আহনাফ তাহমিদ ফাইয়াজ
আজ ২০ অক্টোবর। দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’।
বিশ্ববিদ্যালয় হিসেবে নতুন হলেও প্রতিষ্ঠানটির রয়েছে দীর্ঘ দেড় শ বছরের পুরোনো ইতিহাস। বাংলাদেশের ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬ দফা ও ১১ দফার আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং এ বছরের ছাত্র-জনতার আন্দোলনে জবির দারুণ ভূমিকা আছে।
জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল শুরু থেকে। জুলাই বিপ্লবে এ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, ১৭ ব্যাচের অন্ত, অনিকসহ আরও অনেকে গুরুতর আহত হন। আন্দোলনে সক্রিয় থাকায় পুলিশের গোয়েন্দা সংস্থা আটক করে নিয়ে অমানবিক নির্যাতন করে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবীকে।
কেরানীগঞ্জ ক্যাম্পাস
কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদন করে একনেক। প্রায় ২০০ একর জমির ওপর এর নিজস্ব ক্যাম্পাস তৈরির প্রক্রিয়া চলমান।
গবেষণায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সিমাগো ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রসায়নবিষয়ক গবেষণা সূচকে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান শীর্ষে। এ ছাড়া এই সূচকে বিশ্বে জবির অবস্থান ৭১৫তম। ২০২৪-২৫ অর্থবছরে গবেষণা খাতে তিন গুণ বরাদ্দ বাড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীদের প্রত্যাশা
কর্তৃপক্ষের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা বিশাল। বিশ্ববিদ্যালয়টির আবাসনসংকটের দ্রুত অবসান গুরুত্বের প্রথমে রয়েছে। আছে দ্রুত দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ শেষ করে ক্লাস শুরু করার দাবি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বাড়ানোর দাবি করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আছে পরিবহনসংকট সমাধানের দাবি।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যেও সংস্কারের ঢেউ লেগেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা ক্যাম্পাসে আর লেজুড়বৃত্তির রাজনীতি দেখতে চান না। জকসু বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা।
উপাচার্য যা বললেন
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমাদের একটাই প্রত্যাশা, এই বিশ্ববিদ্যালয় জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। শিক্ষক-শিক্ষার্থীরা এখানে গবেষণা, লেখাপড়া করবে। আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের নেতৃত্বে, গবেষণা, জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে উপযুক্ত হয়ে গড়ে উঠবে।’
আজ ২০ অক্টোবর। দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’।
বিশ্ববিদ্যালয় হিসেবে নতুন হলেও প্রতিষ্ঠানটির রয়েছে দীর্ঘ দেড় শ বছরের পুরোনো ইতিহাস। বাংলাদেশের ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬ দফা ও ১১ দফার আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং এ বছরের ছাত্র-জনতার আন্দোলনে জবির দারুণ ভূমিকা আছে।
জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল শুরু থেকে। জুলাই বিপ্লবে এ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, ১৭ ব্যাচের অন্ত, অনিকসহ আরও অনেকে গুরুতর আহত হন। আন্দোলনে সক্রিয় থাকায় পুলিশের গোয়েন্দা সংস্থা আটক করে নিয়ে অমানবিক নির্যাতন করে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবীকে।
কেরানীগঞ্জ ক্যাম্পাস
কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদন করে একনেক। প্রায় ২০০ একর জমির ওপর এর নিজস্ব ক্যাম্পাস তৈরির প্রক্রিয়া চলমান।
গবেষণায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সিমাগো ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রসায়নবিষয়ক গবেষণা সূচকে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান শীর্ষে। এ ছাড়া এই সূচকে বিশ্বে জবির অবস্থান ৭১৫তম। ২০২৪-২৫ অর্থবছরে গবেষণা খাতে তিন গুণ বরাদ্দ বাড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীদের প্রত্যাশা
কর্তৃপক্ষের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা বিশাল। বিশ্ববিদ্যালয়টির আবাসনসংকটের দ্রুত অবসান গুরুত্বের প্রথমে রয়েছে। আছে দ্রুত দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ শেষ করে ক্লাস শুরু করার দাবি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বাড়ানোর দাবি করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আছে পরিবহনসংকট সমাধানের দাবি।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যেও সংস্কারের ঢেউ লেগেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা ক্যাম্পাসে আর লেজুড়বৃত্তির রাজনীতি দেখতে চান না। জকসু বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা।
উপাচার্য যা বললেন
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমাদের একটাই প্রত্যাশা, এই বিশ্ববিদ্যালয় জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। শিক্ষক-শিক্ষার্থীরা এখানে গবেষণা, লেখাপড়া করবে। আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের নেতৃত্বে, গবেষণা, জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে উপযুক্ত হয়ে গড়ে উঠবে।’
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫