বিদেশে উচ্চশিক্ষা
জাহিন
অনেকের ধারণা, কম সিজিপিএ থাকলে বোধ হয় বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যায় না বা বৃত্তি পাওয়া যায় না। কিন্তু সত্য হলো, সিজিপিএ কম থাকলেও বিভিন্ন দেশের অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়।
সিজিপিএর ভালো-মন্দ
সিজিপিএ ভালো থাকাটা অবশ্যই বেশ কাজের। এতে বোঝা যায়, একজন শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় ভালো। কিন্তু বিবেচনায় রাখতে হবে, বিদেশে পড়তে গেলে শুধু সিজিপিএ নয়, এর পাশাপাশি অন্যান্য বিষয়ও দেখা হয়। তবে একটা বড় অংশের শিক্ষার্থীর থেকে আপনার সিজিপিএ যদি একটু বেশি হয়, তবে তা অবশ্যই আপনার অনুকূলে কাজ করবে।
আবার সিজিপিএ কম থাকাটাও দোষের নয়। তবে সে ক্ষেত্রে অন্যান্য বিষয়, যেমন সহশিক্ষা কার্যক্রম, গবেষণা বা কাজের অভিজ্ঞতা দেখিয়ে আবেদন করা যায় এবং বৃত্তির সুযোগও পাওয়া যায়।
কত সিজিপিএ থাকতে হবে
সাধারণত এটি ধরে নেওয়া হয় যে বিদেশে উচ্চশিক্ষার জন্য ন্যূনতম ৩.৫০ সিজিপিএ পেতে হবে। ভালো হয় সেটি ৩.৭৫-এর বেশি থাকলে। তবে এমন অনেক নামকরা বিশ্ববিদ্যালয় আছে, যেগুলোতে আবেদন করার জন্য সিজিপিএর ধরাবাঁধা নিয়ম নেই।
শক্তিশালী প্রোফাইল গড়ে তুলতে হলে
জিপিএ রেঞ্জ (৪.০ স্কেলে) লেভেল
১.৫-২.০ খুবই কম
২.০-২.৫ মোটামুটি কম
২.৫-২.৬৯ কম
২.৭-৩.০ মোটামুটি ভালো
৩.০-৩.৫ ভালো
৩.৫-এর বেশি খুব ভালো
সর্বনিম্ন যে সিজিপিএ নিয়ে শিক্ষার্থীরা যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন, সেগুলোর মধ্যে আছে,
যুক্তরাষ্ট্র
লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি ২.০
নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি ২.০
লুইস ক্লার্ক স্টেট কলেজ ২.০
মেট্রোপলিটন কলেজ অব নিউইয়র্ক ২.১
সাউদার্ন ইউনিভার্সিটি অ্যাট নিউ অরল্যান্স ২.৩
অ্যাডেলফি ইউনিভার্সিটি ২.৫
সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটি ২.৫
পুরদ্যে ইউনিভার্সিটি গ্লোবাল ২.৫
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ২.৭৫
ম্যাসাচুসেটস স্টেট ইউনিভার্সিটি ৩.০
ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ ৩.৩১
ইউনিভার্সিটি অব উইসকনসিন ৩.২
ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ৩.২
অস্ট্রেলিয়া
ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি ২.৫
ইউনিভার্সিটি অব তাসমানিয়া ২.৭৫
জার্মানি
টেকনিশ ইউনিভার্সিট্যাট ডার্মস্টাড ২.৫
ইউনিভার্সিটি অব ব্রেমেন ২.৫
যুক্তরাজ্য
কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ২.০
ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড ২.৫
কনভেন্ট্রি ইউনিভার্সিটি ২.৫
ইউনিভার্সিটি অব কেন্ট ২.৭
ইউনিভার্সিটি অব হের্টফোর্ডশায়ার ২.৭৫
লিডস বেকেট ইউনিভার্সিটি ২.৯
কানাডা
ইউনিভার্সিটি অব মানিটোবা ২.৭৫
ইউনিভার্সিটি অব রেগিনা, কানাডা ২.৯
কনকর্ডিয়া ইউনিভার্সিটি, কানাডা ৩.০
নেদারল্যান্ডস
র্যাডবাউড ইউনিভার্সিটি ২.৭৫
ইউনিভার্সিটি অব গ্রনিনজেন ২.৮
নিউজিল্যান্ড
ইউনিভার্সিটি অব ওয়াইকাটো ২.৭
অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি ২.৭
মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড ২.৭৫
লক্ষ রাখতে হবে, কিছু বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্টসংখ্যক কোর্সের জন্য স্নাতকের এই ন্যূনতম সিজিপিএ প্রযোজ্য।
সূত্র: ডাড স্কলারশিপ ডট কম
অনেকের ধারণা, কম সিজিপিএ থাকলে বোধ হয় বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যায় না বা বৃত্তি পাওয়া যায় না। কিন্তু সত্য হলো, সিজিপিএ কম থাকলেও বিভিন্ন দেশের অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়।
সিজিপিএর ভালো-মন্দ
সিজিপিএ ভালো থাকাটা অবশ্যই বেশ কাজের। এতে বোঝা যায়, একজন শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় ভালো। কিন্তু বিবেচনায় রাখতে হবে, বিদেশে পড়তে গেলে শুধু সিজিপিএ নয়, এর পাশাপাশি অন্যান্য বিষয়ও দেখা হয়। তবে একটা বড় অংশের শিক্ষার্থীর থেকে আপনার সিজিপিএ যদি একটু বেশি হয়, তবে তা অবশ্যই আপনার অনুকূলে কাজ করবে।
আবার সিজিপিএ কম থাকাটাও দোষের নয়। তবে সে ক্ষেত্রে অন্যান্য বিষয়, যেমন সহশিক্ষা কার্যক্রম, গবেষণা বা কাজের অভিজ্ঞতা দেখিয়ে আবেদন করা যায় এবং বৃত্তির সুযোগও পাওয়া যায়।
কত সিজিপিএ থাকতে হবে
সাধারণত এটি ধরে নেওয়া হয় যে বিদেশে উচ্চশিক্ষার জন্য ন্যূনতম ৩.৫০ সিজিপিএ পেতে হবে। ভালো হয় সেটি ৩.৭৫-এর বেশি থাকলে। তবে এমন অনেক নামকরা বিশ্ববিদ্যালয় আছে, যেগুলোতে আবেদন করার জন্য সিজিপিএর ধরাবাঁধা নিয়ম নেই।
শক্তিশালী প্রোফাইল গড়ে তুলতে হলে
জিপিএ রেঞ্জ (৪.০ স্কেলে) লেভেল
১.৫-২.০ খুবই কম
২.০-২.৫ মোটামুটি কম
২.৫-২.৬৯ কম
২.৭-৩.০ মোটামুটি ভালো
৩.০-৩.৫ ভালো
৩.৫-এর বেশি খুব ভালো
সর্বনিম্ন যে সিজিপিএ নিয়ে শিক্ষার্থীরা যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন, সেগুলোর মধ্যে আছে,
যুক্তরাষ্ট্র
লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি ২.০
নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি ২.০
লুইস ক্লার্ক স্টেট কলেজ ২.০
মেট্রোপলিটন কলেজ অব নিউইয়র্ক ২.১
সাউদার্ন ইউনিভার্সিটি অ্যাট নিউ অরল্যান্স ২.৩
অ্যাডেলফি ইউনিভার্সিটি ২.৫
সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটি ২.৫
পুরদ্যে ইউনিভার্সিটি গ্লোবাল ২.৫
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ২.৭৫
ম্যাসাচুসেটস স্টেট ইউনিভার্সিটি ৩.০
ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ ৩.৩১
ইউনিভার্সিটি অব উইসকনসিন ৩.২
ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ৩.২
অস্ট্রেলিয়া
ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি ২.৫
ইউনিভার্সিটি অব তাসমানিয়া ২.৭৫
জার্মানি
টেকনিশ ইউনিভার্সিট্যাট ডার্মস্টাড ২.৫
ইউনিভার্সিটি অব ব্রেমেন ২.৫
যুক্তরাজ্য
কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ২.০
ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড ২.৫
কনভেন্ট্রি ইউনিভার্সিটি ২.৫
ইউনিভার্সিটি অব কেন্ট ২.৭
ইউনিভার্সিটি অব হের্টফোর্ডশায়ার ২.৭৫
লিডস বেকেট ইউনিভার্সিটি ২.৯
কানাডা
ইউনিভার্সিটি অব মানিটোবা ২.৭৫
ইউনিভার্সিটি অব রেগিনা, কানাডা ২.৯
কনকর্ডিয়া ইউনিভার্সিটি, কানাডা ৩.০
নেদারল্যান্ডস
র্যাডবাউড ইউনিভার্সিটি ২.৭৫
ইউনিভার্সিটি অব গ্রনিনজেন ২.৮
নিউজিল্যান্ড
ইউনিভার্সিটি অব ওয়াইকাটো ২.৭
অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি ২.৭
মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড ২.৭৫
লক্ষ রাখতে হবে, কিছু বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্টসংখ্যক কোর্সের জন্য স্নাতকের এই ন্যূনতম সিজিপিএ প্রযোজ্য।
সূত্র: ডাড স্কলারশিপ ডট কম
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২২ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২২ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২২ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২২ দিন আগে