বিজ্ঞপ্তি
বাংলায় কম্পিউটার ব্যবহারে বিপ্লব ঘটানো ‘অভ্র’ কি-বোর্ডের সহপ্রতিষ্ঠাতা রিফাত নবীকে একুশে পদক অর্জনের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এই সংবর্ধনার আয়োজন করে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিফাত নবীকে সম্মাননা স্মারক হিসেবে একটি ল্যাপটপ কম্পিউটার উপহার দেয়।
রিফাত নবী তাঁর বক্তব্যে বলেন, ‘ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই প্রোগ্রামিংয়ের প্রতি আমার আগ্রহ জন্মায়। সেই আগ্রহ থেকেই ‘‘অভ্র’’ দলে কাজ শুরু করি। জীবনে কখন কী কাজে লাগে, আগে থেকে বলা যায় না। তাই শিক্ষার্থীদের উচিত, নিজেদের ভালো লাগার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করা।’
অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘রিফাত নবীর এই অর্জন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। অভ্রর প্রধান মেহেদি হাসান একা পদক গ্রহণ না করে পুরো দলকে নিয়ে একুশে পদক গ্রহণের যে নৈতিকতা দেখিয়েছেন, তা অনুকরণীয়। আমাদের প্রত্যেককে এমন নৈতিকতা ও উদার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আনিসুর রহমান ও কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. মাহিন ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলায় কম্পিউটার ব্যবহারে বিপ্লব ঘটানো ‘অভ্র’ কি-বোর্ডের সহপ্রতিষ্ঠাতা রিফাত নবীকে একুশে পদক অর্জনের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এই সংবর্ধনার আয়োজন করে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিফাত নবীকে সম্মাননা স্মারক হিসেবে একটি ল্যাপটপ কম্পিউটার উপহার দেয়।
রিফাত নবী তাঁর বক্তব্যে বলেন, ‘ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই প্রোগ্রামিংয়ের প্রতি আমার আগ্রহ জন্মায়। সেই আগ্রহ থেকেই ‘‘অভ্র’’ দলে কাজ শুরু করি। জীবনে কখন কী কাজে লাগে, আগে থেকে বলা যায় না। তাই শিক্ষার্থীদের উচিত, নিজেদের ভালো লাগার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করা।’
অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘রিফাত নবীর এই অর্জন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। অভ্রর প্রধান মেহেদি হাসান একা পদক গ্রহণ না করে পুরো দলকে নিয়ে একুশে পদক গ্রহণের যে নৈতিকতা দেখিয়েছেন, তা অনুকরণীয়। আমাদের প্রত্যেককে এমন নৈতিকতা ও উদার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আনিসুর রহমান ও কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. মাহিন ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে