ্ঞানিক অগ্রগতির প্রভাব নিয়ে আলোচনা করেন।
প্রফেসর এম. জাহিদ হাসান ২৮০ বেশি পিয়ার-রিভিউ জার্নাল নিবন্ধ লিখেছেন যা পদার্থ বিজ্ঞান, কোয়ান্টাম ম্যাগনেটিজম, আল্ট্রাফাস্ট এবং ন্যানোস্কেল কোয়ান্টাম ইত্যাদি গবেষণার ক্ষেত্রে বেশি। তিনি স্ট্যানফোর্ডের এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটরের পাশাপাশি লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরিতে কাজ করেছেন এবং ২০২০ আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন দ্বারা আমেরিকান কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন ফেলোশিপ ‘ফর লিডারশিপ ইন দ্যা ফিল্ড অব ফিজিক্সেস’ অর্জন করেছেন এবং ২০১৪ থেকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বৈজ্ঞানিকের তালিকায় তালিকাভুক্ত।
সভাপতির বক্তব্যে ইউআইইউ উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া বলেন, নতুন প্রযুক্তিগুলোর সঙ্গে আমাদের সংযুক্তি বাড়াতে হবে। ইউআইইউ উদ্ভাবনে জোর দিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা দেশ এবং মানবজাতির জন্য কল্যাণকর কাজ করতে চাই। সে জন্য আমরা গবেষণা বাড়াতে কাজ করছি।
অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘চতুর্থ শিল্প বিপ্লব এবং ভবিষ্যৎ সমাজ: পরিবর্তনশীল প্রযুক্তির পরিবর্তনশীল প্রভাব’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের মাধ্যমে ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ’ ইউআইইউ ক্যাম্পাসে শুরু হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউয়ের উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিদ্যা বিভাগের ইউজিন হিগিন্স এবং আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সের ফেলো এম জাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর ইমেরিটাস এম রিজওয়ান খান, ইউআইইউ স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর হামিদুল হক, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর হাসান সারওয়ার এবং ইউআইইউর রেজিস্ট্রার মো. জুলফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউয়ের ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের পরিচালক প্রফেসর প্রফেসর খন্দকার আবদুল্লাহ আল মামুন।
অধ্যাপক এম জাহিদ হাসান সেমিনার পরিচালনা করেন। তিনি বলেন, আগামী বিশ্বের অন্যতম শক্তিশালী বিষয় হবে কোয়ান্টাম প্রযুক্তি। এই প্রযুক্তি থেকেই মানুষের জীবন ও কাঠামো গড়ে উঠেছে। এটি প্রযুক্তিতে পরিবর্তিত হওয়ার পর, প্রযুক্তিকেও শক্তিশালী করেছে। এ ছাড়া তিনি সেমিনারে এআই, কোয়ান্টাম বিজ্ঞান এবং বিভিন্ন বৈজ্ঞানিক অগ্রগতির প্রভাব নিয়ে আলোচনা করেন।
প্রফেসর এম. জাহিদ হাসান ২৮০ বেশি পিয়ার-রিভিউ জার্নাল নিবন্ধ লিখেছেন যা পদার্থ বিজ্ঞান, কোয়ান্টাম ম্যাগনেটিজম, আল্ট্রাফাস্ট এবং ন্যানোস্কেল কোয়ান্টাম ইত্যাদি গবেষণার ক্ষেত্রে বেশি। তিনি স্ট্যানফোর্ডের এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটরের পাশাপাশি লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরিতে কাজ করেছেন এবং ২০২০ আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন দ্বারা আমেরিকান কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন ফেলোশিপ ‘ফর লিডারশিপ ইন দ্যা ফিল্ড অব ফিজিক্সেস’ অর্জন করেছেন এবং ২০১৪ থেকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বৈজ্ঞানিকের তালিকায় তালিকাভুক্ত।
সভাপতির বক্তব্যে ইউআইইউ উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া বলেন, নতুন প্রযুক্তিগুলোর সঙ্গে আমাদের সংযুক্তি বাড়াতে হবে। ইউআইইউ উদ্ভাবনে জোর দিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা দেশ এবং মানবজাতির জন্য কল্যাণকর কাজ করতে চাই। সে জন্য আমরা গবেষণা বাড়াতে কাজ করছি।
অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫