মারুফ হোসেন
কাম ফর রোড চাইল্ড বা সিআরসির ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথচলা শুরু হয় ২০১৭ সালের ১৬ জুন। যাত্রার পর থেকে পথশিশুদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সংগঠনটি।
সিআরসি স্কুল নামে একটি স্কুলও রয়েছে সংগঠনটির। এটির কার্যক্রম শুরু হয় ২০২০ সালের ২২ জানুয়ারি। স্কুলটিতে সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের পড়ানো হয়। পাঁচ শিশু নিয়ে শুরু হওয়া স্কুলটিতে এখন ৩৬ শিক্ষার্থী নিয়মিত পড়ালেখা করে। সিআরসি ইবি শাখার সভাপতি মো. শাহীদ কাওসার বলেন, ‘আমাদের এখানে বিভিন্ন বিষয় পড়ানো হয়। এগুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। মাঝেমধ্যে গান, কবিতা, আর্টও শেখানো হয়।’
সিআরসি স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুরা লেখাপড়া করে। ২২ জন শিক্ষক একটি রুটিনমাফিক ক্লাস নিয়ে থাকেন। শিক্ষক মূলত সংগঠনের সদস্যরাই। বার্ষিক উৎসবে সেরা শিক্ষককে দেওয়া হয় পুরস্কার। সিআরসির সাবেক সভাপতি রনি সাহা বলেন, ‘আমরা পড়ানোর পাশাপাশি নানা শিক্ষা উপকরণ দিয়ে থাকি, যাতে শিশুরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে।’ তিনি জানান, দূর থেকে স্কুলে পড়তে আসা শিশুদের কখনো কখনো শিক্ষকেরা সঙ্গে করে নিয়ে আসেন। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসবে শিশুদের খাদ্যসামগ্রী
দিয়ে থাকে সিআরসি।
সিআরসি শিশুদের নিয়ে কাজ করায় খুব অল্প সময়ে তারুণ্যের নজর কাড়তে সমর্থ হয়। দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. মশিউর রহমান বলেন, ‘সংগঠনটি পথশিশুদের নিয়ে কাজ করে এবং তাদের স্কুল কার্যক্রমটি ব্যতিক্রমী উদ্যোগ। আমি
আশা করি, সিআরসির এ উদ্যোগ পথশিশুদের এগিয়ে নিয়ে যাবে এবং একটি সুন্দর জীবনযাপনে সহায়ক হবে।’
বর্তমানে প্রায় ২৫৫ জন তালিকাভুক্ত সদস্য রয়েছে সংগঠনটির। যাঁরা সংগঠনের সঙ্গে সক্রিয় থেকে নানান স্বেচ্ছাসেবী কাজে নিজেদের জড়িয়ে রেখেছেন। সদস্যদের দক্ষতা উন্নয়নে রয়েছে লিডারশিপ ট্রেনিং। অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অর্থও সংগ্রহ করে দেয় সংগঠনটি।
কাম ফর রোড চাইল্ড বা সিআরসির ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথচলা শুরু হয় ২০১৭ সালের ১৬ জুন। যাত্রার পর থেকে পথশিশুদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সংগঠনটি।
সিআরসি স্কুল নামে একটি স্কুলও রয়েছে সংগঠনটির। এটির কার্যক্রম শুরু হয় ২০২০ সালের ২২ জানুয়ারি। স্কুলটিতে সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের পড়ানো হয়। পাঁচ শিশু নিয়ে শুরু হওয়া স্কুলটিতে এখন ৩৬ শিক্ষার্থী নিয়মিত পড়ালেখা করে। সিআরসি ইবি শাখার সভাপতি মো. শাহীদ কাওসার বলেন, ‘আমাদের এখানে বিভিন্ন বিষয় পড়ানো হয়। এগুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। মাঝেমধ্যে গান, কবিতা, আর্টও শেখানো হয়।’
সিআরসি স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুরা লেখাপড়া করে। ২২ জন শিক্ষক একটি রুটিনমাফিক ক্লাস নিয়ে থাকেন। শিক্ষক মূলত সংগঠনের সদস্যরাই। বার্ষিক উৎসবে সেরা শিক্ষককে দেওয়া হয় পুরস্কার। সিআরসির সাবেক সভাপতি রনি সাহা বলেন, ‘আমরা পড়ানোর পাশাপাশি নানা শিক্ষা উপকরণ দিয়ে থাকি, যাতে শিশুরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে।’ তিনি জানান, দূর থেকে স্কুলে পড়তে আসা শিশুদের কখনো কখনো শিক্ষকেরা সঙ্গে করে নিয়ে আসেন। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসবে শিশুদের খাদ্যসামগ্রী
দিয়ে থাকে সিআরসি।
সিআরসি শিশুদের নিয়ে কাজ করায় খুব অল্প সময়ে তারুণ্যের নজর কাড়তে সমর্থ হয়। দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. মশিউর রহমান বলেন, ‘সংগঠনটি পথশিশুদের নিয়ে কাজ করে এবং তাদের স্কুল কার্যক্রমটি ব্যতিক্রমী উদ্যোগ। আমি
আশা করি, সিআরসির এ উদ্যোগ পথশিশুদের এগিয়ে নিয়ে যাবে এবং একটি সুন্দর জীবনযাপনে সহায়ক হবে।’
বর্তমানে প্রায় ২৫৫ জন তালিকাভুক্ত সদস্য রয়েছে সংগঠনটির। যাঁরা সংগঠনের সঙ্গে সক্রিয় থেকে নানান স্বেচ্ছাসেবী কাজে নিজেদের জড়িয়ে রেখেছেন। সদস্যদের দক্ষতা উন্নয়নে রয়েছে লিডারশিপ ট্রেনিং। অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অর্থও সংগ্রহ করে দেয় সংগঠনটি।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫