ইউনিভার্সিটি অব স্কলার্সের মেকাট্রনিক্স ক্লাব আয়োজিত ও ইইই ডিপার্টমেন্ট পরিচালিত ‘বিয়ন্ড বাউন্ডারিস-২৪’ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২২ নভেম্বর) ইউনিভার্সিটি অব স্কলার্সে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রায় ১০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
পোস্টার প্রেজেন্টেশন ও প্রজেক্ট প্রেজেন্টেশন—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেন। মোট ১৭টি পোস্টার প্রেজেন্টেশন দল ও ১২টি প্রজেক্ট প্রেজেন্টেশন দল এ আয়োজনে অংশ নেয়। এছাড়া উপস্থিত সবার জন্য ছিল ‘রবো পেনাল্টি’। দুই ক্যাটাগরিতে মোট মোট ৫ জনকে পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক, ক্লাবের অ্যাডভাইজার আবু মো. ফুয়াদ ও ইইই ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক বুলান্দ তাসলিম।
পোস্টার প্রেজেন্টেশনে প্রথম হয়েছে ‘টিম অল্টারনেট ২.০’ এবং দ্বিতীয় হয়েছে ‘টিম এলিভেট’। প্রজেক্ট প্রেজেন্টেশনে প্রথম হয়েছে ‘পোলার পাইথন’, দ্বিতীয় হয়েছে ‘টিম অরবিট’ এবং তৃতীয় হয়েছে ‘টিম নেবুলা’। অনুষ্ঠানে বিজয়ী দলগুলোকে সনদপত্রসহ নগদ অর্থ দেওয়া হয়।
এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল সময় টিভি ও মোহনা টিভি। রেডিও পার্টনার রেডিও কার্নিভ্যাল। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।
ইইই ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মি. অনির্বাণ সরকার বলেন, ‘আগামীতে এই ধরনের প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং সেই সঙ্গে কলেজ লেভেল ও স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়েও আমাদের বিশেষ আয়োজনের চিন্তা রয়েছে।’
এছাড়াও তিনি তরুণ প্রজন্মদের প্রতি নিজেদেরকে মুক্তচিন্তার মাধ্যমে, সৃজনশীলতাকে কাজে লাগানো আহ্বান জানান।
ইউনিভার্সিটি অব স্কলার্সের মেকাট্রনিক্স ক্লাব আয়োজিত ও ইইই ডিপার্টমেন্ট পরিচালিত ‘বিয়ন্ড বাউন্ডারিস-২৪’ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২২ নভেম্বর) ইউনিভার্সিটি অব স্কলার্সে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রায় ১০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
পোস্টার প্রেজেন্টেশন ও প্রজেক্ট প্রেজেন্টেশন—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেন। মোট ১৭টি পোস্টার প্রেজেন্টেশন দল ও ১২টি প্রজেক্ট প্রেজেন্টেশন দল এ আয়োজনে অংশ নেয়। এছাড়া উপস্থিত সবার জন্য ছিল ‘রবো পেনাল্টি’। দুই ক্যাটাগরিতে মোট মোট ৫ জনকে পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক, ক্লাবের অ্যাডভাইজার আবু মো. ফুয়াদ ও ইইই ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক বুলান্দ তাসলিম।
পোস্টার প্রেজেন্টেশনে প্রথম হয়েছে ‘টিম অল্টারনেট ২.০’ এবং দ্বিতীয় হয়েছে ‘টিম এলিভেট’। প্রজেক্ট প্রেজেন্টেশনে প্রথম হয়েছে ‘পোলার পাইথন’, দ্বিতীয় হয়েছে ‘টিম অরবিট’ এবং তৃতীয় হয়েছে ‘টিম নেবুলা’। অনুষ্ঠানে বিজয়ী দলগুলোকে সনদপত্রসহ নগদ অর্থ দেওয়া হয়।
এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল সময় টিভি ও মোহনা টিভি। রেডিও পার্টনার রেডিও কার্নিভ্যাল। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।
ইইই ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মি. অনির্বাণ সরকার বলেন, ‘আগামীতে এই ধরনের প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং সেই সঙ্গে কলেজ লেভেল ও স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়েও আমাদের বিশেষ আয়োজনের চিন্তা রয়েছে।’
এছাড়াও তিনি তরুণ প্রজন্মদের প্রতি নিজেদেরকে মুক্তচিন্তার মাধ্যমে, সৃজনশীলতাকে কাজে লাগানো আহ্বান জানান।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫