গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
শিক্ষার্থীদের হাতে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন বই বা ক্রেস্ট তুলে দিলেও এবার ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে ‘পাঠকবন্ধু’র গাংনী উপজেলা শাখা। শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়নের লক্ষ্যে তাদের মাঝে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন মজিদ।
শনিবার সকালে গাংনীর সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর হাতে কোরআন মজিদ তুলে দেন ‘পাঠকবন্ধু’র সদস্যরা।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী আল কাসাভ বলে, ‘পাঠকবন্ধুর এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। কোরআন মজিদ উপহার দেওয়া খুবই পছন্দনীয় কাজ। ইসলামের জ্ঞান মানুষের মধ্যে প্রবেশ করলে মাদকমুক্ত সমাজ গড়া সহজ হবে।’
দশম শ্রেণির ছাত্রী নুসাইবা মাইশা বলে, ‘বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু এত সুন্দর ও অর্থবহ উপহার আগে কখনো পাইনি। কোরআন এমন একটি গ্রন্থ, যা বুঝে পড়লে নিজের, পরিবার ও সমাজের কল্যাণে ব্যবহার করা যায়। ইসলামি জ্ঞান হৃদয়ে ধারণ করলে মানুষ নেশা থেকে দূরে থাকবে এবং আল্লাহর ভয়ে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখবে।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ রেজাউল হক বলেন, ‘এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই বিরল। কোরআন উপহার দেওয়ার মতো মহৎ উদ্যোগের জন্য “পাঠকবন্ধু”কে ধন্যবাদ জানাই। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই।’
প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘জীবনে বহু অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ দেখেছি, কিন্তু এত মূল্যবান ও অর্থবহ উপহার খুব কমই দেখা যায়। কোরআন মজিদ মানুষের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় একটি গ্রন্থ। যাঁরা এই মহৎ উদ্যোগ নিয়েছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘যদি কেউ ইসলামি জ্ঞান হৃদয়ে ধারণ করে, তাহলে সে কখনোই কারও ক্ষতি করবে না, মাদকাসক্ত হবে না, বরং প্রতিটি ক্ষেত্রে ভালো কাজের চেষ্টা করবে। আমাদের সকলের উচিত কোরআন বুঝে পড়া এবং তা বাস্তবজীবনে প্রয়োগ করা।’
শিক্ষার্থীদের হাতে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন বই বা ক্রেস্ট তুলে দিলেও এবার ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে ‘পাঠকবন্ধু’র গাংনী উপজেলা শাখা। শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়নের লক্ষ্যে তাদের মাঝে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন মজিদ।
শনিবার সকালে গাংনীর সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর হাতে কোরআন মজিদ তুলে দেন ‘পাঠকবন্ধু’র সদস্যরা।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী আল কাসাভ বলে, ‘পাঠকবন্ধুর এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। কোরআন মজিদ উপহার দেওয়া খুবই পছন্দনীয় কাজ। ইসলামের জ্ঞান মানুষের মধ্যে প্রবেশ করলে মাদকমুক্ত সমাজ গড়া সহজ হবে।’
দশম শ্রেণির ছাত্রী নুসাইবা মাইশা বলে, ‘বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু এত সুন্দর ও অর্থবহ উপহার আগে কখনো পাইনি। কোরআন এমন একটি গ্রন্থ, যা বুঝে পড়লে নিজের, পরিবার ও সমাজের কল্যাণে ব্যবহার করা যায়। ইসলামি জ্ঞান হৃদয়ে ধারণ করলে মানুষ নেশা থেকে দূরে থাকবে এবং আল্লাহর ভয়ে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখবে।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ রেজাউল হক বলেন, ‘এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই বিরল। কোরআন উপহার দেওয়ার মতো মহৎ উদ্যোগের জন্য “পাঠকবন্ধু”কে ধন্যবাদ জানাই। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই।’
প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘জীবনে বহু অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ দেখেছি, কিন্তু এত মূল্যবান ও অর্থবহ উপহার খুব কমই দেখা যায়। কোরআন মজিদ মানুষের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় একটি গ্রন্থ। যাঁরা এই মহৎ উদ্যোগ নিয়েছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘যদি কেউ ইসলামি জ্ঞান হৃদয়ে ধারণ করে, তাহলে সে কখনোই কারও ক্ষতি করবে না, মাদকাসক্ত হবে না, বরং প্রতিটি ক্ষেত্রে ভালো কাজের চেষ্টা করবে। আমাদের সকলের উচিত কোরআন বুঝে পড়া এবং তা বাস্তবজীবনে প্রয়োগ করা।’
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে