সানজিদা জান্নাত পিংকি
যাতায়াতের ভোগান্তি দূর করতে দীর্ঘদিন ধরে বাসের আবেদন জানিয়ে আসছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। তবে প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে গেলেও তাঁরা পাচ্ছেন না নিজস্ব পরিবহনে যাতায়াতের সুযোগ।
এদিকে সম্প্রতি শিক্ষক ও কর্মকর্তাদের জন্য সোয়া কোটি টাকার বেশি দামে দুটি নতুন শীতাতপনিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করা হয়েছে। ৫২ আসনবিশিষ্ট বাস দুটি ৩ জুন ক্যাম্পাসে পৌঁছানোর পর শুরু হয় নানান আলোচনা-সমালোচনা।
গণ বিশ্ববিদ্যালয়ে মানিকগঞ্জ, চন্দ্রা ও ঢাকার অনেক শিক্ষার্থী রয়েছেন। পরিবহন সুবিধা না থাকায় তাঁদের যাতায়াতে বিভিন্ন দুর্ভোগে পড়তে হয়। এসব রুটের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাসের জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাঁদের সে দাবি গ্রাহ্য করা হয়নি।
২০২২ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে দুটি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগ্রহীদের কাছ থেকে তথ্য আহ্বান করা হয়। মানিকগঞ্জ, চন্দ্রা ও ঢাকা রুটের শিক্ষার্থীরা তাতে আবেদন করেন। এ ছাড়া বেশ কিছু শিক্ষক-কর্মকর্তাও এসব রুটে বাসের জন্য আবেদন করেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত।
কোনো ধরনের উদ্যোগ না নিয়ে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। তাই গণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে, নির্দিষ্ট রুটগুলোতে দ্রুত বাসসেবা চালু করা হোক।
লেখক: শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়
যাতায়াতের ভোগান্তি দূর করতে দীর্ঘদিন ধরে বাসের আবেদন জানিয়ে আসছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। তবে প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে গেলেও তাঁরা পাচ্ছেন না নিজস্ব পরিবহনে যাতায়াতের সুযোগ।
এদিকে সম্প্রতি শিক্ষক ও কর্মকর্তাদের জন্য সোয়া কোটি টাকার বেশি দামে দুটি নতুন শীতাতপনিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করা হয়েছে। ৫২ আসনবিশিষ্ট বাস দুটি ৩ জুন ক্যাম্পাসে পৌঁছানোর পর শুরু হয় নানান আলোচনা-সমালোচনা।
গণ বিশ্ববিদ্যালয়ে মানিকগঞ্জ, চন্দ্রা ও ঢাকার অনেক শিক্ষার্থী রয়েছেন। পরিবহন সুবিধা না থাকায় তাঁদের যাতায়াতে বিভিন্ন দুর্ভোগে পড়তে হয়। এসব রুটের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাসের জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাঁদের সে দাবি গ্রাহ্য করা হয়নি।
২০২২ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে দুটি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগ্রহীদের কাছ থেকে তথ্য আহ্বান করা হয়। মানিকগঞ্জ, চন্দ্রা ও ঢাকা রুটের শিক্ষার্থীরা তাতে আবেদন করেন। এ ছাড়া বেশ কিছু শিক্ষক-কর্মকর্তাও এসব রুটে বাসের জন্য আবেদন করেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত।
কোনো ধরনের উদ্যোগ না নিয়ে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। তাই গণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে, নির্দিষ্ট রুটগুলোতে দ্রুত বাসসেবা চালু করা হোক।
লেখক: শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে