দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী গতকাল সোমবার ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
টুর্নামেন্টে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ড্যাফোডিলের মাহবুবুর রহমান জুয়েল। পুলিশ, শেখ জামাল ধানমন্ডির মতো দলে খেলা এই স্ট্রাইকার ড্যাফোডিলের চ্যাম্পিয়ন হওয়ার পথে রেখেছেন বড় অবদান। ৬ ম্যাচের তিনটিতেই ম্যাচসেরা, মাহবুবুরের হাতেই উঠেছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ড্যাফোডিলের ‘নাম্বার টেন’ মো. সোহানুর রহমান সোহান। আয়োজনটিতে চ্যাম্পিয়ন দলের জন্য ৫ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৩ লাখ টাকার অর্থ পুরস্কার ছিল।
এবছর টুর্নামেন্টে ঢাকার ২৪ টি, চট্টগ্রামের ১০ টি, খুলনা ও রাজশাহীর ৪টি করে মোট ৪২টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। এরই মধ্যে ১৭ ও ১৮ নভেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে, ২১ নভেম্বর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে, ২৩ নভেম্বর খুলনার জেলা স্টেডিয়ামে এবং ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আঞ্চলিক পর্বের ফুটবল ম্যাচগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে।
চূড়ান্ত পর্বে চারটি অঞ্চলের আটটি গ্রুপ চ্যাম্পিয়ন দল নিয়ে ঢাকায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচগুলো ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার দুটি সেমিফাইনালের প্রথমটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জয় ১-০ গোলে। পরের ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩-০ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে ২-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয় পরাজিত হয়।
ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজনটির পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি ও ইমাদ ইস্পাহানি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের প্রক্টর প্রফেসর মুঞ্জুর এইচ খান, আয়োজক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও কোচ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম মানিক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মামুনুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের বিপণনের মহাব্যবস্থাপক ওমর হান্নানসহ প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত বছর প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে ঢাকার ২১ টি, চট্টগ্রামের ৮ ও কুমিল্লার ৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মোট ৩২টি ফুটবল দল অংশ নিয়েছিল। আয়োজনটির প্রচার সহযোগী এটিএন বাংলা।
দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী গতকাল সোমবার ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
টুর্নামেন্টে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ড্যাফোডিলের মাহবুবুর রহমান জুয়েল। পুলিশ, শেখ জামাল ধানমন্ডির মতো দলে খেলা এই স্ট্রাইকার ড্যাফোডিলের চ্যাম্পিয়ন হওয়ার পথে রেখেছেন বড় অবদান। ৬ ম্যাচের তিনটিতেই ম্যাচসেরা, মাহবুবুরের হাতেই উঠেছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ড্যাফোডিলের ‘নাম্বার টেন’ মো. সোহানুর রহমান সোহান। আয়োজনটিতে চ্যাম্পিয়ন দলের জন্য ৫ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৩ লাখ টাকার অর্থ পুরস্কার ছিল।
এবছর টুর্নামেন্টে ঢাকার ২৪ টি, চট্টগ্রামের ১০ টি, খুলনা ও রাজশাহীর ৪টি করে মোট ৪২টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। এরই মধ্যে ১৭ ও ১৮ নভেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে, ২১ নভেম্বর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে, ২৩ নভেম্বর খুলনার জেলা স্টেডিয়ামে এবং ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আঞ্চলিক পর্বের ফুটবল ম্যাচগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে।
চূড়ান্ত পর্বে চারটি অঞ্চলের আটটি গ্রুপ চ্যাম্পিয়ন দল নিয়ে ঢাকায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচগুলো ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার দুটি সেমিফাইনালের প্রথমটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জয় ১-০ গোলে। পরের ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩-০ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে ২-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয় পরাজিত হয়।
ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজনটির পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি ও ইমাদ ইস্পাহানি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের প্রক্টর প্রফেসর মুঞ্জুর এইচ খান, আয়োজক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও কোচ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম মানিক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মামুনুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের বিপণনের মহাব্যবস্থাপক ওমর হান্নানসহ প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত বছর প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে ঢাকার ২১ টি, চট্টগ্রামের ৮ ও কুমিল্লার ৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মোট ৩২টি ফুটবল দল অংশ নিয়েছিল। আয়োজনটির প্রচার সহযোগী এটিএন বাংলা।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫