বিজ্ঞপ্তি
স্মৃতি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরে গেল স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫। স্মৃতির ভেলায় গৌরবের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো এই বর্ণাঢ্য আয়োজন।
সকাল ৯টা থেকেই রেজিস্ট্রেশনকৃত শত শত প্রাক্তন শিক্ষার্থী তাঁদের প্রাণের ক্যাম্পাসে উষ্ণ অভ্যর্থনা পেতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ।
বেলা ১১টায় ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫’-এর আহ্বায়ক প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। এ ছাড়া ইমেরিটাস প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ, ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. ফারাহনাজ ফিরোজ বলেন, ‘বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত ড. এম এ হান্নান ফিরোজ ও বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত ফাতিনাজ ফিরোজের হাত ধরে ২০০২ সাল থেকে এখন পর্যন্ত স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রদান করে আসছে। উচ্চশিক্ষার বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে এটি দেশের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে গৌরবের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আজ ইউনিভার্সিটির জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। এই আনন্দের আলো এবং উচ্ছ্বাস ইউনিভার্সিটির প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানটির আজকের এই অবস্থানের পেছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি। এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন শেষে আপনারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছেন। আপনাদের এই ছড়িয়ে পড়াই মানে হচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটির ছড়িয়ে পড়া। আপনাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মেধার স্বাক্ষর রাখা মানে স্টামফোর্ড ইউনিভার্সিটি পাহাড়ের মতো গৌরবের রাজ মুকুট মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা। অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫-এ আগত সকল প্রাক্তন শিক্ষার্থীদের আমি অভিনন্দন জ্ঞাপন করছি।’
বেলা ৩টায় মধ্যাহ্ন ভোজের পর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫’ অনুষ্ঠানের সমাপ্ত হয়।
স্মৃতি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরে গেল স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫। স্মৃতির ভেলায় গৌরবের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো এই বর্ণাঢ্য আয়োজন।
সকাল ৯টা থেকেই রেজিস্ট্রেশনকৃত শত শত প্রাক্তন শিক্ষার্থী তাঁদের প্রাণের ক্যাম্পাসে উষ্ণ অভ্যর্থনা পেতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ।
বেলা ১১টায় ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫’-এর আহ্বায়ক প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। এ ছাড়া ইমেরিটাস প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ, ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. ফারাহনাজ ফিরোজ বলেন, ‘বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত ড. এম এ হান্নান ফিরোজ ও বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত ফাতিনাজ ফিরোজের হাত ধরে ২০০২ সাল থেকে এখন পর্যন্ত স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রদান করে আসছে। উচ্চশিক্ষার বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে এটি দেশের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে গৌরবের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আজ ইউনিভার্সিটির জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। এই আনন্দের আলো এবং উচ্ছ্বাস ইউনিভার্সিটির প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানটির আজকের এই অবস্থানের পেছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি। এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন শেষে আপনারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছেন। আপনাদের এই ছড়িয়ে পড়াই মানে হচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটির ছড়িয়ে পড়া। আপনাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মেধার স্বাক্ষর রাখা মানে স্টামফোর্ড ইউনিভার্সিটি পাহাড়ের মতো গৌরবের রাজ মুকুট মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা। অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫-এ আগত সকল প্রাক্তন শিক্ষার্থীদের আমি অভিনন্দন জ্ঞাপন করছি।’
বেলা ৩টায় মধ্যাহ্ন ভোজের পর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫’ অনুষ্ঠানের সমাপ্ত হয়।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২২ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২২ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২২ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২২ দিন আগে