আহসান হাবীব, নজরুল বিশ্ববিদ্যালয়
নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র অধ্যয়ন, নাট্যকলা ও চারুকলার মতো বিভাগ থাকলেও নেই নৃত্যকলা বিভাগ। তাই বলে শিক্ষার্থীদের নাচ কিন্তু থেমে নেই। অন্যান্য বিভাগে পড়া শিক্ষার্থীদের নাচে মুখর থাকে বিশ্ববিদ্যালয়টি। কাজটি সুচারুভাবে করে চলেছে ‘নজরুল বিশ্ববিদ্যালয় ড্যান্স ক্লাব’।
ক্লাবটির যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি। এরপর করোনা মহামারির কবলে পড়ে থমকে যায় ক্লাবটির কার্যক্রম। তবে বর্তমানে আবার এগিয়ে চলছে তারা। এখন সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বিপ্লব কর্মকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নিবেদিতা দত্ত প্রমি। মাত্র ১২ জন সদস্য নিয়ে ক্লাবটির যাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ৪০।
ড্যান্স ক্লাবের সাধারণ সম্পাদক নিবেদিতা দত্ত প্রমি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে নৃত্যকলা অনুষদ বা বিভাগ নেই। কিন্তু আমাদের অনেকের নাচের প্রতি ব্যাপক আগ্রহ ও ভালোবাসা আছে। তাই আমরা চেষ্টা করছি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যারা নাচতে ভালোবাসেন, তাদের এক করে নাচ শেখা ও নাচতে। আমাদের ক্লাবে ক্লাসিক্যাল, সেমি-ক্লাসিক্যাল, হিপহপ, কনটেম্পরারি ইত্যাদি প্রায় সব ধরনের নাচের চর্চা করা হয়ে থাকে। আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে, ক্যাম্পাসের সাংস্কৃতিক গণ্ডিকে আরও প্রসারিত করা, নিজেদের জাতীয়ভাবে তুলে ধরা।’
এরই মধ্যে ড্যান্স ফেস্টসহ বেশ কিছু সাড়া জাগানো আয়োজন করেছে ক্লাবটি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম দলীয় নৃত্যের ভিডিও আপলোড করে থাকেন ক্লাবের সদস্যরা। সম্প্রতি তাঁদের একটি নাচের ভিডিও প্রায় ৫০ হাজার দর্শক দেখেছেন! ক্লাবটির কার্যক্রম নিয়ে সভাপতি বিপ্লব বলেন, ‘আমরা মূলত বিষয়ভিত্তিক উপস্থাপনা করে থাকি। আমাদের পরিবেশনাগুলো মূলত দলীয়। আমাদের দেশীয় যে নাচের ধারাগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে পাশ্চাত্যের ধারাগুলোর ফিউশন করি।’ এ বছর ড্যান্স ফেস্ট আয়োজনের মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয়কে এক করে ফেলেছিল ক্লাবটি। বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে আয়োজিত সেই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ড্যান্স ক্লাবের সদস্যরাও অংশ নিয়েছিলেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র অধ্যয়ন, নাট্যকলা ও চারুকলার মতো বিভাগ থাকলেও নেই নৃত্যকলা বিভাগ। তাই বলে শিক্ষার্থীদের নাচ কিন্তু থেমে নেই। অন্যান্য বিভাগে পড়া শিক্ষার্থীদের নাচে মুখর থাকে বিশ্ববিদ্যালয়টি। কাজটি সুচারুভাবে করে চলেছে ‘নজরুল বিশ্ববিদ্যালয় ড্যান্স ক্লাব’।
ক্লাবটির যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি। এরপর করোনা মহামারির কবলে পড়ে থমকে যায় ক্লাবটির কার্যক্রম। তবে বর্তমানে আবার এগিয়ে চলছে তারা। এখন সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বিপ্লব কর্মকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নিবেদিতা দত্ত প্রমি। মাত্র ১২ জন সদস্য নিয়ে ক্লাবটির যাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ৪০।
ড্যান্স ক্লাবের সাধারণ সম্পাদক নিবেদিতা দত্ত প্রমি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে নৃত্যকলা অনুষদ বা বিভাগ নেই। কিন্তু আমাদের অনেকের নাচের প্রতি ব্যাপক আগ্রহ ও ভালোবাসা আছে। তাই আমরা চেষ্টা করছি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যারা নাচতে ভালোবাসেন, তাদের এক করে নাচ শেখা ও নাচতে। আমাদের ক্লাবে ক্লাসিক্যাল, সেমি-ক্লাসিক্যাল, হিপহপ, কনটেম্পরারি ইত্যাদি প্রায় সব ধরনের নাচের চর্চা করা হয়ে থাকে। আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে, ক্যাম্পাসের সাংস্কৃতিক গণ্ডিকে আরও প্রসারিত করা, নিজেদের জাতীয়ভাবে তুলে ধরা।’
এরই মধ্যে ড্যান্স ফেস্টসহ বেশ কিছু সাড়া জাগানো আয়োজন করেছে ক্লাবটি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম দলীয় নৃত্যের ভিডিও আপলোড করে থাকেন ক্লাবের সদস্যরা। সম্প্রতি তাঁদের একটি নাচের ভিডিও প্রায় ৫০ হাজার দর্শক দেখেছেন! ক্লাবটির কার্যক্রম নিয়ে সভাপতি বিপ্লব বলেন, ‘আমরা মূলত বিষয়ভিত্তিক উপস্থাপনা করে থাকি। আমাদের পরিবেশনাগুলো মূলত দলীয়। আমাদের দেশীয় যে নাচের ধারাগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে পাশ্চাত্যের ধারাগুলোর ফিউশন করি।’ এ বছর ড্যান্স ফেস্ট আয়োজনের মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয়কে এক করে ফেলেছিল ক্লাবটি। বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে আয়োজিত সেই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ড্যান্স ক্লাবের সদস্যরাও অংশ নিয়েছিলেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে